Y পৃষ্ঠা ২
- English Word yaws Bengali definition [ইওজ্] (noun) (plural) গ্রীষ্মমণ্ডলীয় সংক্রামক চর্মরোগ।
- English Word yea Bengali definition [ইএই] (adverb), (interjection) (প্রাচীন প্রয়োগ) হ্যাঁ; ঠিক; বাস্তবিক। □(noun) সমর্থক ভোট। Yeas and nays হ্যাঁ ভোট ও না-ভোট।
- English Word yeah Bengali definition [ইআ] (adverb) (অপশব্দ) হ্যাঁ।
- English Word year Bengali definition [ইআ(র্) America(n) ইআর্] (noun) (১) সৌরবর্ষ; সূর্যকে একবার আবর্তন করতে পৃথিবীর যে সময় লাগে, ৩৬৫ দিন ৬ ঘণ্টার মতো। (২) বৎসর; বছর; ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কাল; বারো মাস; পঞ্জিকাবর্ষ: the calendar year; in the year 20 1 5; this year; coming year; New year’s Eve. year in year out বছরের পর বছর। all (the) year round বছরের সব সময়ে। year of grace, year of our Lord খ্রিষ্টীয় অব্দ: in the year of our Lord 20 1 5. the year dot (কথ্য) অনেকদিন আগে: That happened in the year dot. (৩) যেকোনো দিন থেকে আরম্ভ করে ৩৬৫ দিনের দৈর্ঘ্য: Just a year ago my father died. She is eighteen years of age. I have opened a fixed deposit A/C for three years. year-book (noun) বর্ষপঞ্জি; প্রকাশকাল পর্যন্ত এক বছরের বিবরণী; তথ্যাদি, পরিসংখ্যান ইত্যাদি যে সংকলনগ্রন্থে লিপিবদ্ধ থাকে। year-long (adjective) এক বছরব্যাপী: a year-long programme; astronomical/equinoutical/natural/solar year, সৌরবর্ষ (৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড)। Julian year জুলিয়াস সিজার প্রবর্তিত ‘জুলিয়ান’ পঞ্জিকা অনুযায়ী গণিত বছর। lunar year চান্দ্রবর্ষ (৩৫৪ দিন)। New year নববর্ষ। get on in years বৃদ্ধ হওয়া; বয়স হওয়া। stricken/struck in year বয়োভারে পীড়িত অতি বৃদ্ধ। (৪) কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত এক বছর সময়। the academic year শিক্ষাবর্ষ; স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের এক বছরব্যাপী নির্দিষ্ট শিক্ষাকাল। the financial/fiscal year অর্থবছর; সরকারিভাবে বছরের যে সময় থেকে পরবর্তী বছরের ওই সময় পর্যন্ত সময়ের জন্য বাজেট ও অর্থসংস্থান করা হয় (বাংলাদেশে ১ জুলাই থেকে ৩০ জুন)। (৫) (plural) বয়স; জীবনের সময়কাল: A girl of twelve years; young for one ’ s years, বয়সের অনুপাতে চেহারায় তরুণ। yearly (adjective), (adverb) বার্ষিক; সাংবার্ষিক।
- English Word yearling Bengali definition [ইয়া:লিঙ্] (noun) এক থেকে দুই বছর বয়সের মধ্যে প্রাণী; (attributive(ly)): a yearling colt.
- English Word yearn Bengali definition [ইয়ান্] (verb intransitive) আকুল আকাঙ্ক্ষা অনুভব করা। yearn (for something/to do something) প্রীতি ও সমবেদনা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠা: He yearned for the love of a mother. He yearned for his homeland. yearning (noun) আকুল আকাঙ্ক্ষা; ব্যাকুল-প্রতীক্ষা। yearningly (adverb)
- English Word yeast Bengali definition [ঈস্ট্] (noun) [uncountable noun] মদ বা রুটি তৈরিতে ব্যবহৃত এককোষী ছত্রাকবিশেষ; ইস্ট।
- English Word yell Bengali definition [ইএল্] (verb intransitive), (verb transitive) (১) যন্ত্রণা বা উত্তেজনার কারণে তীব্র অথবা তীক্ষ্ণস্বরে চেঁচিয়ে ওঠা: She yelled in nervousness. They yelled in excitement. (২) yell (something out) তীব্রস্বরে কোনো কিছু বলা: He yelled out in refusal. He yelled curses, তীব্র আর্তনাদ করে শাপশাপান্ত করা। □ (noun) (১) তীব্র গর্জন; চিৎকার; আর্তনাদ: a yell of fright, a yell of halt. (২) স্কাউট দলের মধ্যে ক্রীড়াভঙ্গি বা সংকেতধ্বনির বিশেষ প্রকরণ: Every Scout member gave a yell to the gathering, (যুক্তরাষ্ট্রে) কোনো দলকে বিশেষভাবে উৎসাহিত করতে তীব্র শব্দ করা বা চিৎকার করা: The boys shouted yells of welcome.
- English Word yellow Bengali definition [ইয়েলো] (adjective), (noun) (১) হরিদ্রাবর্ণ; হলদে; পীতবর্ণ। yellow fever গ্রীষ্মমণ্ডলীয় সংক্রামক ব্যাধি যার প্রতিক্রিয়ায় গায়ের চামড়া হলুদ হয়ে যায়। yellow-flag হলুদবর্ণ পতাকা যা কোনো জাহাজ বা হাসপাতালের শীর্ষে সংক্রামক রোগীর অবস্থান নির্দেশ করার জন্য ওড়ানো হয়। yellow-back সস্তা উপন্যাস। yellow (h)ammer হলুদবর্ণ পাখিবিশেষ। yellow dog খেঁকিকুকুর; হীনচেতা বা ভীরু ব্যক্তি। yellow journalism ভিত্তিহীন অথচ রোমাঞ্চকর সংবাদ উদ্দেশ্যমূলকভাবে পরিবেশনা। এই সূত্রেই, the yellow press যেসব সংবাদপত্র রোমাঞ্চকর সংবাদ প্রকাশ করে। (২) ভীরু; কাপুরুষোচিত। yellow (-bellied) (কথ্য) ভীরুসুলভ; হীনচেতা; মঙ্গোলীয় জাতিভুক্ত মানুষ: He has a veritable yellow disposition. yellow peril মঙ্গোলীয় সম্প্রদায়ের লোকেরা শ্বেতজাতিদের হারিয়ে সারা পৃথিবী দখল করে নিতে পারে, সেজন্য আতঙ্ক; পীতাতঙ্ক। □ (verb transitive), (verb intransitive) হলুদ হয়ে যাওয়ার কারণ সৃষ্টি করা: The old newspapers have yellowed. That building has yellowed with age. The leaves yellow in winter. yellowish [ইয়েলোইশ্] (adjective) yellowy yellowness (noun)
- English Word yelp Bengali definition [ইয়েল্প্] (verb intransitive) (কুকুর) তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করা। □ (noun) তীক্ষ্ণকণ্ঠে চিৎকার।
- English Word yen Bengali definition [ইএন্] (noun) (plural অপরিবর্তিত) জাপানের মুদ্রার একক।
- English Word yeoman Bengali definition [ইয়োউমান্] (noun) (plural yeomen) (১) (ইতিহাস) যে কৃষক নিজেই নিজের জমির মালিক (অন্যান্য মালিক যারা নিজেরা জমি চাষ করে না- তাদের বিপরীত অর্থে); জমির মালিক হিসেবে জুরি বিচারে বসার ও অন্যান্য অধিকার দাবি করতে পারে এমন ব্যক্তি; (প্রধানত প্রয়োজনের সময়ে রাজা বা ভূস্বামীর সপক্ষে লড়াই করার শর্তে নিষ্কর জমি ভোগকারী); ক্ষুদ্র কৃষক। (২) yeoman of signals(গ্রেট ব্রিটেনে) পতাকা প্রভৃতি দেখানোর মাধ্যমে সংকেতদানের কাজে নিয়োজিত নৌবাহিনীর সাধারণ কর্মকর্তা; (যুক্তরাষ্ট্রে) কেরানির দায়িত্বপালনকারী ছোটখাটো কর্মকর্তা। (৩) Yeoman of the Guard (গ্রেট ব্রিটেনে) টাওয়ার অব লন্ডনে আনুষ্ঠানিকভাবে দায়িত্বপ্রাপ্ত বা বিশেষ উপলক্ষে নিযুক্ত রাজকীয় দেহরক্ষীবাহিনীর সদস্য। (৪) yeomanry (noun) (ইতিহাস) কৃষকদের মধ্য থেকে নির্বাচিত ও গঠিত স্বেচ্ছাসেবক অশ্বারোহী বাহিনীর ইউনিট। yeoman service দীর্ঘ ও দক্ষ সেবাকর্ম; সাধারণ ব্যক্তির অসাধারণ সেবা বা দান সময়ে সহায়তা।
- English Word yes Bengali definition [ইয়েস্] inter particle (no শব্দের বিপরীত অর্থ বোঝাতে) হ্যাঁ, সম্মতি, নিশ্চয়তা প্রভৃতি সূচক কোনো ডাক বা আহ্বানে সাড়া দেওয়ার জন্যও ব্যবহৃত হয়। (noun) [countable noun] সম্মতি; নিশ্চয়তা: Would you say yes to the proposal? yesman (noun) হাততোলা লোক; তাঁবেদার বা তোষামুদে; স্বাধীন মতামতহীন একান্ত অনুগত ব্যক্তি।
- English Word yester- Bengali definition [ইয়েস্টা(র্)] (prefix) day, year প্রভৃতি শব্দের উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়: yester day; memories of yester years.
- English Word yesterday Bengali definition [ইয়েস্টাডি] (adverb), (noun) গতকাল; গতদিন: I bought it yesterday, It happened yesterday week, আটদিন আগে।
- English Word yet Bengali definition [ইএট্] (adverb) (১) (নঞর্থক ও শর্তযুক্ত ক্ষেত্রে অথবা অজ্ঞাত অবস্থা ও অনিশ্চয়তার ক্ষেত্রে সাধারণত বাক্যের শেষদিকে বা ঠিক 'not' শব্দের পরে বসে) এই পর্যন্ত; এখন পর্যন্ত; বর্তমান সময় পর্যন্ত: He has not arrived yet. No improvement of the situation yet. We have not yet prepared ourselves. (২) (প্রশ্নবোধক বা নঞর্থক ভাব বোঝাতে): Do you have to support him yet? Has the doctor advised anything yet? তথাপি ডাক্তার কি কিছু নির্দেশ দিয়েছেন; তৎসত্ত্বেও। (৩) (অস্ত্যর্থক বাক্যে) এখন পর্যন্ত; যখন পর্যন্ত (still শব্দের প্রতিশব্দ হিসেবে): How nice that you are here yet. yet there is time to mend the thing. This is yet a dangerous course, আরো ভয়ানক; আরো বেশি ঝুঁকিবহুল পথ। (৪) ভবিষ্যতে কোনো এক সময়ে; সবকিছু শেষ হওয়ার আগে: What misfortunes await, I am yet to know. The problem can be over come you have to wait yet. (৫) as yet এখন পর্যন্ত; তখন পর্যন্ত: No fixed programme has been announced as yet. nor yet (সাহিত্যে) এবং তা সত্ত্বেও (তাই বলে) এ-ও নয়: The boy is not obedient nor yet is he honest. □ (conjunction) তৎসত্ত্বেও; একইসঙ্গে; যাই হোক: The novel was no good, yet I could not leave it.
- English Word yeti Bengali definition [ইয়েটি] (noun) হিমালয়ের উচ্চতম প্রদেশে বসবাসকারী বলে কথিত মনুষ্যসদৃশ লোমওয়ালা প্রাণী; ইয়েতি।
- English Word yew Bengali definition [ইউ] (noun) [countable noun] yew-tree ঘনসন্নিবিষ্ট গাঢ় সবুজ পত্রযুক্ত এক ধরনের গাছ। [uncountable noun] উক্ত গাছের কাঠ।
- English Word Yiddish Bengali definition [ঈডিশ্] (noun) [uncountable noun] ইহুদিদের প্রচলিত আন্তর্জাতিক ভাষা; (প্রাচীন জার্মান ভাষার অবয়বে অন্যান্য আধুনিক ভাষার বহুল সংমিশ্রণে সৃষ্ট)।
- English Word yield Bengali definition [ঈল্ড্] (verb transitive), (verb intransitive) (১) প্রাকৃতিক রীতিতে উৎপাদন করা বা উৎপন্ন হওয়া: trees yield us fruits. Diligence yields good results; high-yielding seeds. (২) yield (to somebody/something) আত্মসমর্পণ করা; বিরোধিতা করা থেকে বিরত হওয়া: I shall not yield to your temptation. The miscreants yielded to strong measures. yield (up) something (to somebody) ত্যাগ করা; বশ্যতা স্বীকার করা: The opponents would not yield an inch. He was pressed to yield. yield up the ghost (সাহিত্যিক আলংকারিক অর্থ) মারা যাওয়া। □ (noun) [countable noun, uncountable noun] উৎপন্ন বস্তুর পরিমাণ: This year the farmers had good yield from the fields; yield per hectare. The yield in the industrial sector is far from satisfactory. yielding (adjective) সহজেই অবনত হয় বা বক্র হয় এমন; (লাক্ষণিক) একরোখা নয় এমন। yieldingly (adverb)