• Bengali Word আখর , আঁখর (বিরল) English definition [আখোর্, আঁখোর্] (বিশেষ্য) ১ হরফ; বর্ণ (প্রেম লিখিতেছে গান কোমল আখরে-রবীন্দ্রনাথ ঠাকুর; আগুনের আঁখরে লিখে রেখে যায়-কাজী নজরুল ইসলাম)। ২ কীর্তন গানে মাধুর্যের জন্য সংযোজিত অতিরিক্ত পদ। আখরকাটা (ক্রিয়া) লেখা; দাগ কাটা। আখর দেওয়া (ক্রিয়া) কীর্তন গানের সময়ে গায়ক গায়িকা কর্তৃক ভাবব্যাখ্যা মূলক নতুন নতুন শ্রুতিমধুর পদ জুড়ে দেওয়া (ওঁর ভাবোল্লাস হয়েছে তাই উনি আখর দিচ্ছেন-প্রথম চৌধুরী)। আখরিয়া (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) লিপিকার; নকলনবিস (শ্রী বিজয়দাস নাম প্রভুর আখরিয়া-বৃন্দাবন দাস)। {(তৎসম বা সংস্কৃত) অক্ষর>আখর, আঁখর}
    • Bengali Word আখরোট , আকরোট (বিরল) English definition [আখ্‌রোট্, আক্‌রোট্‌] (বিশেষ্য) বৃক্ষ বা ফলবিশেষ; walnut । {পশ্‌তু আখরোট; <(তৎসম বা সংস্কৃত) অক্ষোট}