• Bengali Word একলা , একেলা English definition [অ্যাক্‌লা, অ্যাকেলা] (বিশেষণ) ১ একাকী; নিঃসঙ্গ (অনেকে ব্যাপার কি দেখিবার জন্য একলা অথবা দল বাঁধিয়া দেখিতে আসিতেছিল-কাজী আব্দুল ওদুদ; যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে-রবীন্দ্রনাথ ঠাকুর; আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অসহায় (বড় একলা বোধ করছি)। {সংস্কৃত একল<এক+√লা+অ(ক)+বাংলা আরবি; তুলনীয় হিন্দি অকেলা}
    • Bengali Word একলাই English definition [অ্যাক্‌লাই] (বিশেষ্য) এক ফর্দ বা এক পাট্টা মিহি চাদর; সাদা ফুল কাটা উড়ানি (সিপাই পেড়ে ঢাকাই ধুতি পরা-বুটোদার একলাই ও গাজের মেরজাই গায়-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {সংস্কৃত এক+বাংলা লাই; হিন্দি লাঈ}
    • Bengali Word একলা - একলি English definition [অ্যাক্‌লা-অ্যাক্‌লি] (ক্রিয়াবিশেষণ) একাকী; নির্জনে; তৃতীয় জনের অনুপস্থিতিতে (বাদ-বাকিটা পরে আপনাকে একলা-একলি বলব-সৈয়দ মুজতবা আলী)। {একলা+(অনুকারক শব্দ) একলি}