M পৃষ্ঠা ৪
- English Word magnum Bengali definition [ম্যাগ্নাম্] (noun) (১) দেড় সের ওজনের (মদ, স্পিরিটের বোতল)। (২) বড়। magnum opus [ওউপাস] সাহিত্যিকের প্রধান রচনাকর্ম।
- English Word magpie Bengali definition [ম্যাগ্পাই] (noun) কিচিরমিচির করা সাদা-কালো পাখি; (লাক্ষণিক) সারাক্ষণ বকবক করা লোক; (লাক্ষণিক) ছিঁচকে চোর।
- English Word Magyar Bengali definition [ম্যাগিয়া:(র্)] (noun), (adjective) হাংগেরির বৃহত্তম জনগোষ্ঠীর সদস্য, ভাষা।
- English Word Maharaja(h) Bengali definition [মা:হারা:জা] (noun) মহারাজা। Maharanee [মা:হারা:নী] (noun) মহারানি।
- English Word maharashtri Bengali definition [মা:হারাশট্রি] (noun) [uncountable noun] মহারাষ্ট্রে প্রচলিত প্রাচীন প্রাকৃত ভাষা; মহারাষ্ট্রী প্রাকৃত।
- English Word mahatma Bengali definition [মাহ্যাটমা] (noun) (ভারতবর্ষে) মহাত্মা।
- English Word Mahayana Bengali definition [মা:হায়ানা] (noun) [uncountable noun] প্রচলিত বৌদ্ধমতবিশেষ; মহাযান। তুলনীয় Hinayana.
- English Word mahogany Bengali definition [মাহগানি] (noun) মেহগিনি (গাছ ও কাঠ)।
- English Word mahout Bengali definition [মা:হাউত] (noun) যে ব্যক্তি হাতির পিঠে চড়ে হাতিকে চালায়, তাকে বিভিন্ন কৌশল শেখায় ও তার রক্ষণাবেক্ষণ করে; মাহুত।
- English Word maid Bengali definition [মেইড্] (noun) (১) (আক্ষরিক অর্থ) বালিকা। (২) (প্রাচীন প্রয়োগ) অবিবাহিতা তরুণী। old maid বিয়ের সম্ভাবনাহীন বয়সী মহিলা। maid of honour (ক) রানির (অবিবাহিতা) সহচরী। (খ) কনের (অবিবাহিতা) প্রধান সখী। (৩) (আধুনিক অর্থে) চাকরানি: maid servant.
- English Word maidan Bengali definition [ময়দন] (noun) (১) ঘাস-ঢাকা খোলা জায়গা; ময়দান। (২) কুচকাওয়াজের জন্য নির্ধারিত জায়গা; ময়দান।
- English Word maiden Bengali definition [মেইড্ন্] (noun) (আক্ষরিক অর্থ) বালিকা; অবিবাহিতা তরুণী। □(adjective) (কেবল attributive(ly)) (১) বালিকা অথবা মহিলাসম্পর্কিত। maidename বিবাহপূর্ব পারিবারিক নাম। (২) প্রথম অথবা সবচেয়ে আগের: maiden voyage. maiden speech পার্লামেন্টে নবাগত সদস্যের প্রথম ভাষণ। (৩) maiden (over) (ক্রিকেট) মেইডেন ওভার; যে ওভারে কোনো রান হয়নি। (৪) (মহিলা) অবিবাহিতা। (৫) ( যৌগশব্দ) maidenhair (noun) ফার্ন গাছবিশেষ। maidenhead [মেইড্ন্হেড] (noun) [uncountable noun] কুমারিত্ব। maidenhood [মেইড্ন্হুড্] (noun) কুমারীকাল। maidenlike, maidenly (adjective(s) কুমারীসুলভ; ভদ্র; বিনয়ী।
- English Word mail 1 Bengali definition [মেইল্] (noun) [uncountable noun] বর্ম। mailed (adjective) (কেবল) the mailed fist সশস্ত্রবাহিনী (এর দ্বারা আক্রমণের হুমকি)।
- English Word mail 2 Bengali definition [মেইল্] (noun) (১) [uncountable noun] ডাকব্যবস্থা: air mail. the mail coach (অতীতে) ডাকব্যবস্থায় ব্যবহৃত ঘোড়ায় টানা গাড়ি। mailbag (noun) মেলব্যাগ। mailboat (noun) ডাকবহনকারী নৌকা। mailbox (noun) (America(n)) ডাকবাক্স। mailman [মেইল্ম্যান্] (noun) (plural মেইল্মেন) (America(n)) ডাকপিয়ন; পোস্টম্যান। mail order (noun) ডাকব্যবস্থার মাধ্যমে মাল সরবরাহের নির্দেশ। mail-train (noun) ডাকগাড়ি। (২) [countable noun, uncountable noun] ডাকযোগে প্রেরিত চিঠিপত্র অথবা পারসেল। □ (verb transitive) প্রধানত America(n) এতে ব্যবহৃত; British/Britain post-এর প্রচলন বেশি। send by -ডাকযোগে পাঠাও। mailing-card (noun) (America(n)) পোস্টকার্ড। mailing-list (noun) নিয়মিতভাবে কোনোকিছু (যেমন নতুন বইয়ের তালিকা) পাঠাতে হবে এমন লোকদের তালিকা; ডাকতালিকা।
- English Word mailbomb Bengali definition [মেইল্বম্] (noun) (plural mailbombs, America(n) letter bomb) (বিকল্প বানান 'mail bomb') মেইলবোমা; কোনো ব্যক্তি বা সিস্টেমের ঠিকানায় পাঠানো অজস্র ই-মেইল: What happens if advertisers don’t respond to entreaties and mailbombs? □ (verb transitive) উক্ত ধরনের ই-মেইল পাঠানো।
- English Word maim Bengali definition [মেইম্] (verb transitive) আহত করা অথবা পঙ্গু করে দেওয়া।
- English Word main 1 Bengali definition [মেইন] (adjective) (attributive(ly); 'comparative' বা 'superlative' নয়) (১) প্রধান; সবচেয়ে গুরুত্বপূর্ণ। have an eye to the main chance, দ্রষ্টব্যchance 1 (৩). (২) সর্বশক্তি দিয়ে। do something by main force দেহের সর্বশক্তি দিয়ে। (৩) (যৌগশব্দ) main deck (noun) উপরের ডেক। mainframe, দ্রষ্টব্যcomputer. mainland [মেইনল্যান্ড্] (noun) মূল ভূখণ্ড (দ্বীপাঞ্চল ছাড়া)। mainmast (noun) জাহাজের প্রধান মাস্তুল। mainspring (noun) (ক) ঘড়ির প্রধান স্প্রিং। (খ) (লাক্ষণিক) প্রধান প্রেরণা; মূলশক্তি। mainstay [মেইনস্টেই] (noun) জাহাজের রশিবিশেষ; (লাক্ষণিক) প্রধান অবলম্বন। mainstream (noun) (১) প্রধান ধারা। (২) প্রচলিত এবং আধুনিকের মাঝামাঝি জাজ সংগীতের স্টাইল। mainly (adverb) প্রধানত।
- English Word main 2 Bengali definition [মেইন] (noun) (১) [countable noun] (প্রায়ই the mains) গ্যাস, পানি, বিদ্যুতের মূললাইন থেকে বিন্ডিংয়ের সঙ্গে সংযোগকারী প্রধান পাইপ। mains set বিদ্যুতে চালিত হবে এমন রেডিও সেট। (২) in the main মোটের উপর; প্রধানত। (৩) with might and main সর্বশক্তি প্রয়োগ করে। (৪) (কাব্যে) সমুদ্র; সমুদ্রের প্রসারতা। (৫) the Spanish Main স্পেনদেশীয় প্রাচীন নাবিকগণ কর্তৃক প্রথম ভ্রমণকৃত আমেরিকার উপকূলীয় ও ক্যারিবিয়ান-সাগরসংলগ্ন এলাকা।
- English Word maintain Bengali definition [মেইনটেইন] (verb transitive) (১) বজায় রাখা; অক্ষুণ্ণ রাখা; চালিয়ে যাওয়া: maintain relation. maintain an open mind on something পরমতসহিষ্ণুতা বজায় রাখা। (২) ভরণপোষণ করা। (৩) সত্যে অটল থাকা। (৪) রক্ষণাবেক্ষণ করা: maintain the buildings. (৫) পক্ষ সমর্থন করা। maintainable [মেইনটেইনআব্ল্] (adjective) আইনের আশ্রয় নেওয়া যায় এমন।
- English Word maintenance Bengali definition [মেইন্টানান্স্] [uncountable noun] রক্ষণাবেক্ষণ; ভরণপোষণ। maintenance order (noun) (আইন সম্বন্ধীয়) অন্যের পক্ষ সমর্থনের জন্য কোর্ট কর্তৃক কাউকে অধিকার প্রদানের নির্দেশ। maintenance men/gang (noun) রাস্তাঘাট রক্ষণাবেক্ষণকারী কর্মীবৃন্দ। retail price maintenance খুচরা মূল্যমান অক্ষুণ্ণ রাখার প্রচেষ্টা।