অ পৃষ্ঠা ৩৭
- Bengali Word অনিরূপিত English definition [অনিরুপিতো] (বিশেষণ) অনির্ণীত; নির্দিষ্ট নয় এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নিরূপিত; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনির্ণীত English definition [অনির্নিতো] (বিশেষণ) অনির্দিষ্ট; অনির্ধারিত (এমন অনির্ণীত-অচিন্তকুমার সেনগুপ্ত)। অনির্ণয় (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নির্ণীত; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনির্ণেয় English definition [অনির্নেয়ো] (বিশেষণ) নির্ণয় করা যায় না এমন (সৌরজগতের গ্রহের সংখ্যা আজও অনির্ণেয়)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নির্ণেয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনির্দিষ্ট English definition [অনির্দিশ্টো] (বিশেষণ) অনির্ধারিত; অনির্ণীত; অনিশ্চিত। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নির্দিষ্ট; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনির্দেশ English definition [অনির্দেশ] (বিশেষ্য) অনির্দিষ্ট অবস্থা। অনির্দেশ্য (বিশেষণ) নির্দিষ্ট করা যায় না এমন; অনির্ণেয়(একটা অনির্দেশ্য কাল্পনিক পদার্থের অনুসন্ধানে –রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নির্দেশ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনির্বাণ English definition [অনির্বান] (বিশেষণ) ১ নির্বাণ বা মুক্তি-রহিত। ২ অনির্বাপিত; জলন্ত (প্রথম আলোর স্পর্শে জেগেছে যে জ্বালা এখনো তা অনির্বাণ- রসিদ খাঁন)। ৩ অনিবৃত্ত; অশান্ত। অনির্বেয় (বিশেষণ) নির্বাপিত করা যায় না এমন (অনির্বেয় কামানল পোড়ায় হৃদয়ে –মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নির্বাণ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনির্বাদ English definition [অনির্বাদ] (বিশেষ্য) নির্বিবাদ; অকলহ (অনির্বাদে নির্বাহ যত দায়-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নির্বাদ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনির্বেয় English definition ⇒ অনির্বাণ
- Bengali Word অনিল English definition [ওনিল্] (বিশেষ্য) বায়ু; বাতাস; সমীরণ(মলয়ানিল)। {(তৎসম বা সংস্কৃত)√অন্(বাঁচা)+ইল(ইলচ্)}
- Bengali Word অনিশ্চয় English definition [অনিশ্চয়] (বিশেষ্য) সন্দেহ; সংশয়। অনিশ্চিত (বিশেষণ) অনির্ণীত; অনির্ধারিত (মানুষের অনিশ্চিত ভবিষ্যৎকে নিশ্চিত করিবে?)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নিশ্চয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনিষ্ট English definition [অনিশ্টো] (বিশেষ্য) অমঙ্গল; অপকার; ক্ষতি। □ (বিশেষণ) অবাঞ্ছিত; অনভিলষিত। অনিষ্টকর, অনিষ্টকারী, অনিষ্টকারক, অনিষ্টজনক, অনিষ্টদায়ক (বিশেষণ) হানিকর; ক্ষতিকারক। অনিষ্টাচরণ (বিশেষ্য) ক্ষতিসাধন। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+ইষ্ট; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনিষ্ঠ English definition [অনিশ্ঠ] (বিশেষণ) নিষ্ঠাশূন্য; অনুরক্তিহীন; শ্রদ্ধাহীন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নিষ্ঠা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনিষ্ঠা English definition [অনিশ্ঠা] (বিশেষ্য) নিষ্ঠার অভাব; অনাস্থা। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নিষ্ঠা; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনিয়ত English definition [অনিয়তো] (বিশেষণ) ১ অসংযত; উচ্ছৃঙ্খল। ২ অনিশ্চিত; অনির্দিষ্ট; অস্থির। অনিয়তাকার (বিশেষণ) কোনো নির্দিষ্ট আকারবিহীন; প্রায়ই আকার পরিবর্তিত হয় এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নিয়ত; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনিয়ন্ত্রিত English definition [অনিয়ন্ত্রিতো] (বিশেষণ) অসংযত; অনিবারিত। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নিয়ন্ত্রিত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনিয়ম English definition [অনিয়ম] (বিশেষ্য) ১ অবিধি; নিয়মের অভাব। ২ অব্যবস্থা; বিশৃঙ্খলা। ৩ অসংযম। ৪ নিয়মের ব্যতিক্রম বা ব্যত্যয় (আমি অনিয়ম উচ্ছৃঙ্খল-কাজী নজরুল ইসলাম)। অনিয়মিত বিণ। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নিয়ম; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনীক English definition ⇒ অনীকিনী
- Bengali Word অনীকিনী , অনীক English definition [ওনিকিনি, ওনিক্] (বিশেষ্য) ১ সৈন্যদল (সম্রাটের অনীকিনী সনে –কায়)। ২ সৈনিক; সেনানী (পাশে উপবনে পরদেশী অনীকিণী-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অন+ঈক+ইন্+(ঙীপ্),অন+ঈক}
- Bengali Word অনীত English definition [অনিতো] (মধ্যযুগীয় বাংলা)(বিশেষ্য) কুরীতি; দুর্নীতি (অনীত দেখিয়া রত প্রলয়কারণ-ক্ষেমানন্দ দাস)। (বিশেষণ) ১ অন্যায়; গর্হিত; নীতিবিরুদ্ধ (অনীত কর্ম)। ২ দুর্বিনীত; অশিষ্ট (অনীত দেখিয়া শিবে দক্ষ কোপে রোষে-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত)অনীত>(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনীতি English definition [অনিতি] (বিশেষ্য) দুর্নীতি; কুনীতি। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নীতি; (নঞ্ তৎপুরুষ সমাস)}