R পৃষ্ঠা ৬
- English Word rank 2 Bengali definition [র্যাঙ্ক্] (adjective) (১) (উদ্ভিদবিদ্যা) অতিমাত্রায় বর্ধনশীল; খুব বেশি পাতা গজায় এমন; rank grass; আগাছায় পরিপূর্ণ: rank Soil. (২) খারাপ স্বাদযুক্ত বা দুর্গন্ধযুক্ত। (৩) অতিমাত্রায় দোষযুক্ত; পুরোদস্তুর খারাপ: He is a rank traitor. rankly (adverb) rankness (noun)
- English Word rankle Bengali definition [র্যাংক্ল্] (verb) (ঘোড়া ইত্যাদি) যন্ত্রণাদায়কভাবে পাকা বা পাকানো; (শত্রুতা সম্পর্কে) তিক্ত বানাতে বা করতে থাকা: Releasing the killer from prison is sure to rankle the victim’s family.
- English Word ransack Bengali definition [র্যান্স্যাক্ America(n) র্যান্স্যাক্] (verb transitive) (১) ransack something (for something/to do something) তন্ন তন্ন করে খোঁজা: The police looking for firearms, ransacked the house. (২) লণ্ডভণ্ড করে লুটতরাজ করা: The house had been ransacked of all that was worth anything.
- English Word ransom Bengali definition [র্যান্সাম্] (noun) [Uncountable noun] মুক্তিপণের মাধ্যমে বন্দিমুক্তি; [Countable noun] মুক্তিপণের টাকা। hold a man to ransom কাউকে আটক রেখে মুক্তিপণ দাবি করা। worth a kings ransom অনেক টাকার ব্যাপার; অত্যন্ত ব্যয়বহুল। □ (verb transitive): মুক্তিপণ দিয়ে কাউকে মুক্ত করা; কোনো কিছুর জন্য খেসারত দেওয়া: The kidnapped person was ransomed.
- English Word rant Bengali definition [র্যান্ট্] (Verb intransitive), (verb transitive) গালভরা শব্দ প্রয়োগ করে বক্তৃতা করা; উচ্চস্বরে ও নাটকীয়ভঙ্গিতে বক্তৃতা দেওয়া বা আবৃত্তি করা: He simply rants. □ (noun) বাকসর্বস্ব বক্তৃতা। ranter (noun)
- English Word rap 1 Bengali definition [র্যাপ্] (noun) [Countable noun] (১) দ্রুত; হালকা; আঘাতের শব্দ: There was a rap on the door. give somebody a rap on/over the knuckles কাউকে তিরস্কার করা। (২) (কথ্য) দোষারোপ; দায়ভার। take the rap (for something) (নির্দোষ হওয়া সত্ত্বেও) কোনো কিছুর দায়ভার বহন করা। (৩) (America(n) (অশিষ্ট)) কথোপকথন; আলোচনা। □ (verb transitive), (verb intransitive) (১) আঘাত করা। (২) rap something out (ক) হঠাৎ শাণিতভাবে কিছু বলা। (খ) খটখট শব্দ করে উপস্থিতি জানান দেওয়া (যেমন প্রেতচর্চার বৈঠকে আহূত আত্মা করে)। (৩) (America(n)) (অশিষ্ট) কথা বলা; আলোচনা করা।
- English Word rap 2 Bengali definition [র্যাপ্] (noun) সামান্য পরিমাণ: not care/give a rap, থোড়াই ফেয়ার করা, গ্রাহ্য না-করা।
- English Word rapacious Bengali definition [রাপেইশাস্] (adjective) (আনুষ্ঠানিক) লোভী; লোলুপ (বিশেষত অর্থলোলুপ); অন্য প্রাণী শিকারের মাধ্যমে জীবনধারণকারী; হিংস্র। rapaciously (adverb) rapacity (noun) [Uncountable noun] লোভ; লোলুপতা; অর্থগৃধ্নুতা।
- English Word rape 1 Bengali definition [রেইপ্] (noun) [Uncountable noun] উদ্ভিদবিশেষ যার বীজ থেকে তেল পাওয়া যায়; সরিষাগাছের মতো এক প্রকার গাছ।
- English Word rape 2 Bengali definition [রেইপ্] (verb transitive) ধর্ষণ করা; বলাৎকার করা। (noun) ধর্ষণ; বলাৎকার। rapist (noun) ধর্ষণকারী।
- English Word rapid Bengali definition [র্যাপিড্] (adjective) (১) দ্রুত; ক্ষিপ্র; বেগবান: There has been a rapid rise in prices. (২) (ঢাল সম্বন্ধে) গভীর; দুরারোহ; খাড়াভাবে নেমে যাওয়া। □ (noun) (সাধারণত plural) নদীর এমন অংশ যেখানে গভীর ঢাল থাকার কারণে স্রোত তীব্র হয়।
- English Word rapier Bengali definition [রেইপিআ(র্)] (noun) দ্বন্দ্বযুদ্ধ ও অসিখেলায় ব্যবহৃত হালকা দীর্ঘ তরবারি। rapier thrust (লাক্ষণিক) সূক্ষ্ম ও বুদ্ধিদীপ্ত ব্যঙ্গাত্মক মন্তব্য।
- English Word rapine Bengali definition [র্যাপাইন্] (noun) (সাহিত্যিক) [Uncountable noun] লুটপাট; দস্যুতা।
- English Word rapport Bengali definition [র্যাপো(র্) America(n) র্যাপোট্] (noun) [uncountable noun, Countable noun] সহানুভূতিপূর্ণ সম্পর্ক। be in rapport (with) ঘনিষ্ঠ অথবা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কযুক্ত।
- English Word rapprochement Bengali definition [র্যাপ্রঅশ্মঅন্ট্ America(n) র্যাপ্রোউশ্মঅন্ট্] (noun) বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনঃস্থাপন; ব্যক্তি, দল বা রাষ্ট্রসমূহের মধ্যে পুনঃসম্পর্ক স্থাপন।
- English Word rapt Bengali definition [র্যাপ্ট্] (adjective) মগ্ন; বিমোহিত: He was listening to the setar recital with rapt attention.
- English Word rapture Bengali definition [র্যাপ্চা(র্)] (noun) (১) [Uncountable noun] মগ্নতা; উত্তেজনাপূর্ণ আনন্দ; তূরীয় আনন্দ। (২) (plural) be in/go into/be sent into raptures (over/about) কোনো বিষয়ে অত্যধিক আনন্দিত ও উৎসাহিত হওয়া। rapturous (adjective) rapturously (adverb)
- English Word rare 1 Bengali definition [রেআ(র্)] (adjective) (১) দুর্লভ; অস্বাভাবিক; অসাধারণ, যা সচরাচর দেখা যায় না বা ঘটে না: a rare book; a rare sight. It is very rare for him to go to his uncle’s house. (২) (দ্রষ্টব্য কথ্য) অস্বাভাবিক ভালো: We had a rare fun. (৩) (পদার্থ বা পরিবেশ) পাতলা; হালকা। rarely (adverb) (১) খুব কম; কদাচিৎ: I rarely go to the cinema. (২) চমৎকারভাবে rareness (noun)
- English Word rare 2 Bengali definition [রেআ(র্)] (adjective) (মাংস) অর্ধসিদ্ধ: steak.
- English Word rare earth Bengali definition [রেআর্ আথ্] (noun) দ্রষ্টব্য lanthanide.