অ পৃষ্ঠা ৩৮
- Bengali Word অনীপ্সিত English definition [অনিপ্শিতো] (বিশেষণ) অবাঞ্ছিত; অনভিলষিত। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+ঈপ্সিত; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনীশ , অনীশ্বর English definition [অনিশ্, অনিশ্শর] (বিশেষণ) নাস্তিক; ঈশ্বরের অস্তিত্বে আস্থাহীন; ঈশ্বরহীন। অনীশ্বরবাদ (বিশেষ্য) নাস্তিকতা; ঈশ্বর বলে কেউ নেই-এই মত। অনীশ্বরবাদী বিণ। {(তৎসম বা সংস্কৃত)অন্ + ঈশ, ঈশ্বর}
- Bengali Word অনীহ English definition ⇒ অনীহা
- Bengali Word অনীহা English definition [অনিহা] (বিশেষ্য) নিস্পৃহতা; নিশ্চেষ্টতা, অনুৎসাহ(মজ্জাগত অনীহার অঙ্গীকার শুধু আমাদের আত্মপ্রসাদে বাজে না-সুধীন্দ্রনাথ দত্ত)।অনীহ (বিশেষণ) নিস্পৃহ; অনিচ্ছুক। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+ঈহ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনু ১ English definition (মধ্যযুগীয় বাংলা)[ওনু] (বিশেষ্য) ১ অনুরূপ; অনুযায়ী (নৃপতি কিঙ্কর, সেবি নিরন্তর, আজ্ঞা অনুজেই কর্ম-সৈয়দ আলাওল)। ২ পশ্চাৎ, পশ্চাৎভাগ; পিছন দিক (যেন বড় সুবুদ্ধি সন্ধান করে অনু-ঘনরাম চক্রবর্তী)।{(তৎসম বা সংস্কৃত)√অন্ + উ(সাদৃশ্যার্থে)}
- Bengali Word অনু ২ English definition [ওনু] (অব্যয়) পশ্চাৎ সাদৃশ্য ব্যাপ্তি অধীন বারংবার ইত্যাদি অর্থবোধক তৎসম উপসর্গ। যেমন – অনুগমন (পশ্চাদর্থে), অনুরূপ(সাদৃশ্যার্থে), অনুক্ষণ (ব্যাপ্তি অর্থে), অনুগত (অধীন অর্থে), অনুলেপন (বারংবার অর্থে)। {(তৎসম বা সংস্কৃত) √অন্ + উ}
- Bengali Word অনুকম্পন English definition [ওনুকম্পোন্] (বিশেষ্য) শিহরণ; স্পন্দন (সমস্ত শিরার মধ্যে অনুকম্পন এবং গানের তালে তাহার সর্বাঙ্গে আন্দোলন উপস্থিত হইত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অনু + কম্পন; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুকম্পা English definition [ওনুকম্পা] (বিশেষ্য) সমবেদনা; দয়া; অনুগ্রহ (অনুকম্পা হৈল অনুভব-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) অনু+কম্পা; অব্যয়ীভাব সমাস }
- Bengali Word অনুকরণ , অনুকর্ম English definition [ওনুকরোন্, ওনুকর্মো] (বিশেষ্য) ১ নকল; সদৃশীকরণ। ২ অনুসরণ; অনুরূপ আচরণ। অনুকরণকারী, অনুকর্তা। (বিশেষ্য), (বিশেষণ) যে অনুকরণ করে। অনুকরণদক্ষ, অনুকরণপটু (বিশেষণ) অপরের অনুকরণ করতে নিপুণ। অনুকরণপ্রিয় (বিশেষ্য), (বিশেষণ) অনুকরণ করতে ভালোবাসে এমন। অনুকরণবৃত্তি (বিশেষ্য) অনুকরণ করবার অভ্যাস। অনুকরনীয় (বিশেষণ) অনুকরণের যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) অনু + করণ, কর্ম; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুকল্প English definition [ওনুকল্পো] (বিশেষ্য) ১ বদল; পরিবর্ত; alternative (নীলিমার অনুকল্পে আজ যারা সয়েছে বিমান-জীবনানন্দ দাশ; অনুকল্পের অভাব ছিল না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ প্রতিনিধি; substitute। ৩ গৌণ বিধি; অপ্রধান নিয়ম (যে জগতে তার বাস, সেখানে স্থিতি অনুকল্প-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অনু + কল্প; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুকার English definition [ওনুকার্] (বিশেষ্য) অনুকরণ; সদৃশীকরণ। □ (বিশেষণ) অনুকারী (তাহা গুরুত্ব অনুকারী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অনুকরণীয় (বিশেষণ) অনুকরণযোগ্য। {(তৎসম বা সংস্কৃত)অনু +√কৃ+অ(ঘঞ্)}
- Bengali Word অনুকূল English definition [ওনুকুল] (বিশেষণ) ১ সহায়; হিতকারী; পোষক (অনুকুল পতি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ সদয় (চিরদিনে সে বিহি ভেলি অনুকূল-বিদ্যাপতি)। □ ( ক্রিয়াবিশেষণ) সদয়ভাবে (চলিলে সাথে হাসিলে অনুকূল-রবীন্দ্রনাথ ঠাকুর)। অনুকূলতা, আনুকূল্য (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অনু + কূল; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুকৃত English definition [ওনুক্কৃতো] (বিশেষণ) অনুকরণ করা হয়েছে এমন (তোমার পবিত্র আদর্শ জগতের ঘরে ঘরে অনুকৃত হবে-ফক)। অনুকৃতি (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অনু+কৃত}
- Bengali Word অনুক্ত English definition [অনুক্তো] (বিশেষণ) ১ অকথিত; বলা হয়নি এমন (কোনো অনুক্ত অনির্দিষ্ট কারণে তাকে দেবে না-বুদ্ধদেব বসু)। ২ ((ব্যাকরণ)) ঊহ্য(অনুক্ত কর্তা)।{(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উক্ত; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনুক্রম English definition [অনুক্ক্রোম] (বিশেষ্য) ১ পর্যায়পরস্পরা; পারস্পর্য; যথাক্রম; order (কিরূপ পূজিত হবে অনুক্রম কহ শুনি তার-কৃত্তিবাস ওঝা)। ২ কর্মসূচি; কার্যতালিকা; programme। অনুক্রমণ (বিশেষ্য) অনুসরণ; অনুবর্তন। অনুক্রমণিকা, অনুক্রমণি (বিশেষ্য) ভূমিকা; মুখবন্ধ; অবতরণিকা। অনুক্রমিক (বিশেষণ) ক্রমানুসারী। {(তৎসম বা সংস্কৃত)অনু + ক্রম; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুক্ষণ , অনুখন English definition [ওনুক্খন্, ওনুখন্] (পদ্যে ব্যবহৃত) (ক্রিয়াবিশেষণ) সর্বদা; প্রতিক্ষণ; নিরন্তর (এ বিশ্বে অনন্ত রস ঝরে অনুক্ষণ-কাজী নজরুল ইসলাম; অনুখন যেই করিছে মথন অতীতের পারাবার-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অনু +ক্ষণ; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুগ English definition [ওনুগো] (বিশেষণ) ১ অনুচর; অনুগামী; সেবক। ২ অনুযায়ী; অনুসারী (নিয়মানুগ)। {(তৎসম বা সংস্কৃত)অনু +গম্ +অ(ড)}
- Bengali Word অনুগত English definition [ওনুগতো] (বিশেষণ) ১ বাধ্য; অধীন; আশ্রিত। ২ মতানুসারী; মতাবলম্বী। আনুগত্য (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অনু+√গম্+ত (ক্ত)}
- Bengali Word অনুগমন , অনুগম English definition [ওনুগমোন্, ওনুগম্] (বিশেষ্য) ১ অনুসরণ; পশ্চাদ্গমন (বেদাঙ্গের অনুগম করেন্-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ সহযাত্রা; একত্রে গমন। ৩ সহমরণ। অনুগামী (-মিন্) (বিশেষণ) ১ অনুসরণকারী; পশ্চাদ্গমনকারী (তব অনুগামী দাস-মাইকেল মধুসূদন দত্ত)। ২ সহচর; সহযাত্রী। অনুগামিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অনু +√গম্ + অন্(ল্যুট্), অ(ঘঞ্); অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুগৃহীত English definition [ওনুগ্গৃহিতো] (বিশেষণ) ১ উপকৃত; প্রতিপালিত। ২ অনুগ্রহপ্রাপ্ত; কৃপাপ্রাপ্ত। অনুগৃহীতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অনু+গৃহীত}