উ পৃষ্ঠা ২০
- Bengali Word উপধর্ম English definition [উপোধর্মো] (বিশেষ্য) ১ অপকৃষ্ট লৌকিক ধর্ম (তবে আমার উপাসনা দুষ্ট, অলীক, উপধর্ম্ম মাত্র-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়) ২ লৌকিক ধর্ম। ৩ কুসংস্কার। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √ধৃ+মন্; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word উপধা English definition [উপোধা] (বিশেষ্য) ১ (ব্যাকরণ) অন্ত্যবর্ণের পূর্ববর্ণকে ‘উপধা’ বলে। ২ ছল। ৩ উপায়। ৪ অমাত্যদের সাধুতার পরীক্ষা। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √ধা+অ(অঙ্)+ আ}
- Bengali Word উপধাতু English definition [উপোধাতু] (বিশেষ্য) ১ (আয়ু.) স্বর্ণ ইত্যাদি প্রধান ধাতুর ন্যায় ধাতু বা ধাতুঘটিত বিবিধ দ্রব্য-মাক্ষিক, তুত্থক, অভ্র ইত্যাদি। ২ দেহ থেকে উদ্ভূত পদার্থ-স্তন্য রজঃ স্বেদ ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত) উপ+ধাতু; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word উপধান, উপাধান English definition [উপোধান্, উপাধান্] (বিশেষ্য) ১ উপাধান; বালিশ। ২ ধারণ। ৩ প্রণয়। ৪ ব্রতবিশেষ। উপধানীয় (বিশেষ্য) বালিশ; উপাধান। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √ধা+অন(ল্যুট্)}
- Bengali Word উপধায়ক, উপধায়ী(-য়িন্) English definition [উপোধায়োক, উপোধায়ি] (বিশেষ্য), (বিশেষণ) উৎপাদন করে বা জন্ম দেয় এমন; উৎপাদক; জনক। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √ধা+অক(ণ্বুল্), ইন্(ণিনি)}
- Bengali Word উপনগর English definition [উপোনগোর্] (বিশেষ্য) ১ ক্ষুদ্র নগর। ২ নগরের উপকণ্ঠস্থ ক্ষুদ্র নগর; শহরতলি। {(তৎসম বা সংস্কৃত) উপ+নগর; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word উপনদ, উপনদি English definition [উপোনদ্, উপোনোদি] (বিশেষ্য) যে নদী স্বতন্ত্রভাবে উৎপন্ন হয়ে বৃহত্তর নদীতে পতিত হয়। {(তৎসম বা সংস্কৃত) উপ+নদ, নদী; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word উপনাম English definition [উপোনাম্] (বিশেষ্য) ১ প্রকৃত নামের পরিবর্তে ব্যবহৃত অন্য নাম; surname। ২ উপাধি; আখ্যা। {(তৎসম বা সংস্কৃত) উপ+নাম; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word উপনায়ক English definition [উপোনায়োক্] (বিশেষ্য) ১ নাটকে বা উপন্যাসের মূল চরিত্র বিকাশে সাহায্যকারী চরিত্র; অপ্রধান নায়ক। ২ সহকারী; সহচর (উপনায়ক চরিত্র প্রায়ই মসীলিপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) উপ+নায়ক; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word উপনিপাত English definition [উপোনিপাত্] (বিশেষ্য) ১ উপকণ্ঠে আগমন; সমীপে উপস্থিত। ২ উৎপাত; উপদ্রব (সেই উপনিপাতসমূহ যদিও ইংলণ্ডে সাংঘাতিক আকার ধরেনি-সুধূন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) উপ+নি+ √পত্+অ(ঘঞ্)}
- Bengali Word উপনিবেশ English definition [উপোনিবেশ্] (বিশেষ্য) জীবিকা নির্বাহের জন্য অথবা স্থায়ীভাবে বাস করার জন্য দলবদ্ধভাবে বিদেশে যে বসতি স্থাপন করা হয়; colony (প্রাথমিক যুগে বঙ্গদেশ ছিল মুসলমান বণিকদের একটি উপনিবেশ)। ঔপনিবেশিক (বিশেষণ)। উপনিবিষ্ট, উপনিবেশিত (বিশেষণ) উপনিবেশ স্থাপন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উপ+নি+√বিশ্+অ(ঘঞ্)}
- Bengali Word উপনিষদ, উপনিষৎ English definition [উপোনিশদ্, উপোনিশত্] ১ (বিশেষ্য) হিন্দু ধর্মগ্রস্থ বেদের শেযাশং; জ্ঞানকাণ্ড; বেদান্ত। ২ ব্রহ্মবিদ্যা। ঔপনিষদ; ঔপনিষদিক (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) উপ+নি+√সদ্+ক্বিপ্}
- Bengali Word উপনিহিত English definition [উপোনিহিতো] (বিশেষণ) অন্যের নিকট রক্ষিত; গচ্ছিত; ন্যস্ত। {উপ+নি+ √ধা+ত(ক্ত)}
- Bengali Word উপনীত English definition [উপোনিতো] (বিশেষণ) ১ উপস্থিত; আগত (নগরীতে উপনীত হইয়া-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ আনীত। ৩ উপনয়ন দ্বারা সংস্কৃত; পৈতা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √নী+ত(ক্ত)}
- Bengali Word উপনেতা(-তৃ) English definition [উপোনেতা] (বিশেষণ) ১ কৃত্রিম বা সহকারী নেতা। ২ যিনি উপনয়ন করান। ৩ যিনি আনয়ন করেন। {(তৎসম বা সংস্কৃত) উপ+নেতা; উপ+ √নী+ তৃ(তৃচ); (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word উপন্যস্ত English definition [উপোন্নস্তো, উপোন্ন্যাস্তো] (বিশেষ্য), (বিশেষণ) ১ গচ্ছিত; অন্যের নিকট রক্ষিত। ২ উপস্থাপিত। ৩ প্রস্তাবিত উল্লিখিত। {(তৎসম বা সংস্কৃত) উপ+নি+ √অস্+ত(ক্ত)}
- Bengali Word উপন্যাস English definition [উপোন্ন্যাস্] (বিশেষ্য) ১ দীর্ঘ আখ্যায়িকা; বড়ো গল্প; novel। ২ কাল্পনিক উপাখ্যান (বাল্যকালে যত ভৌতিক উপন্যাস শ্রুত হইয়াছিল-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ মুখবন্ধ। ৪ (বিশেষ্য) প্রস্তাব। উপন্যাসিকা (বিশেষ্য) ক্ষুদ্র উপন্যাস; novelette। {উপ+নি+ √অস্+অ(ঘঞ্)}
- Bengali Word উপনয়ন English definition [উপোনয়োন্] (বিশেষ্য) আনুষ্ঠানিকভাবে বালকের যজ্ঞোপবীত ধারণ; পৈতা দেওয়া (নবম বৎসরে মুচিরামের উপনয়ন হইল-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) উপ+√নী+অন(ল্যুট্)}
- Bengali Word উপপতি English definition [উপোপোতি] (বিশেষ্য) নাগর; অবৈধ প্রণয়ী; জার। উপপত্নী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) উপ+পতি; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word উপপত্তি English definition [উপোপোত্তি] (বিশেষ্য) ১ যুক্তি; প্রমাণ (ব্যাকরণ মতে উপপত্তি দেখাইয়া ন্যায়মতেও উপপত্তি দেখাইয়াছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ সিদ্ধান্ত; মীমাংসা। ৩ সম্পাদন। ৪ প্রাপ্তি। ৫ ঘটনা। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √পদ্+তি(ক্তি)}