• Bengali Word আনকা , আনকো , আনখা , আইনকা English definition [আন্‌কা, আন্‌কো, আন্‌খা, আইনকা] (বিশেষণ) ১ অজ্ঞাত; অপরিচিত (আনকা মানুষের কাছে ছেলেটা যেতে চায় না; আনকা কথা)। ২ দেখা যায় না এমন; অস্পষ্ট (আনকো আলোয় যায় দ্যাখ্যা ওই পদ্মকলির হাই তোলা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ অভিনব; অদ্ভুত (সঙ্গী বাবুরা দুই একটা আনখা শব্দ লইয়া রঙ্গ করত-√প্যারি)। {(হিন্দি) আনোখা; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) অনীক্ষা (অন (নঞ্)+ঈক্ষা)> অনিক্‌খা> অনীখা> আনকা}