• Bengali Word dock 1 English definition [ডক্] (noun) ১ জাহাজঘাটা; ডক; ফেরিঘাট; যেখানে জাহাজ বা নৌকা মেরামত করা হয়, মাল খালাস করা হয়: The ship entered the dock.
      dry/graving dock যে ডক থেকে পাম্প দিয়ে পানি নিষ্কাশন করা যায়। floating dock ভাসমান ডক। wet dock যে ডকে পানিকে উঁচু জোয়ারাঙ্কে রাখা যায়। dock-dues ডক ব্যবহারের জন্য মাসুল। (২) (plural) অনেকগুলো ডকের সারি, যেখানে জাহাজঘাটা, অফিস ও আনুষঙ্গিক সুবিধা থাকে। dockyard (noun) জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা। docker (noun) ডকইয়ার্ডের মালিক।
    • Bengali Word dock 2 English definition [ডক্] (verb intransitive), (verb transitive) ১ (জাহাজ) ডকে ঢোকা।
      (২) জাহাজকে ডকে ঢোকানো। (৩) আকাশে দুটি বিমানকে যুক্ত করার কৌশল দেখানো।
    • Bengali Word dock 3 English definition [ডক্] (noun) কাঠগড়া; আদালতে আসামির দাঁড়ানোর স্থান।
    • Bengali Word dock 4 English definition [ডক্] (verb transitive) dock (off) ১ (কোনো প্রাণীর লেজ) কেটে ছোট করা।
      (২) বেতন, পারিশ্রমিক ইত্যাদি কমিয়ে দেওয়া: The new management docked the wages of the labourers.
    • Bengali Word dock 5 English definition [ডক্] (noun) বড় পাতা এবং ছোটো সবুজ ফুল ধরে এমন এক ধরনের সাধারণ আগাছা।