অ পৃষ্ঠা ২৬
- Bengali Word অধিবিন্না English definition ⇒ অধিবেদন
- Bengali Word অধিবৃত্ত English definition [ওধিবৃত্তো] বি. (গণিত.) বৃত্তবৎ ক্ষেত্রবিশেষ; parabola । অধিবৃত্তাকার (বিশেষ্য) (অধিবৃত্তাকার কক্ষপথ কদাচিৎ দেখতে পাওয়া যায়-শেখ ফজলল করিম)। {(তৎসম বা সংস্কৃত)অধি+বৃত্ত}
- Bengali Word অধিবেত্তা English definition ⇒ অধিবেদন
- Bengali Word অধিবেদন English definition [ওধিবেদোন্] (বিশেষ্য) প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয়বার বিবাহ করা। অধিবেত্তা (বিশেষ্য) প্রথম স্ত্রী থাকা থাকা সত্ত্বেও যে স্বামী দ্বিতীয়বার বিবাহ করে। {(তৎসম বা সংস্কৃত)অধি+√বিদ্+অন(ল্যুট্)}
- Bengali Word অধিবেশন English definition [ওধিবেশোন্] (বিশেষ্য) সভা ইত্যাদির অনুষ্ঠান; বৈঠক। ২ সভার সন্মেলন; meeting। {(তৎসম বা সংস্কৃত)অধি+√বিশ্+ অন(ল্যুট্)}
- Bengali Word অধিভুক্ত English definition [অধিভুক্তো] (বিশেষণ) কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে এমন (অধিভুক্ত কলেজ); affiliated। {(তৎসম বা সংস্কৃত)অধি+ভূক্ত}
- Bengali Word অধিভূ English definition ⇒ অধিপ
- Bengali Word অধিমাংস English definition [ওধিমাঙ্শো] (বিশেষ্য) ১ ফোঁড়া; বিস্ফোটক। ২ চক্ষুর এক প্রকার রোগ। {(তৎসম বা সংস্কৃত)অধি+মাংস}
- Bengali Word অধিরথ English definition [ওধিরথ্] (বিশেষ্য) ১ সারথি।২ কর্ণের পালক –পিতা। ৩ মহারথ। {(তৎসম বা সংস্কৃত)অধি+রথ}
- Bengali Word অধিরাজ English definition [ওধিরাজ্] (বিশেষ্য) সম্রাট; শাহানশাহ; প্রধান রাজা। অধিরাজ্য (বিশেষ্য) সার্বভৌম রাষ্ট্রের অধীন রাজ্যবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) অধি+রাজন্}
- Bengali Word অধিরূঢ়, অধ্যারূঢ় English definition [ওধিরুঢ়ো, ওদ্ধারুঢ়ো] (বিশেষণ) আরূঢ়; সমাসীন (সিংহাসনে অধিরূঢ় হইয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত)অধি+√রুহ্+ ত(ক্ত), অধি+আ+√রুহ্+ত(ক্ত)}
- Bengali Word অধিরোপ English definition [ওধিরোপ] (বিশেষ্য) আরোপ; প্রয়োগ (সমাধি যুড়িয়া ঋষি করে অধিরোপ-দৌলত উজির বাহরাম খান)। অধিরোপিত (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত)অধ্যারোপ>}
- Bengali Word অধিরোপণ English definition [ওধিরোপোন্] (বিশেষ্য) ১ আরোহন করানো। ২ ধনুকে শরযোজন। {(তৎসম বা সংস্কৃত)অধি+√রোপি+অন(ল্যুট্)}
- Bengali Word অধিরোহণ English definition [ওধিরোহোন্] (বিশেষ্য) উপরে ওঠা; আরোহণ; চড়া। অধিরোহণী, অধিরোহিণী (বিশেষ্য) যা দ্বারা উপরে চড়া যায়; সোপান; সিঁড়ি (কিরূপে জলন্ত অধিরোহণী দ্বারা আরোহণ করিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অধিরোহী(-হিন্)(বিশেষ্য), (বিশেষণ) আরোহী। অধিরোহিণী (স্ত্রীলিঙ্গ)।{(তৎসম বা সংস্কৃত)অধি+√রুহ্+ অন(ল্যুট্),+ইন্}
- Bengali Word অধিশায়িত English definition [ওধিশায়িতো] (বিশেষণ) অধিষ্ঠাপিত; শায়িত। {(তৎসম বা সংস্কৃত) অধি+√শী+ণিচ্+ত(ক্ত)}
- Bengali Word অধিশয়িত English definition [ওধিশোয়িতো] (বিশেষণ) অধিষ্ঠিত; শুয়ে আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) অধি+√শী+ত(ক্ত)}
- Bengali Word অধিষ্ঠাতা English definition [ওধিশ্ঠাতা] (বিশেষণ) অধিষ্ঠানকারী; অবস্থানকারী। (বিশেষ্য) নিয়ন্তা। অধিষ্ঠাত্রী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অধি+√স্থা+ তৃ(তৃচ্)}
- Bengali Word অধিষ্ঠান English definition [ওধিশ্ঠান্] (বিশেষ্য) ১ অবস্থিতি; স্থিতি(কুলাচারে অধিষ্ঠান-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ আবির্ভাব; উপস্থিতি। ৩ আশ্রয়; আধার (দেবতার অধিষ্ঠান)। ৪ উপবেশন। {(তৎসম বা সংস্কৃত)অধি+√স্থা+অন(ল্যুট্)}
- Bengali Word অধিষ্ঠাপন English definition [ওধিশ্ঠাপোন্] (বিশেষ্য) অধিষ্ঠান করানো। অধিষ্ঠাপিত বিণ। {(তৎসম বা সংস্কৃত)অধি+√স্থা+ণিচ্+ অন(ল্যুট্)}
- Bengali Word অধিষ্ঠিত English definition [ওধিশ্ঠিতো] (বিশেষণ) ১ অবস্থিত; অধ্যুষিত। ২ আবির্ভূত; উপস্থিত। ৩ অধিকৃত; আক্রান্ত; বেষ্টিত। {(তৎসম বা সংস্কৃত)অধি+√স্থা +ত(ক্ত)}