• Bengali Word উড়ানি, উড়ুনি English definition [উড়ানি, উড়ুনি] (বিশেষ্য) উত্তরীয়; ওড়না; একপাটা চাদর (কেহ উড়ানি কেহ স্কন্ধস্থিত রঙ্গিন রুমাল বিছাইয়া নমাজে যোগদান করিল-কাজী ইমদাদুল হক; মেঘের উড়ানি ঘেরা নীল আকাশ-সুফী মোতাহার হোসেন। {(তৎসম বা সংস্কৃত) অববেষ্টনিকা> ওড্‌ঢনিক>ওঢ়নিঅ>উড়নি, উড়ুনি; (তুলনীয়) (হিন্দি) ওঢ়না}