R পৃষ্ঠা ৯
- English Word raven Bengali definition [রেইভ্ন্] (noun) (১) দাঁড়কাক; বায়স। (২) (attributive(ly)) চকচকে/চিকন কালো।
- English Word ravening Bengali definition [র্যাভানিঙ্] (adjective) হিংস্র; বুনো; উচ্চণ্ড।
- English Word ravenous Bengali definition [র্যাভানাস্] (adjective) (১) ক্ষুধার্ত; বুভুক্ষিত। (২) লোলুপ; লোভী; রাক্ষুসে: a ravenous appetite. ravenously (adverb) ক্ষুধার্তভাবে; রাক্ষসের মতো: eat ravenously.
- English Word ravine Bengali definition [রাভীন] (noun) গভীর সংকীর্ণ উপত্যকা; দরি; গিরিখাত; গিরিসংকট।
- English Word ravioli Bengali definition [র্যাভিওউলি] (noun) (ইতালীয়) ময়দা, ডিম ও পানি দিয়ে তৈরি ছোট ছোট তক্তির আকারে প্রস্তুত শুকনা খাদ্যবিশেষ, যা মাংসের কিমা ইত্যাদিযোগে রান্না করা হয় এবং সাধারণত সসযোগে পরিবেশিত হয়; রাভিয়োলি।
- English Word ravish Bengali definition [র্যাভিশ্] (Verb transitive) (১) আনন্দে বিহ্বল করা; বিমুগ্ধ করা: ravished with her beauty. ravishingly (adverb) বিমুগ্ধকরভাবে। ravishment (noun) বিমোহন; আনন্দ-বিহ্বলতা; বিমুগ্ধচিত্ততা। (২) (পুরাতনী বা কাব্য.) ছিনিয়ে নেওয়া: ravished from the world by death. (৩) (পুরাতনী) বলাৎকার করা।
- English Word raw Bengali definition [রো] (adjective) (১) কাঁচা; অপক্ব: raw meat. (২) স্বাভাবিক অবস্থায় বর্তমান; রূপান্তরিত হয়নি এমন; কাঁচা: raw materials; raw hides. in the raw অশোধিত; নৈসর্গিক; (লাক্ষণিক) নগ্ন। rawhide (adjective) কাঁচা চামড়ার তৈরি। (৩) (ব্যক্তি) অদক্ষ; অনভিজ্ঞ; কাঁচা; প্রশিক্ষণহীন: raw recruits. (৪) (আবহাওয়া) স্যাঁতসেঁতে ও ঠাণ্ডা। (৫) (ক্ষত) কাঁচা; দগদগে; টাটকা। raw-boned (adjective) হাড্ডিসার; হাড়জিরজিরে। (৬) শৈল্পিকভাবে স্থূল; কাঁচা। (৭) (কথ্য) কর্কশ; অভদ্র। (বিশেষত) a raw deal দুর্ব্যবহার; রূঢ় আচরণ। □ (noun) কাঁচা/দগদগে ঘা। touch somebody on the raw (লাক্ষণিক): স্পর্শকাতর স্থানে আঘাত করা; আঁতে ঘা দেওয়া।
- English Word ray 1 Bengali definition [রেই] (noun) [Countable noun] (১) রশ্মি; কিরণ; কর (লাক্ষণিক): the rays of the sun; X-rays heat-rays; a ray of hope, আশার ক্ষীণ রেখা। (২) কেন্দ্র থেকে বিচ্ছুরিত অনেকগুলো রেখার যেকোনো একটি।
- English Word ray 2 Bengali definition [রেই] (noun) চ্যাপটা; প্রশস্তদেহী; বৃহদাকার বিভিন্ন সামুদ্রিক মৎস্য।
- English Word rayon Bengali definition [রেইঅন্] (noun) [Uncountable noun] সেলুলোজ থেকে তৈরি রেশমসদৃশ পদার্থ; রেয়ন: (attributive(ly)) rayon shirt.
- English Word raze, rase Bengali definition [রেইজ্] (verb transitive) সম্পূর্ণ বিনষ্ট করা; ধূলিসাৎ করা।
- English Word razor Bengali definition [রেইজা(র্)] (noun) লোম কামানোর যন্ত্রবিশেষ; রেজর; খুর: a disposable razor. An electric razor. safety razor (noun) যে ধরনের খুরে নিরাপত্তামূলক দুটি ধাতব বন্ধনীর মধ্যে একটি পাতলা ফলক থাকে razor-back (noun) এক ধরনের তিমি। razor-backed (adjective) পিঠ-উঁচু; a razor-backed pig. razor-blade (noun) নিরাপদ খুরের জন্য ফেলে দেওয়ার উপযোগী ব্লেড। razor-edge (noun) সুস্পষ্ট বিভাজনরেখা; সংকটাপন্ন অবস্থা। razor-sharp (adjective) অত্যন্ত তীক্ষ্ণ; শাণিত; ধারালো: He is known for his razor sharp wit; razor-sharp teeth. □ (verb transitive) (past participle ছাড়া প্রয়োগ বিরল) কামানো; চাঁছা: al well-razored chin.
- English Word razzle Bengali definition [র্যাজ্ল্] (noun) (অপিচ razzle-dazzle) be/go on the razzle (অপশব্দ) উল্লাসে মেতে ওঠা; উচ্ছলিত হয়ে ওঠা। দ্রষ্টব্যspree.
- English Word re 1 Bengali definition [রী] (preposition(al)) (আদালতি রচনারীতিতে) বিষয়ে; সম্পর্কে।
- English Word re 2 Bengali definition [রেই](noun) স্বরগ্রামের দ্বিতীয় স্বর।
- English Word re- Bengali definition [রী] (prefix) (১) পুনরায়; আবার: reproduce, return. (২) অন্যভাবে: rearrange. দ্রষ্টব্য পরি. ৩
- English Word re-address Bengali definition [রীআড্রেস] (verb transitive) (চিঠিপত্রের উপর) ঠিকানা বদল করা।
- English Word re-afforest Bengali definition [রীআফারিস্ট্ America(n) রীআফোরিস্ট্] (America(n))= re-forest [রীফারিস্ট্ America(n) রীআফোরিস্ট্] (verb transitive) (কোনো এলাকা) পুনর্বনায়িত করা। re-afforestation [রীআফরিস্টেইশ্ন্ America(n) রীআফোরিস্টেইশ্ন্], America(n)=reforestation [America(n) রীআফোরিস্টেইশ্ন্] (noun) পুনর্বনায়ন।
- English Word re-count Bengali definition [রীকাউন্ট্] (verb transitive) আবার গোনা। □ (noun) [রীকাউন্ট্] পুনর্গণনা।
- English Word re-echo Bengali definition [রীএকো] (verb intransitive) বারবার প্রতিধ্বনিত হওয়া। □ (noun) (plural reechoes [রীএকোজ্]) প্রতিধ্বনির প্রতিধ্বনি।