• Bengali Word অধ্যাস , অধ্যাসন English definition [ওদ্‌ধাশ্‌, ওদ্‌ধাশন্] (বিশেষ্য) সত্তা বা গুণাগুণ আরোপ; এক বস্তুতে অন্য বস্তুর কল্পনা বা জ্ঞান (গৌরীশৃঙ্গ অধ্যাস মরীচিকা-বিষ্ণু দে)। অধ্যাসিত, অধ্যাসীন (বিশেষণ) অধিষ্ঠিত; উপবিষ্ট; আরূঢ়। {(তৎসম বা সংস্কৃত)অধি+ √আস্‌+ অ(ঘঞ্),অন (ল্যুট্‌)}