Y পৃষ্ঠা ১
- English Word Y, y Bengali definition [ওআই] (noun) (plural Y’s y’s ওআইজ্) ইংরেজি বর্ণমালার পঞ্চবিংশতি বর্ণ; (বীজগণিতে) অজ্ঞাত রাশির দ্বিতীয়টি (X এবং Z- এর সঙ্গে মিলিতভাবে) অনির্দিষ্ট বা সাধারণ ব্যক্তি বোঝাতে: XYZ’s of society.
- English Word yaba Bengali definition [ইয়াবা] (noun) ইয়াবা; এক ধরনের যৌন উত্তেজক ট্যাবলেট বা ওষুধ, যা মূলত মেথঅ্যাম্ফিটামিন ও ক্যাফেইনের মিশ্রণ। অধিকাংশ ক্ষেত্রে এটি খাওয়ার বড়ি হিসেবে সেবন করা হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে ধাতব ফয়েলে পুড়িয়ে ধোঁয়া হিসেবেও সেবন করা হয়: Asia is seeing a surge in yaba production. ইয়াবার বিকল্প বানান হচ্ছে Ya Ma, Yaba, Yaa baa, Ya baa or Yah bah.
- English Word yacht Bengali definition [ইঅট্] (noun) (১) হালকা নৌযান যা বিশেষত প্রতিযোগিতার সময় ব্যবহৃত হয়। yacht-club এ ধরনের নৌকায় মালিকদের ক্লাব। yachtsman [ইঅট্স্মান্] (noun) (plural yachtmen) অনুরূপ নৌকাভ্রমণে অনুরক্ত ব্যক্তি। (২) (সাধারণত ব্যক্তি মালিকানাধীন ও মোটরচালিত) ধনীর প্রমোদতরি। □ (verb intransitive) উক্ত নৌকায় ভ্রমণ করা বা বাইচ খেলা। yachting (noun) উক্ত নৌকাচালনা বা চালনার নৈপুণ্য বা বৈশিষ্ট্য।
- English Word yah Bengali definition [ইয়া] (interjection) বিদ্রূপসূচক ধ্বনিবিশেষ।
- English Word yahoo Bengali definition [ইঅ্যাহু] (noun) পশুসুলভ বোধশক্তি ও মনোবৃত্তিসম্পন্ন মানবাকৃতি প্রাণিবিশেষ: a yahoo attitude, (লাক্ষণিক) পশুবৎ মানুষ, নরপশু (ref. Swift’s Gulliver’s Travels)
- English Word yak Bengali definition [ইয়্যাক্] (noun) মধ্য শিয়া ও তিব্বতে বন্য অথবা গৃহপালনযোগ্য গরু; চমরি গাই।
- English Word yam Bengali definition [ইয়্যাম্] (noun) [countable noun] (১) গ্রীষ্মপ্রধান অঞ্চলে (বিশেষত আফ্রিকায়) প্রাপ্তব্য এক ধরনের ভোজ্য লতানো গাছ। (২) চুপড়ি/গাছ আলু।
- English Word yammer Bengali definition [ইঅ্যামঅ্যা(র)] (verb) তীক্ষ্ণকণ্ঠে চিৎকার করা; ঘ্যান ঘ্যান করা; বিলাপ করা: But there’s a time and place to yammer on a little about your own work.
- English Word yammy Bengali definition [ইয়ামি] (adjective) (সাধারণত খাবার সম্পর্কে শিশুদের প্রয়োগ) অতি সুস্বাদু; অতি মুখরোচক; উপাদেয়: Oh, that big mac was yummy!
- English Word yank Bengali definition [ইয়্যাংক্] (verb transitive) (কথ্য) ঝাঁকি দিয়ে টান দেওয়া; হঠাৎ টান দেওয়া: yank out a tooth, He yanked the screens in an outrage. (১) (বিশেষত কুকুর) তীক্ষ্ণ ও অবিরত চিৎকার করা। □ (noun) হঠাৎ জোরে টান।
- English Word Yankee Bengali definition [ইয়্যাংকি] (noun) (১) যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের অধিবাসী। (২) (আমেরিকান গৃহযুদ্ধ সম্বন্ধে) উত্তরাঞ্চলীয় রাজ্যসমূহের যেকোনোটির অধিবাসী। (৩) (কথ্য) (গ্রেট ব্রিটেন ও ইউরোপে) যুক্তরাষ্ট্রীয় নাগরিক (attributive(ly)): Yankee habits.
- English Word yap Bengali definition [ইয়াপ্] (verb intransitive) (yapped, yapping, yaps) (১) (বিশেষত কুকুর) তীক্ষ্ণ ও অবিরত চিৎকার করা। (২) (অশিষ্ট) নির্বোধের মতো চিৎকার করে বকবক করা। (noun) থেমে থেমে কুকুরের তীক্ষ্ণ ডাক।
- English Word yard 1 Bengali definition [ইআ:ড্] (noun) (১) (সাধারণত ছাদবিহীন) কোনো বাড়ি, ভবন বা অট্টালিকার পাশে ঘেরা ফাঁকা জায়গা; বাগান বা উঠান; a farm yard; back yard; the school yard; (যুক্তরাষ্ট্রে) কোনো বাড়ির সংলগ্ন বাগান। (২) (সাধারণত যৌগশব্দের সঙ্গে) কোনো বিশেষ কাজের জন্য পরিবেষ্টিত স্থান: the factory yard, কারখানার যে অংশে জিনিসপত্র রাখা হয়; the coach yard, বাস স্টেশনের সন্নিহিত যে অংশে গাড়ি মেরামত করা হয় বা মালামাল সংরক্ষিত হয়। দ্রষ্টব্যdock ভুক্তিতে dock yard, ship ভুক্তিতে ship yard এবং vine ভুক্তিতে vine yard. (৩) the Yard নিউ স্কটল্যান্ড ইয়ার্ডের কথ্য ও সংক্ষিপ্ত রূপ।
- English Word yard 2 Bengali definition [ইয়া:ড্] (noun) (১) (দ্রষ্টব্য পরি. ৫) দৈর্ঘ্যের পরিমাপ, তিন ফুট বা ৩৬ ইঞ্চি: His house is about 200 yards ahead. yard measure (noun) দণ্ড ফিতা প্রভৃতি। yardstick (noun) (লাক্ষণিক) গুণ বা মানের মাপকাঠি। (২) কাঠের লম্বা খুঁটি যা নৌকা বা জলযানের পাল খাটাতে লাগে। yard-arm (noun) এরূপ খুঁটির অন্য প্রান্ত। man the yards খুঁটির সন্নিহিত স্থানে কোনো ব্যক্তিকে দাঁড় করানো: stand along yards, সালাম গ্রহণের রীতিতে দাঁড়িয়ে থাকা। (৩) গজকাঠি (অপিচ yardstick; yardwand) by the yard প্রচুর পরিমাণে।
- English Word yarn Bengali definition [ইয়া:ন্] (noun) (১) [uncountable noun] সেলাই বা বোমার জন্য সুতা। (২) [countable noun] (কথ্য) গল্প, পরিব্রাজক বা নাবিকের গল্প। spin a yarn গল্প বলা বা তৈরি করা: He spun a long yarn about his stay abroad. □ (verb intransitive) গল্প বলা বা করা: He can yarn endless tales.
- English Word yarrow Bengali definition [ইয়্যারো] (noun) ছোট ছোট গুচ্ছফুলবিশিষ্ট দীর্ঘজীবী ভেষজ লতা।
- English Word yashmak Bengali definition [ইয়্যাশ্ম্যাক্] (noun) (কোনো কোনো দেশে) মুসলিম নারীদের পরিধেয় বোরকা।
- English Word yaw Bengali definition [ইআ:] (verb intransitive) (জাহাজ বা বিমানপোত) সঠিক গতিপথ থেকে বিচ্যুত হওয়া; (লাক্ষণিক) স্খলিতভাবে বা সর্পিলগতিতে চলা। □ (noun) গতিপথ বিচ্যুতি; সঠিক গতিধারার পরিবর্তন।
- English Word yawl Bengali definition [ইওল্] (noun) (নৌচালনবিদ্যা) (১) দুই মাস্তুলওয়ালা পালতোলা নৌকা। (২) জাহাজসংলগ্ন চার বা ছয় দাঁড়ওয়ালা নৌকা।
- English Word yawn Bengali definition [ইওন্] (verb intransitive) (১) হাই তোলা। (২) বিস্তৃতভাবে উন্মুক্ত হওয়া: The rocky mount yawned before our eyes. (৩) হাই তুলতে তুলতে কোনো কিছু বলা। □ (noun) হাই তোলা; জৃম্ভণ।