Y পৃষ্ঠা ৩
- English Word yippee Bengali definition [ঈপী] (interjection) আনন্দ বা উচ্ছ্বাসধ্বনি।
- English Word yo-yo Bengali definition [ইয়ো-ইয়ো] (noun) লাটিমের মতো খেলনা যা তার বা সুতার সাহায্যে ঘোরানো, উঠানো বা নামানো হয়।
- English Word yodel Bengali definition [ওউড্ল্] (verb transitive), (verb intransitive) (yodelled, yodelling, yodels America(n) yodeled, yodeling, yodels) সুইস পর্বত অভিযাত্রীদের অনুকরণে গান গাওয়া বা সাংগীতিকভাবে কাউকে আহ্বান জানানো। yodeling (noun) গান বা গীতিময় ডাক। yodeller (America(n) - yodeler) যে ব্যক্তি অনুরূপ ভঙ্গিতে গান করে বা কাউকে ডাকে।
- English Word yoga Bengali definition [ইয়োউগা] (noun) [uncountable noun] (১) হিন্দুবিধান অনুযায়ী তপোকর্ম ও আত্মনিয়ন্ত্রণের অনুশীলন; যে মনোসংযোগের সাহায্যে ব্যক্তির আত্মার সঙ্গে অজ্ঞেয় সত্তার যোগ সাধিত হয়; যোগশাস্ত্র। (২) এক ধরনের দৈহিক ব্যায়াম বা শরীরচর্চা। yogi (noun) যোগী; যিনি যোগাভ্যাস করেন।
- English Word yogurt, yoghurt, yoghourt Bengali definition [ইওগাট্ America(n) ইওগারট্] (noun) দই; দধি বা ঘোলজাতীয় পদার্থ।
- English Word yoke Bengali definition [ইওক্] (noun) (১) জোয়াল; লাঙল বা গাড়ি টানার সময়ে বলদের গলায় কাঠের যে সংযোজক বেঁধে দেওয়া হয়। (২) (plural -এ অপরিবর্তিত) একত্রে বাঁধা বা কর্মরত বলদযুগল: four yoke of oxen. (৩) (রোমক ইতিহাসে) দাসত্বের চিহ্ন; জোয়ালের প্রতীক; জোয়ালের ন্যায় কাঠামো যা বলদের গলায় স্থাপন করা হতো এবং তার নিচ দিয়ে বিজিত শত্রুসৈন্যদের যেতে বাধ্য করা হতো। এই সূত্রেই লাক্ষণিক প্রয়োগ: pass/come under the yoke, পরাজয় মেনে নেওয়া বা স্বীকার করা; throw off the yoke (of servitude) etc, বিদ্রোহ করা, বশ্যতা স্বীকারে অসম্মত হওয়া; the yoke of the oppressor. (৪) কাঠের তৈরি এমন এক সংযোজক কাঠামো যার দুই প্রান্তে দুটি পাত্র নিয়ে কোনো ব্যক্তি কাঁধে বহন করতে পারে। (৫) (পোশাক প্রস্তুতের ক্ষেত্রে) পোশাকের যে অংশ কাঁধ বরাবর এবং যেখান থেকে বাকি অংশ ঝুলে থাকে; স্কার্টের উপরিভাগ; কোমরের অংশের আঁটসাঁট পোশাক। □ (verb transitive), (verb intransitive) (১) জোয়াল পরানো: yoke the oxen for ploughing, (ভারবাহী বা লাঙলবাহী পশু প্রভৃতিকে গাড়ি, লাঙল ইত্যাদিতে) জুড়ে দেওয়া; জোতা। (২) সংযোজিত করা বা হওয়া: yoked to a irritating fellow; yoke in a broken friendship. yoke fellow সহযোগী; অংশীদার।
- English Word yokel Bengali definition [ইওউক্ল্] (noun) সাদাসিধা গ্রাম্য মানুষ।
- English Word yolk Bengali definition [ইওউক্] (noun) [countable noun, uncountable noun] ডিমের কুসুম।
- English Word yon Bengali definition [ইঅন্] (adjective) ওই; ওইগুলো; নাতিদূরস্থ। □ (adverb) অদূরের।
- English Word yonder Bengali definition [ইওন্ডা(র্)](adjective),(adverb) (সাহিত্যে) ওই; ওইখানে: yonder rests my mother.
- English Word yore Bengali definition [ইও(র্)](noun)[uncountable noun] of yore প্রাচীনকালে: in the days of yore, পুরাকালে।
- English Word you Bengali definition [ইঊ] (pronoun) (১) তুমি; তোমরা; আপনি; আপনারা; তুই; তোরা; সম্বোধিত ব্যক্তি বা ব্যক্তিবর্গ: Are you a stranger here? I love you, you are our guests. (২) (কথ্য), (imperative pronoun) হিসেবে ব্যবহৃত একজন; যে কেউ: you never can tell; you are alone and helpless in the world. (৩) (কোনো বিশেষ্যের আগে) অনির্দিষ্ট সম্মিলিত ব্যক্তি বোঝাতে: Listen, you boys; you the down-trodden; (বিস্ময়সূচক ভঙ্গিমায়) you the poor bastard!
- English Word you'd Bengali definition [ইয়ূড্]=you had, you would.
- English Word you'll Bengali definition [ইয়ূল্]=you will.
- English Word you're Bengali definition [ইউআ(র্)] =You are.
- English Word you've Bengali definition [ইঊভ্]=you have.
- English Word young Bengali definition [ইয়াং] (adjective) (younger [ইয়াংগা(র্)] youngest [ইয়াংগিস্ট্]) (১) (old শব্দের বিপরীত অর্থে) কমবয়সী; স্বল্পবয়স্ক; বৃদ্ধি বা সময়সীমার অগ্রবর্তী নয়; বেশিদিন আগে জন্মায়নি এমন: a young boy of sixteen; a plant quite young; a young nation. (২) এখনো সূচনাপর্বের কাছাকাছি: the game is still young. Winter is young till now. (৩) the younger কোনো ব্যক্তি থেকে আলাদা করে বোঝানোর জন্য এক ব্যক্তির নামের আগে যুক্ত: the younger Dagar played the sitar. Philip the younger. (৪) (বিশেষত পিতার নাম থেকে পৃথক করে বোঝানোর জন্য) কোনো ব্যক্তির নামের সঙ্গে যুক্ত; younger Samuel; younger Adamjee. (৫) (পরিচিত জনকে সমাদরসূচক সম্বোধনের জন্য ব্যবহৃত): Now wake up, young man; Oh! my young friend! (৬) কোনো বিষয়ে অদক্ষ বা অনভিজ্ঞ: young in this business; young in classical music. (৭) young and old প্রত্যেকেই। the young কমবয়সীরা: books for the young. youngling (noun) তরুণবয়স্ক ব্যক্তি বা প্রাণী। youngster (noun) তরুণ; বালকবালিকা। with young গর্ভবতী। young blood তাজা; তরুণ; নবীন; নবাগত। Young England ইংল্যান্ডের তরুণ সম্প্রদায়। Young Bengal নববাবু; ঊনবিংশ শতাব্দীর যে সব তরুণ আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ইউরোপীয় চালচলন, অভ্যাস ও অনুকরণে মাত্রাতিরিক্ত অনুরাগ প্রদর্শন করেছিল। Young Turk তুরস্কের বিপ্লবী দলের সদস্য; রাজনৈতিক দলের বিদ্রোহপ্রবণ সভ্য। young turk উগ্র প্রকৃতির শিশু বা যুবক। □ (noun) [uncountable noun] শিশু: young ones; (পাখি বা প্রাণীদের ক্ষেত্রে) The mother-hen is very protective of its young, বাচ্চাদের বিষয়ে খুবই সজাগ; The cuckoos leave their young ones in the crow’s nests. youngish [ইয়াংগিশ্] (adjective) তারুণ্যপূর্ণ।
- English Word your Bengali definition [ইয়ো(র্) America(n) ইওউআর] (adjective) , (possessive pronoun) (১) তোমার; তোমাদের; আপনার; আপনাদের; তোর; তোদের: What’s your name? your eyes spoke of your innocence; Dear country men, I am your servant. (২) (প্রায়ই মামুলি আকর্ষণ, অনুমোদনের অভাব বা নিন্দা বোঝাতে): Now, what does your mentor say? This is your great pundit!
- English Word yours Bengali definition [ইয়োজ্ America(n) ইয়োরজ্] (predicatively adjective), (pronoun) (১) তোমার; তোমাদের; আপনার; আপনাদের; তোর; তোদের: I met that friend of yours. This watch is same as yours. (২) চিঠির শেষে সমাদরসূচক প্রকাশভঙ্গিমা: yours sincerely/truly/obediently.
- English Word yourself Bengali definition [ইয়োসেল্ফ্ America(n) ইয়োরসেল্ফ্] (plural selves [ইয়োসেলভ্জ্]) (reflexive pronoun) নিজের: Take care of yourself. Do not ruin yourself. □ emphat (pronoun): তোমার/আপনার: you yourself made the mistake; you maintained that yourself. (all) by yourself (ক) একা একা। (খ) সহায়হীনভাবে।