R পৃষ্ঠা ৮
- English Word rateable Bengali definition [রেইটাব্ল্] (adjective) দ্রষ্টব্য ratable.
- English Word rather Bengali definition [রা:দা(র্) America(n) র্যাদা(র্)] (adverb) (১) বরং; বরঞ্চ; অধিকতর আগ্রহের সঙ্গে (সাধারণত would/had rather ... than; rather than would): Wouldn’t you rather see the chairman? (২) or rather আরো যথাযথভাবে: We saw him in a gloomy or rather distraught state of mind. (৩) (fairly থেকে পৃথক, উল্লেখ্য যে তুলনাত্মক বিশেষণ, too, (noun(s)) (verb(s))-এর সঙ্গে fairly ব্যবহৃত হয় না) কিছুটা; কতকটা; খানিকটা; বেশ। (ক) (adjective-সহ indefinite article- এর আগে বা পরে, definite article- এর পরে) : a rather irritating situation; the rather pretty girl on the balcony. (খ) (তুলনাত্মক বিশেষণসহ): That car is rather cheaper than this. (গ) (too-সহ): This hotel is rather too expensive for us. (ঘ) (noun(s)) -সহ): She’s rather a darling. (ঙ) (verb(s) ও past participle-সহ): We were all rather surprised at the news. (চ) (adverb (s)-সহ): He returned rather earlier than we expected. (৪) (কথ্য British/Britain [রা:দা(র্)] (জবাবে) অবশ্যই; নিঃসন্দেহে।
- English Word ratify Bengali definition [র্যাটিফাই] (verb transitive) (past tense, past participle ratified) স্বাক্ষর দিয়ে (চুক্তি ইত্যাদি) দৃঢ়ভাবে অনুমোদন করা; অনুসমর্থন করা। ratification [র্যাটিফিকেইশ্ন্] (noun) অনুসমর্থন; সত্যাকৃতি; দৃঢ়ীকরণ।
- English Word rating Bengali definition [রেইটিঙ্] (noun) (১) [Countable noun] স্থানীয় কর আরোপের জন্য সম্পত্তির মূল্য নিরূপণ; মূল্য নির্ধারণ, দ্রষ্টব্য rate 2 (২). (২) [Countable noun] টনের হিসেবে প্রমোদতরি, ইনজিনের ক্ষমতা বা অশ্বশক্তির হিসেবে মোটরগাড়ি প্রভৃতির শ্রেণি বা শ্রেণিকরণ, নির্বাচিত ব্যক্তিবর্গের প্রশ্নোত্তরের ভিত্তিতে বেতার বা টিভি অনুষ্ঠানের জনপ্রিয়তা; (নৌবাহিনী) জাহাজের খাতায় লিপিবদ্ধ ব্যক্তির পদমর্যাদা বা শ্রেণি; অনাযুক্ত (non-commissioned) নাবিক: officers and ratings.
- English Word ratio Bengali definition [রেইশিওউ] (noun) (plural ratios [রেইশিওউজ্]) [Countable noun] অনুপাত।
- English Word ratiocination Bengali definition [র্যাটিঅসিনেইশ্ন্ America(n) র্যাশিঅসিনেইশ্ন্] (noun) [Uncountable noun] বিশেষত ন্যায়ের সাহায্যে প্রণালিবদ্ধভাবে বিচার করার প্রক্রিয়া।
- English Word ration Bengali definition [র্যাশ্ন্] (noun) এক ব্যক্তিকে প্রদেয় বিশেষত খাদ্যের নির্ধারিত পরিমাণ; (plural) সশস্ত্র বাহিনীর সদস্য প্রভৃতিকে প্রদত্ত নির্ধারিত ভাতা; রেশন; সংবিভাগ। ration card/ration book রেশন কার্ড। be on short rations বরাদ্দ অপেক্ষা কম খাদ্য পাওয়া। □ (verb transitive) (১) (কাউকে) সীমিত রেশন দেওয়া। (২) ration out (খাদ্য, পানি ইত্যাদি) সীমিতভাবে বণ্টন করা।
- English Word rational Bengali definition [র্যাশ্নাল] (adjective) (১) যৌক্তিক, যুক্তিসংক্রান্ত। (২) বিচারবুদ্ধিসম্পন্ন; বিচারক্ষম। (৩) যুক্তিসহ; যুক্তিসিদ্ধ: rational conduct/explanations. rationaly [র্যাশ্নালি] (adverb) যুক্তিগতভাবে। rationality [র্যাশান্যালাটি] (noun) যুক্তিসম্পন্নতা; যৌক্তিকতা।
- English Word rationale Bengali definition [র্যাশানা:ল্] (noun) যৌক্তিক ভিত্তি; মূলনীতি; মৌল যুক্তি: The rationale for capital punishment is being challenged.
- English Word rationalism Bengali definition [র্যাশ্নালিজাম্] (noun) [uncountable noun] অন্যান্য বিষয়ের মতো ধর্মের আলোচনাতেও যুক্তিকে চূড়ান্ত মানদণ্ডরূপে গ্রহণের নীতি; যুক্তিবাদ। rationalist [র্যাশ্নালিস্ট্] (noun) যুক্তিবাদী rationalistic [র্যাশ্নালিস্টিক্] (adjective) যুক্তিবাদী।
- English Word rationalize, rationalise Bengali definition [র্যাশ্নালাইজ্] (verb transitive) (১) যুক্তিসঙ্গত/যুক্তিসহ করা; যুক্তিসম্মতভাবে ব্যাখ্যা বা বিবেচনা করা। rationalize one’s fear. (২) অপচয় লাঘবের জন্য শিল্পকারখানা ইত্যাদি পুনর্গঠিত করা; যুক্তিসম্মতভাবে পুনর্গঠিত করা। rationalization, rationalisation [র্যাশ্নালাইজেইশ্ন্ America(n) র্যাশ্নালিজেইশ্ন্] (noun) যুক্তিসহকরণ।
- English Word ratlin, ratline Bengali definition [র্যাট্লিন্] (noun) (সাধারণত plural) নাবিকদের ওঠানামার জন্য জাহাজের মাস্তুল থেকে ঝুলন্ত দড়ির সঙ্গে আড়াআড়িভাবে বাঁধা (মইয়ের ধাপের মতো) ছোট দড়ি।
- English Word rattan, ratan Bengali definition [র্যাট্যান্] (noun) (১) [Countable noun] বেতের মতো দীর্ঘ সরু কাণ্ডবিশিষ্ট; পূর্ব ভারতীয় পানগাছবিশেষ; রত্তন। (২) [Countable noun] রত্তনের লাঠি বা ছড়ি। (৩) [Uncountable noun] ঝুড়ি, আসবাব ইত্যাদি বানানোর কাজে ব্যবহৃত রত্তনের কাণ্ড।
- English Word rattat Bengali definition [র্যাট্যাট্] (অপিচ rat-a-tat-tat) [ব্যাট্ আ ট্যাট্ ট্যাট্] (noun) (বিশেষত দরজায় কড়া নাড়ার বা আঘাত করার) ঠকঠক; খটখট শব্দ।
- English Word rattle Bengali definition [র্যাট্ল্] (verb transitive), (verb intransitive) (১) ঝমঝম/খটর খটর/ঝনঝন করা বা করানো: The doors are ratting in the wind. (২) rattle away; rattle something off বকবক করা; হড়বড় করা; গড়গড় করে বলা বা আবৃত্তি করা: The child rattles off something. □ (noun) (১) [Uncountable noun] ঝমঝম; ঝনৎকার; ঠনঠন। (২) [Countable noun] ঝুমঝুমি; (বিশেষত ফুটবল খেলার দর্শকদের দ্বারা ব্যবহৃত) অনুরূপ শব্দোৎপাদক যন্ত্রবিশেষ। (৩) [Uncountable noun] বকবক; হড়বড়; কলকাকলি। (৪) [Countable noun] আমেরিকার র্যা টল সাপের লেজের নরম অস্থিময় বলয় পরম্পরা। rattle snake (noun) আমেরিকার বিষধর সাপবিশেষ, যার লেজের সঞ্চালনে খটখট শব্দ হয়। (৫) (death) rattle মুমূর্ষু ব্যক্তির গলার ঘড় ঘড় শব্দ; নাভিশ্বাস। (৬) rattle-brain, rattle-pate (noun(s)) মস্তিষ্কহীন ব্যক্তি; অল্পবুদ্ধির বাচাল লোক; গোবরভরা মাথা। rattle-brained, rattle-pated (adjective) rattler [র্যাট্লা(র্)] (noun) যে ব্যক্তি বা বস্তু, বিশেষত সাপ খটখট শব্দ করে। rattling [র্যাট্লিঙ্] (adjective) (অপশব্দ) দ্রুতগামী; খাসা; চমৎকার: have a rattling time. □ (adverb) (অপশব্দ) অত্যন্ত: a rattling good article.
- English Word ratty Bengali definition [র্যাটি] (adjective) দ্রষ্টব্য rat.
- English Word raucous Bengali definition [রোকাস্] (adjective) (ধ্বনি) কর্কশ; পরুষ: a raucous voice. raucously (adverb) কর্কশকণ্ঠে: The fans rebuked him raucous.
- English Word ravage Bengali definition [র্যাভিজ্] (Verb transitive), (verb intransitive) (১) বিধ্বস্ত/ধ্বংস করা; নষ্ট করা: countryside ravaged by famine. (২) (সেনাদল ইত্যাদি সম্বন্ধে) নির্মমভাবে লুণ্ঠন ও হরণ করা; বলাৎকার করা। □ (noun) (১) [Uncountable noun] ধ্বংস; রিনাশ; ধ্বংসকরণ। (২) (plural) ravages of something কোনো কিছুর ধ্বংসাত্মক পরিণাম: the ravages of time.
- English Word rave Bengali definition [রেইভ্] (verb intransitive) (১) rave (at/against/about something) খেপার মতো; ক্রোধোন্মত্তভাবে কথা বলা। (২) rave about somebody/something অত্যুৎসাহের সঙ্গে বলা বা আচরণ করা: He raved about the new novel of his wife. (৩) rave it up (অপশব্দ) অত্যন্ত কোলাহলপূর্ণ, উপভোগ্য কোনো সমাবেশে যোগ দেওয়া। rave-up (noun) প্রাণবন্ত সমাবেশ বা মজলিস। □ (noun) (১) (কথ্য প্রায়ই attributive(ly)) উদগ্র প্রশংসা; a rave review. (২) (অপশব্দ) অসংযত, উত্তেজনাপূর্ণ মজলিস, নাচ, প্রমোদভ্রমণ ইত্যাদি। (৩) (অপশব্দ) অত্যুৎসাহ: be in a rave about somebody. raver (noun) (কথ্য) অত্যন্ত হৈ-হুল্লোড়পূর্ণ মজলিসে যোগদানকারী ব্যক্তি। raving (adjective) প্রলাপী: a rave lunatic. □ (adverb) প্রলাপ বকার মতো: raving mad. ravings (noun) (plural) অর্থহীন প্রলাপ; আবোলতাবোল।
- English Word ravel Bengali definition [র্যাভ্ল্] (verb transitive), (verb intransitive) (ravelled, ravelling, ravels America(n) অপিচ 'raveled', 'raveling', 'ravels' ) (১) (বোনা সুতা) জট খোলা বা ছাড়ানো; পাক খোলা; আলগা করা বা হওয়া। (২) (সুতা, চুল ইত্যাদি) জড়ানো; বিজড়িত করা; (লাক্ষণিক) জট পাকানো। (৩) ravel (out) জট খোলা: ravel out a rope’s end. দ্রষ্টব্যunravel.