• Bengali Word অধ্যাপন, অধ্যাপনা English definition [ওদ্‌ধাপোন্, ওদ্‌ধাপনা] (বিশেষ্য) শিক্ষাদান; অধ্যয়ন করানো। অধ্যাপিত (বিশেষণ) পড়ানো হয়েছে এমন (এই সকল বিদ্যা যে এদেশে অধীত, অধ্যাপিত, আদৃত এবং অনুবাদিত হয়, ইহা সামান্য দুঃখের বিষয় নহে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত)অধি+√ই+ণিচ্‌+অন(ল্যুট্‌)+আ}