অ পৃষ্ঠা ৩৫
- Bengali Word অনারত English definition [অনারতো] (বিশেষণ) অবিশ্রান্ত; অবিরাম। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আরত; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনারব্ধ English definition [অনারব্ধো] (বিশেষণ) অনারম্ভ; শুরু করা হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আরব্ধ; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনারাম English definition [অনারাম্] (বিশেষ্য) অশান্তি; অসুখ (শরীরের পক্ষে এমন অনারামের-বুদ্ধদেব বসু)। {(বাংলা) অন্(নঞ্)ফা.আরাম…}
- Bengali Word অনারারি , অনারারী English definition [অনারারি] (বিশেষণ) অবৈতনিক ও সম্মানসূচক (অনারারি ম্যাজিষ্ট্রেট; আমাদের এই মোসাহেবিটা অনারারী ছিল-শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন)। {ইংরেজী honorary}
- Bengali Word অনারেকল English definition [অনারেবল্] (বিশেষণ) সম্মানিত; মাননীয় (অম্বল থেকে অনারেব্ল আর কে এমন আছে-হেয়াত মাহমুদ)। {ইংরেজী honourable}
- Bengali Word অনারোগ্য English definition [অনারোগ্গো] (বিশেষ্য) অস্বাস্থ্য; আরোগ্যের অভাব। অনারোগ্যকর, অনারোগ্যজনক বিণ। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+ আরোগ্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনার্তব English definition [অনার্তব] (বিশেষণ) অসাময়িক; অকালজ। অনার্তবা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ঋতুমতী হয়নি এমন; অল্পবয়স্কা; অজাতরজস্কা। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+ ঋতু+ অ(অণ্); (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনালম্ব English definition [অনালম্বো] (বিশেষণ) অবলম্বনহীন; শূন্যে অবস্থিত। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আলম্ব; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনালোচনীয় , অনালোচ্য English definition [অনালোচোনিয়ো, অনালোচ্চো] (বিশেষণ) আলোচনার বহির্ভূত বা অযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+ আলোচনীয়; আলোচ্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাশ্রয় English definition [অনাস্স্রয়] (বিশেষণ) নিরাশ্রয়; সহায়হীন। □ (বিশেষ্য) আশ্রয়ের অভাব। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আশ্রয়; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাসক্ত English definition [অনাশক্তো] (বিশেষণ) আসক্তিহীন; অননুরক্ত; নির্লিপ্ত (অনাসক্ত পূর্ণজ্ঞান বিহরে লীলায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। অনাসক্তি (বিশেষ্য)। অনাসক্তা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) আসক্তিশূন্যা; নির্লিপ্তা (অনম্বরা অনাসক্তা চির-একাকিনী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আসক্ত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাসৃষ্টি , অনাছিষ্টি English definition [অনাস্রিশ্টি, অনাছিশ্টি] (বিশেষ্য) ১ সৃষ্টিছাড়া অবস্থা; অদ্ভুত ব্যাপার (নিজেকে বুঝতে পারিনে বলেই তো এই অনাসৃষ্টি-রাজিয়া খান)। □ ( বিশেষণ) ১ অদ্ভুত (বৌমার যেমন অনাছিষ্টি ঝোঁক-কাজী নজরুল ইসলাম)। ২ কুৎসিত; নিন্দনীয় (এ যে অনাসৃষ্টি অনাচার-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(বাংলা) অনা(=মন্দ)+সৃষ্টি; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনাস্থা English definition [অনাস্থা] (বিশেষ্য) ১ আস্থার অভাব; অবিশ্বাস; ভরসাহীনতা; non-confidence। ২ উপেক্ষা; অবহেলা; অনাদর। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আস্থা; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনাস্বাদ English definition [অনাশ্শাদ্] (বিশেষ্য) স্বাদহীনতা। □ (বিশেষণ) স্বাদহীন; বেমজাদার। অনাস্বাদিত (বিশেষণ) স্বাদ গ্রহণ করা হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আস্বাদ; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাহত , অনাহদ English definition (মধ্যযুগীয় বাংলা) [অনাহতো, অনাহদো] (বিশেষণ) ১ বাজানো হয়নি বা আঘাত পায়নি এমন (আমার অনাগত, আমার অনাহত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অক্ষত; আঘাতপ্রাপ্ত হয়নি এমন (বাজবে নাকি গহন রাতির বীণায় অনাহত-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ শ্রুতিগোচর হয় না এমন; নৈসর্গিক ধ্বনিগুণবিশিষ্ট (নিশীথে সাধকরা অনাহত ধ্বনির অস্তিত্ব অনুভব করেন)। □ (বিশেষ্য) যৌগিক ষট&চক্রের অন্তর্গত চতুর্থ চক্রের নাম। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আহত>; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনাহার English definition [অনাহার্] (বিশেষ্য) উপবাস; অনশন। অনাহারী (বিশেষণ) উপবাসী; খায়নি এমন। অনাহারে (ক্রিয়াবিশেষণ) আহারের অভাবে; অনশনে। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আহার; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনাহিত English definition [অনাহিতো] (বিশেষণ) অহিতকর; অনিষ্টকারী (যে কিছু অনাহিত শুনাও বচন। সেমত উচিত ফল পাইবা রতন-দৌলত উজির বাহরাম খান)। {(বাংলা) অনা+হিত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাহুত English definition [অনাহুতো] (বিশেষণ) আহুতি দেওয়া হযনি এমন। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+ আহুত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাহূত English definition [অনাহুতো] (বিশেষণ) অনিমন্ত্রিত; ডাকা হয়নি এমন (অনাহূত-অনার্যের ঘরে গিয়ে আছ সে অবধি-সত্যেন্দ্রনাথ দত্ত; সে অনাহূত শরতের সুসজ্জিত ঘরের মধ্যে প্রবেশ করিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (ক্রিয়াবিশেষণ) অপ্রাসঙ্গিক; অসঙ্গত (অনাহূত কথা কেন কওগো ভগিনী-পূর্ববঙ্গ গীতিকা.)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আহূত; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনাহ্লাদ English definition [অনাল্হাদ] (বিশেষ্য) অখুশি; অসন্তোষ; নিরানন্দ (ইহাতে কাহার অনাহ্লাদ আছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অনাহ্লাদিত বিণ। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+আহ্লাদ; (নঞ্ তৎপুরুষ সমাস)}