R পৃষ্ঠা ১১
- English Word realize, realizeise Bengali definition [রিআলাইজ্] (verb transitive) (১) উপলব্ধি/হৃদয়ঙ্গম করা। (২) (আশা, পরিকল্পনা ইত্যাদি) বাস্তবায়িত করা। (৩) (সম্পত্তি, শেয়ার ইত্যাদি) অর্থের বিনিময়ে হস্তান্তর করা। (৪) realize (on) (সম্পত্তি ইত্যাদি) মূল্য বা মুনাফা হিসেবে লাভ করা: He realized a high price on the antiques. realizable [রিআলাইজ্ব্ল্] (adjective) উপলব্ধির যোগ্য; বাস্তবায়নযোগ্য realization, realizeisation [রিআলাইজেইশ্ন্ America(n) রিঅ্যালিজেইশ্ন্] (noun) [Uncountable noun] বাস্তবায়ন; উপলব্ধি; অর্থের বিনিময়ে সম্পত্তি হস্তান্তর।
- English Word realm Bengali definition [রেল্ম্] (noun) (১) (কাব্যিক আলংকারিক অর্থ বা আইন প্রয়োগ) রাজ্য। (২) এলাকা; ক্ষেত্র; অঞ্চল (লাক্ষণিক): the realm of imagination, কল্পলোক।
- English Word realpolitik Bengali definition [রেইঅ্যাল্পলিটিক্] (noun) [Uncountable noun] (জার্মান) কোনো বিশেষ দেশের জন্য দ্রুত সাফল্য ও ক্ষমতা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত নিতান্ত ব্যবহারিক ও বাস্তববাদী রাষ্ট্রনীতি; চাণক্যনীতি।
- English Word Realtor Bengali definition [রিআল্টা(র্)] (noun) (America (n) স্থাবর সম্পত্তিঘটিত ব্যবসায়ে নিয়োজিত ব্যক্তি, যিনি স্থাবর সম্পত্তিবিষয়ক বোর্ডসমূহে জাতীয় সমিতির সদস্য এবং ঐ সমিতি কর্তৃক নির্ধারিত নৈতিক আচরণের মানদণ্ডের প্রতি অনুগত (British/Britain=estate agent).
- English Word realty Bengali definition [রিআল্টি] (noun) past participle realties) (আইন সম্বন্ধীয়) স্থাবর সম্পত্তি বা ভূসম্পত্তি।
- English Word ream Bengali definition [রীম্] (noun) কাগজের পরিমাণ, ৪৮০ টি (America(n) '৫০০') কাগজ বা ২০ দিস্তা; রিম;(কথ্য plural) (লেখা) ভুরি ভূরি; দিস্তা দিস্তা।
- English Word reanimate Bengali definition [রীঅ্যানিমেইট্] (verb transitive) পুনরুজ্জীরিত/পুনরুদ্দীপ্ত করা।
- English Word reap Bengali definition [রীপ্] (verb transitive), (verb intransitive) (১) (শস্য ইত্যাদি) কাটা; চয়ন/আহরণ করা: (আলংকারিক অর্থ) reap a field of barley; the corn; reap the reward of virtue; reap where one has not sown, অন্যের পরিশ্রম থেকে লাভবান হওয়া। (sow the wind and) reap the whirlwind (প্রবাদ) যেমন কর্ম তেমন ফল। reaping-hook (noun) কাস্তে। reaper (noun) দাওয়াল। (১) কর্তনকারী। (২) শস্যকর্তনযন্ত্র।
- English Word reappear Bengali definition [রীআপিআ(র্)] (verb transitive) (বিশেষত নিরুদ্দেশ হওয়ার পর) পুনরাবির্ভূত হওয়া; পুনরুদিত হওয়া: After a few minutes John reappeared with a tray. The moon reappeared from behind a cloud. reappearance [রীআপিআরান্স্] (noun) পুনরাবির্ভাব: the reappearance of the symtoms. making a welcome reappearance at the National Theatre.
- English Word reapply Bengali definition [রীআপ্লাই] (verb) (past tense, past participle reapplied) (১) reapply (for something) (১) কোনো কিছুর/কোনো কিছু করার জন্য আনুষ্ঠানিকভাবে পুনরায় অনুরোধ করা: reapply for a loan/visa. (২) পুনরায় কোনো কিছু চালনা বা নিয়ন্ত্রণের জন্য কোনো নতুন রীতি উদ্ভাবন করা: The formula was reapplied when privatizing the railways. (৩) কোনো কিছু নতুনভাবে বিন্যস্ত করা বা ছড়িয়ে দেওয়া, লাগানো, জড়ানো ইত্যাদি: reapplying her lipstick/sunscreen.
- English Word reappoint Bengali definition [রীআপইন্ট্] (verb) কোনো ব্যক্তিকে তার পূর্বাবস্থানে যোগদানের সুযোগ বা পূর্বপদে নিযুক্তকরণ; পুনর্নিয়োগ করা: She was reappointed as national coach for a further two years. reappointment (noun) [Uncountable noun]
- English Word reappraisal Bengali definition [রীআপ্রেইজ্ল্] (noun) নতুন পরীক্ষা ও সিদ্ধান্ত; পুনর্বিচার; পুনর্বিবেচনা।
- English Word rear 1 Bengali definition [রিআ(র্)] (noun) (১) পিছনের অংশ/দিক; পশ্চাৎ; পশ্চাদ্ভাগ: the rear of the house. (২) (attributive(ly)) পিছনের: the rear wheels; a rear-view mirror, (মোটরগাড়িতে) পিছনের দৃশ্য দেখার জন্য চালকের সম্মুখস্থ আয়না। (৩) সেনাদল, নৌবাহিনী প্রভৃতির পশ্চাদ্ভাগ: attack the enemy in the rear. bring up the rear সবশেষে আসা। (৪) rear-admiral [রিআরঅ্যাড্মারাল্] (noun) ভাইস-অ্যাডমিরালের অধস্তন নৌকর্মকর্তা; রিয়ার অ্যাডমিরাল। rearguard (noun) সেনাবাহিনীর পশ্চাদ্ভাগ রক্ষী সেনাসমষ্টি; পশ্চাদরক্ষী। a rear guard action বিলম্বে হলেও সম্ভাব্য বিনষ্টি বা দুর্ঘটনা এড়াতে গৃহীত কার্যক্রম: This rear of ours was doomed to failure. rearmost [রিআমোস্ট্] (adjective) সর্বপশ্চাতের। rearward [রিআওয়াড্] (noun): to rearward of, কিছুটা পিছনে; in the rearward, পিছনে। rearwards [রিআওয়াড্জ্] (adverb) পিছনের দিকে।
- English Word rear 2 Bengali definition [রিআ(র্)] (verb transitive), (verb intransitive) (১) লালনপালন করা: rear poultry/cattle; rear a family (America(n) সাধারণত raise a family). (২) (বিশেষত ঘোড়া) পিছনের দুই পায়ে ভর দিয়ে দাঁড়ানো। (৩) তোলা; উঠানো। (৪) প্রতিষ্ঠিত/প্রতিষ্ঠা করা: rear a monument.
- English Word rearm Bengali definition [রীআ:ম্] (verb transitive), (verb intransitive) পুনরায় অস্ত্রসজ্জিত করা; নতুন ধরনের অস্ত্রে সজ্জিত করা। rearmament [রীআ:মামান্ট্] (noun) পুনঃসশস্ত্রীকরণ।
- English Word rearrange Bengali definition [রীআরেইন্জ্] (verb transitive) (১) নতুনভাবে/অন্যভাবে বিন্যস্ত করা; পুনর্বিন্যাস করা। (২) পূর্বের পরিকল্পনায় পরিবর্তন আনা: rearrange one’s appointments due to unavoidable circumstances. rearrangement (noun) পুনর্বিন্যাস।
- English Word reason 1 Bengali definition [রীজ্ন্] (noun) [Countable noun, Uncountable noun] (১) কারণ; হেতু: with reason, ন্যায়সঙ্গতভাবে by reason of কারণে; হেতু। (২) (মনের) যুক্তিবৃত্তি: Man is endued with reason. lose one’s reason মাথা খারাপ হওয়া। (৩) [Uncountable noun] কাণ্ডজ্ঞান, সুবুদ্ধি; যুক্তি: amenable to reason. bring somebody to reason বুঝিয়েসুঝিয়ে নির্বোধ কার্যকলাপ, অনর্থক বাধাদান ইত্যাদি থেকে বিরত করা। do anything in/within reason যুক্তিসঙ্গত যেকোনো কিছু করা। listen to/hear reason সদুপদেশে/যুক্তির কথায় কান দেওয়া। lose all reason কাণ্ডজ্ঞানহীন হওয়া; কাণ্ডজ্ঞান বিসর্জন দেওয়া। see reason যৌক্তিকতা উপলব্ধি করা। without rhyme or reason, দ্রষ্টব্যrhyme (১). It stands to reason (that...) যুক্তিবাদী ব্যক্তিমাত্রই স্বীকার করবেন যে...। reasonless (adjective) যুক্তিহীন।
- English Word reason 2 Bengali definition [রীজ্ন্] (verb intransitive), (verb transitive) (১) যুক্তি/বিচারবুদ্ধি প্রয়োপ করা। (২) reason with somebody স্বমতে আনার জন্য কারো সঙ্গে তর্ক করা। (৩) reason that... যুক্তিচ্ছলে বলা; যুক্তি দেখানো। (৪) যুক্তিযুক্তভাবে প্রকাশ করা: a well reasond statement, যুক্তিপরম্পরায় বিন্যস্ত বিবৃতি। reason something out যুক্তিপরম্পরায় কোনো প্রশ্নের উত্তর নির্ণয় করা: reason out the answer to a question. (৫) reason somebody into/out of something যুক্তি প্রদর্শনের মাধ্যমে কাউকে দিয়ে কিছু করানো বা কাউকে কিছু করা থেকে নিরস্ত করা। reasoning (noun) [uncountable noun] যুক্তিবৃত্তির মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রক্রিয়া; যুক্তিবিন্যাস; যুক্তিপাত।
- English Word reasonable Bengali definition [রীজনাব্ল্] (adjective) (১) যুক্তিপরায়ণ; যুক্তিসম্মত; যুক্তিবাদী: beyond reasonable doubt. (২) পরিমিত; ন্যায়সঙ্গত; যুক্তিসঙ্গত: no doubt it is a reasonable price/offer. (৩) যুক্তিযুক্ত; ন্যায়সঙ্গত; ন্যায্য: a reasonable excuse. reasonableness (noun) যুক্তিপরায়ণতা; যুক্তিযুক্ততা। reasonably [রীজনাব্লি] (adverb) যুক্তিসঙ্গতভাবে।
- English Word reassure Bengali definition [রীআশ্যুআ(র্)] (verb transitive) ভয় বা দুশ্চিন্তামুক্ত করা; আশ্বস্ত করা। reassurance [রীআশ্যুআরান্স্] (noun) [uncountable noun, countable noun] আশ্বাসদান; দৃঢ় আশ্বাস। reassuring (adjective) আশ্বাসদায়ক; সান্ত্বনাদায়ক a reassure glance/pat. reassuringly (adverb) সান্ত্বনাদায়কভাবে।