- English Word try 1 Bengali definition [ট্রাই] (verb intransitive), (verb transitive) (past tense, past participle tried) (১) (উল্লেখযোগ্য যে কথ্যরীতিতে' try to infinitive- এর স্থলে প্রায়ই' try and + infinitive (বিশেষত অনুজ্ঞায়) এবং' don’t try to ও 'didn’t try to- এর স্থলে' don’t try and ও 'didn’t try and ব্যবহৃত হয়) চেষ্টা করা; : Try to/Try and improve your behaviour. (২) try for something (বিশেষত কোনো পদ) লাভের চেষ্টা করা: try for a scholarship/a position in a company. (৩) (পরীক্ষামূলকভাবে কিছু করা বা ব্যবহার করার) চেষ্টা করা: try sitting straight; try (কিনে ব্যবহার করা) a new kind of cure, - somebody for a job. পরীক্ষামূলকভাবে নিয়োগ করা। দ্রষ্টব্য trial (১). try something on (ক) (মানানসই কি না দেখার জন্য) পর দেখা: try a suit on. (খ) (কথ্য) (বরদাস্ত করা হবে কি না দেখার জন্য সাহস করে বা অগ্রপশ্চাৎ বিবেচনা না-করে) চেষ্টা করা: Don’t try one of those delaying tactics on with me. সুতরাং, try-on (noun) (কথ্য) উক্ত ধরনের প্রয়াস; পরখ। try something out পরীক্ষা করার জন্য ব্যবহার করা; পরখ করা: You can’t try out his advice. সুতরাং, try-out (noun) যোগ্যতা, সামর্থ্য (যেমন কোনো ক্রীড়াবিদের) ইত্যাদির প্রাথমিক পরীক্ষা; যাচাই; পরখ। try one’s hand at something দ্রষ্টব্য hand 1 (৫). (৪) (আদালতে) বিচার করা: He was tried for homicide. দ্রষ্টব্য trial (৩). (৫) জবরদস্তি করা; (অত্যধিক) খাটানো; চাপ দেওয়া: try somebody’s patience too much. tried (adjective) পরীক্ষিত; যাচাইকৃত: a tried friend/remedy. trier (noun) যে ব্যক্তি আপ্রাণ/যথাসাধ্য চেষ্টা করে; চেষ্টিত/প্রযত্নশীল ব্যক্তি। trying (adjective) (উপরে ৫ দ্রষ্টব্য) যন্ত্রণাদায়ক; পীড়াদায়ক; জ্বালাতনকর: a trying man to deal with.
- English Word try 2 Bengali definition [ট্রাই] (noun) (১) চেষ্টা; প্রয়াস; প্রযত্ন: have a try. (২) (রাগবি) বিপক্ষের গোললাইনের পিছনে বলস্পর্শ (এতে তিন পয়েন্ট অর্জিত হয়)।
- English Word tryst Bengali definition [ট্রিস্ট্] (noun) (পুরাতনী) (বিশেষত প্রেমিকপ্রেমিকার মিলনের) সংকেতস্থান; সংকেতসময়; অভিসার; সাক্ষাতের প্রতিশ্রুতি: keep/break tryst (with somebody).