• Bengali Word আদাড় English definition [আদাড়্] (বিশেষ্য) আস্তাকুঁড়; আবর্জনা ফেলার স্থান। আদাড় পাদাড়, আাঁদাড় পাঁদাড় (বিশেষ্য) বাড়ির পশ্চাদ্ভাগের আবর্জনা ফেলার স্থান; অপরিষ্কৃত স্থান; অস্থান কুস্থান (আঁদাড়ে-পাঁদাড়ে রিদয়কে দেখে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। আদাড়ে (বিশেষণ) ১ বনে-জঙ্গলে উৎপন্ন। ২ অভদ্র; পাজি। আদাড়ের হাঁড়ি (বিশেষ্য) হেয় বা অনাদৃত ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) আধার>; অথবা, (তৎসম বা সংস্কৃত) আ+ √বর্জি+অন্ (ল্যুট্)+আ= আবর্জনা>}