Y পৃষ্ঠা ৪
- English Word youth Bengali definition [ইয়ূথ্] (noun) (plural youths ইয়ূথ্জ্]) (১) [uncountable noun] তারুণ্য; যৌবন: the energy of youth. I envy the youth in you; While in his youth, যৌবনাবস্থায়। (২) [countable noun] তরুণতরুণী; যুবকযুবতী: We expect more from our youths; an assembly of youths. (৩) [uncountable noun] তরুণদল; যুবসম্প্রদায়; যুবগোষ্ঠী: the youth of the country; the youth of the city; a youth hostel/club/organisation. youthful [ইয়ূথ্ফ্ল্] (adjective) তারুণ্যপূর্ণ; যৌবনশক্তিসম্পন্ন: a youthful adventure. youthfully [ইয়ূথ্ফালি] (adverb) youthfulness (noun)
- English Word yowl Bengali definition [ইওউল্] (verb intransitive) নেকড়ে বা কুকুরের মতো গর্জন করা; আর্তনাদ করা।
- English Word ytterbium Bengali definition [ইটা:বিআম্] (noun) [uncountable noun] (রসায়ন) ধাতব পদার্থ (প্রতীক Yb), যা ইস্পাত প্রস্তুতকরণে ব্যবহৃত হয়।
- English Word yttrium Bengali definition [ইট্রিআম্] (noun) [uncountable noun] (রসায়ন) কোনো কোনো মিশ্রণ বানাতে ব্যবহৃত ধাতব পদার্থ; (প্রতীক Y)।
- English Word Yuan Bengali definition [য়ুআন্] (noun) চীনের মুদ্রার একক।
- English Word Yule Bengali definition [ইয়ূল্] (noun) (অপিচ Yule-tide) (প্রাচীন প্রয়োগ) ক্রিসমাস। Yulelog (noun) ক্রিসমাসের পূর্বসন্ধ্যায় বা রাতে যে কাঠ পোড়ানো হয়।