• Bengali Word উজাড়, উজোড়, উজার (বিরল) English definition [উজাড়্, উজোড়্‌, উজার্] (বিশেষণ) ১ শূন্য; খালি; নিঃশেষ (থলি ঝুলি উজাড় করে ফেলে যা আছে তোর ফুরাল রাতারাতি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ জনহীন; বসতিশূন্য। □ (বিশেষ্য) জনশূন্য স্থান; বিরান জায়গা। {(তৎসম বা সংস্কৃত) উচ্চাট>(হিন্দি) উজাড়}