এ পৃষ্ঠা ১
- Bengali Word এ ১ English definition [এ; কোথাও ‘অ্যা’ (æ)] বাংলা বর্ণমালার অষ্টম স্বরবর্ণ। কেননা, দীর্ঘ ‘ঋ…’ ‘৯’ স্বরের ব্যবহার বাংলায় নেই। বহু পূর্বেই এগুলো বাংলা বর্ণমালা থেকে পরিত্যক্ত। ‘এ’র উচ্চারণ-স্থান তালু (মুগ্ধবোধ)। ‘অ্যা’ বাংলা ভাষায় পৃথক বর্ণরূপে পরিগণিত হওয়া উচিত। ‘অ-কার+য-কার+আ-কার’ দিয়ে বোঝানো হলেও প্রকৃতপক্ষে সেটি æ ধ্বনির অনুরূপ (এক=অ্যাক্, দেখ=দ্যাখ্)। সংস্কৃতে ‘এ’-র উচ্চারণ সর্বদাই এ। সংস্কৃতের অনুকরণে অ্যা-রূপে উচ্চারিত ধ্বনিগুলোকেও বাংলায় ‘এ’ দিয়ে লেখা হয়। সাধারণত এজন্য বলা হয়ে থাকে ‘এ’-র সহজ উচ্চারণ ‘এ’ এবং বিকৃত উচ্চারণ ‘অ্যা’। এবং, এলাকা, এলে-এসব শব্দে ‘এ’-র উচ্চারণ এ। কিন্তু একা, (অ্যাকা), এসিড (অ্যাসিড) প্রভৃতি শব্দে, এ-র উচ্চারণ অ্যা। এ-র হ্রস্ব উচ্চারণ এর, বেঁকে প্রভৃতি শব্দে দেখা যায়। একুশ প্রভৃতি শব্দে এ-র উচ্চারণ দীর্ঘ। ধমক দিয়ে উচ্চারিত ‘কেরে’ প্রভৃতি শব্দে এ-র উচ্চারণ প্লুত। ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে এটি ‘†’ রূপ ধারণ করে।
- Bengali Word এ ২ English definition [য়ে] স্বরবর্ণটির পদরূপে ব্যবহার : (১) সর্বনামরূপে-‘ইহা’ অর্থে ব্যক্তি বস্তু প্রাণী বা বিষয়ের পরিবর্তে ‘এ’ সর্বনামরূপে ব্যবহৃত হয় : এ (ইহা) ভালো নয়। এ কে? এ আর যাই হোক, সন্দেশ নয়। এ ছাগল, না ভেড়া? (২) বিশেষণরূপে-‘এই’, ‘আলোচ্য’ ইত্যাদি অর্থে ‘এ’ বিশেষণরূপে ব্যবহৃত হয়; যেমন এ কাজ করতে নেই। এ-পথে যেও না। (৩) অব্যয় পদরূপে-‘হে’, ‘ওহে’, ‘ওলো’ ইত্যাদি অর্থে ‘এ’ অব্যয়রূপে প্রযুক্ত হয়; যেমন-এ সখি, হামারি দুঃখের নাহি ওর’-বিদ্যাপতি। {সংস্কৃত এতদ্>এত>এঅ>এ}
- Bengali Word এঁ ১ English definition [এঁ] (সর্বনাম) (সম্মানসূচক) ইনি (এঁকে যেন কোথায় দেখেছি; এঁদের)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word এঁ ২ English definition [অ্যাঁ] (অব্যয়) প্রশ্নে; কথিত বাক্য বোধগম্য না হলে জিজ্ঞাসাবাচক। {ধ্বন্যাত্মক}
- Bengali Word এঁকেবেঁকে English definition ⇒ আঁকাবাঁকা
- Bengali Word এঁচে English definition [এঁচে] (ক্রিয়াবিশেষণ) আঁচ করে; অনুমান করে (ছোলা ভাজা দেবো কাঁচাকলা দেবো নিশ্চয়ই মনে এঁচে রাখ-কাজী নজরুল ইসলাম)। {সংস্কৃত অর্চিঃ>অচ্চি>আচ, আঁচ; (তৎসম বা সংস্কৃত) √অঞ্চ্>অন্চ>আঁচ}
- Bengali Word এঁটুলি, এঁটল, এঁটিলি English definition [এঁটুলি, এঁটল্, এঁটিলি] (বিশেষ্য) গরু কুকুর প্রভৃতি পশুর গায়ে এঁটে থাকা রক্ত শোষণ করে এমন ক্ষুদ্র চর্মকীটবিশেষ (চুলের এঁটিলি মেরে-জীবনানন্দ দাশ)। {সংস্কৃত আনদ্ধ> বাংলা, হিন্দি আঁট+উলি = আঁটুলি>এঁটুলি}
- Bengali Word এঁটে ১ , এটিয়া , এটে ১ English definition [এঁটে, এটিয়া, এটে] (বিশেষ্য) কন্দ; গেঁড়; কলা, কচু ইত্যাদি গাছের মূল (কত কষ্টে এঁটে নাহি মিলে থোড়-ভারতচন্দ্র রায়গুণাকর)। {সংস্কৃত অষ্টি>অট্ঠি>আইটা>এটে, এঁটে}
- Bengali Word এঁটে ২ , এটে ২ English definition [এঁটে, এটে] (ক্রিয়াবিশেষণ) শক্ত করে; কষে (এঁটে গিট দাও)। এঁটে ওঠা (ক্রিয়া) পেরে ওঠা; সামলে ওঠা। এঁটে যাওয়া (ক্রিয়া) সংকুলান হওয়া; ধরা। {বাংলা √আঁট+ইয়া=আঁটিয়া>}
- Bengali Word এঁটে ৩ English definition [এঁটে] (ক্রিয়া) লাগিয়া দেওয়া (খামটি এঁটে দাও)। {আঁট+ইয়া= আঁটিয়া}
- Bengali Word এঁটেল , এটেল English definition [এঁটেল্, এটেল্] (বিশেষ্য) (ভূবিদ্যা) শুষ্কাবস্থায় শক্ত ও সিক্তাবস্থায় আঠালো মাটি বিশেষ। □ (বিশেষণ ) আঠালো; পিচ্ছিল ও চটচটে (এঁটেল মৃত্তিকা তায় তুলে দিল তালি-ঘনরাম চক্রবর্তী)। {আঁ=আঁট+আল= আঁটাল> এঁটেল, এটেল}
- Bengali Word এঁটো , এঁঠো English definition [এঁট, এঁঠো] (বিশেষণ) উচ্ছিষ্ট; ভুক্তাবশিষ্ট; উচ্ছিষ্টের সংস্পর্শে দূষিত (এঁটো হাতেই কাপড় গোছায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষ্য) ঝুটা খাদ্য; ভুক্তাবশিষ্ট দ্রব্যাদি। এঁটো উঠানো Þ এঁটো পড়া। এঁটো কাঁটা (বিশেষ্য) ভুক্তাবশেষ; উচ্ছিষ্ট খাদ্য দ্রব্যাদি (কোনরূপে পিত্তি রক্ষা এঁটোকাঁটা খেয়ে-ঈশ্বর গুপ্ত)। এঁটোখেকো (বিশেষণ) ১ উচ্ছিষ্ট ভোগী (এঁটোখেকো কাকের দল-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ পরমুখাপেক্ষী; অন্যের কৃপাপাত্র; অত্যন্ত হীন। এঁটোপাড়া, এঁটো উঠানো (ক্রিয়া) উচ্ছিষ্ট পরিষ্কার করা; আহারের স্থান লেপা ও ধোওয়া (হাঁড়ি তুলে এসেছি, এঁটো পেড়ে এসেছি-দীনবন্ধু মিত্র)। এঁটোপাত ( বিশেষ্য) উচ্ছিষ্ট ভোজনপাত্র (তোমার এঁটোপাতের অর্ধেক দিয়া আমাকে কুকুর ভুলাইতে আসিয়াছ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {সংস্কৃত. উচ্ছিষ্ট>আঁইঠা>এঠো>এঁটো}
- Bengali Word এঁদের English definition [এঁদের্] সর্বনাম (সম্মানসূচক) এই ব্যক্তিগণের। {সংস্কৃত ইদম্> বাংলা ইঁহাদের>}
- Bengali Word এঁদো , এঁধো English definition [এঁদো, এঁধো] (বিশেষণ) ১ অন্ধকারাচ্ছন্ন; বনজঙ্গলপূর্ণ; অব্যবহার্য (এঁদো বাড়ি)। ২ পঙ্কিল; পানাবিশিষ্ট; পরিত্যক্ত (সে যে লয়ে এঁদো ঘাটে, ফেলে দিল পাটে ভাবিয়া ধোবির বোঝা-কাজী নজরুল ইসলাম)। ৩ নোংরা; স্যাঁতসেঁতে; সংকীর্ণ ও আলোকবিহীন (এঁদো গলি)। {সংস্কৃত অন্ধ+বাংলা উয়া=অন্ধুয়া>আউন্দ্যা>এঁদো}
- Bengali Word এঁশে, এঁষে, এষে-ঘা English definition [এঁশে, এঁশে, এঁশে-ঘা] (বিশেষ্য) গরু ছাগল ইত্যাদির খুর বা মুখের ঘা বিশেষ। এঁশে রোগা (বিশেষণ) খুরে বা মুখে ঘা রোগযুক্ত (চাষীরা এঁশে-রোগা গরু বেচে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {সংস্কৃত আমিষ (মাছ, মাংস ইত্যাদি)>আঁইষ + ইয়া = আঁইষ্যা>এঁষে, এঁশে (মাংসপচা গন্ধযুক্ত ঘা)}
- Bengali Word এঁষানি, এঁসানি English definition [এঁশানি] (বিশেষ্য) আমিষ গন্ধ; আঁষ্টে গন্ধ। এঁষানি মারা (ক্রিয়া) মাছ মাংস সাঁতলিয়ে আমিষ গন্ধ দূর করা; মাছ কষানো (মাংসের এঁষানি মারে ঘৃতে কলকল-ঘনরাম চক্রবর্তী)। {সংস্কৃত আমিষ = আঁইসা, আঁইষ>এঁসানি>}
- Bengali Word এঁড় , এঁড়বিচি English definition [এঁড়্, এঁড়্বিচি] (বিশেষ্য) অণ্ডকোষ; মুষ্ক। {সংস্কৃত অণ্ড>অঁড়>এঁড়}
- Bengali Word এঁড়ি English definition ⇒ এণ্ডি
- Bengali Word এঁড়ে English definition [এঁড়ে] (বিশেষ্য) ষাঁড়; বলদ (কেন এঁড়ে গরু কিনতে যাবি?-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। □ (বিশেষণ) ১ মর্দা; পুরুষজাতীয় (এঁড়ে বাছুর)। ২ একরোখা; একগুঁয়ে (এঁড়ে লোক)। এঁড়েগলা, এঁড়ে ডাক (বিশেষ্য) কর্কশ কণ্ঠস্বর; কর্ণবিদারী আওয়াজ (আমি জানি এমন বিস্তর এঁড়ে ডাক-ভারতচন্দ্র রায়গুণাকর)। এঁড়ে তর্ক (বিশেষ্য) ন্যায়যুক্তিহীন তর্ক। এঁড়ে তেল দেওয়া (ক্রিয়া) চাটুবাক্যে তোষামোদ করা। এঁড়েলাগা শিশুদের অজীর্ণ রোগে আক্রান্ত হওয়া। পিঠাপিঠি দুটো সন্তানের জন্মের ফলে রুগ্ণ প্রথমটিকে এঁড়ে লাগা বলা হয়। {সংস্কৃত অণ্ড=বাংলা এঁড়+ইয়া>এঁড়িয়া>এঁইড়্যা>এঁড়ে}
- Bengali Word এঃ English definition [এঃ] অব্যয় বিস্ময় ঘৃণা বিরক্তি দুঃখাদিসূচক ধ্বনি। {ধ্বন্যাত্মক}