• Bengali Word ওড়িয়া, উড়িয়া, উড়ে English definition [ওড়িয়া, উড়িয়া. উড়ে] (বিশেষ্য) ১ উড়িষ্যার লোক (উড়ে চাকরটাকে…বর্ণমালা পর্যন্ত শিখিয়েছে-সৈয়দ মুজতবা আলী)। ২ উড়িষ্যার ভাষা। □ (বিশেষণ) ১ উড়িষ্যা সম্বন্ধীয়। ২ উড়িষ্যাদেশে জাত; উড়িষ্যা দেশীয়। {(তৎসম বা সংস্কৃত) ওড়, উৎকল>উড়িষ্যা, ওড়িষ্যা>}