M পৃষ্ঠা ৬
- English Word malapropism Bengali definition [ম্যালপ্রপিজাম্] (noun) [countable noun] শব্দের হাস্যকর অপব্যবহার; প্রায় সমধ্বনি কিন্তু ভিন্ন অর্থবহ শব্দের ব্যবহারজনিত বিভ্রাট।
- English Word malaria Bengali definition [মালেআরিআ] (noun) [uncountable noun] ম্যালেরিয়া জ্বর। malarial [মালেআরিইআল্] (adjective) ম্যালেরিয়াসংক্রান্ত; ম্যালেরিয়া আক্রান্ত।
- English Word Malay Bengali definition [মালেই] (adjective), (noun) মালয়ের লোক অথবা ভাষাসংক্রান্ত।
- English Word malcontent Bengali definition [ম্যাল্কান্টেন্ট্] (adjective), (noun) [countable noun] অসন্তুষ্ট/অসন্তুষ্ট ব্যক্তি।
- English Word male Bengali definition [মেইল] (adjective) (১) পুরুষজাতীয়; পুরুষসংক্রান্ত: a male partner. (২) (হাতিয়ার সম্পর্কিত) সকেটে লাগানোর জন্য নির্মিত। □ (noun) পুরুষ ব্যক্তি অথবা প্রাণী।
- English Word malediction Bengali definition [ম্যালিডিক্শ্ন্] (noun) [countable noun] অভিশাপ; অভিশাপ প্রদান।
- English Word malefactor Bengali definition [ম্যালিফ্যাক্টা(র্)] (noun) অপরাধী; মন্দ কাজে নিয়োজিত ব্যক্তি।
- English Word malevolent Bengali definition [মালেভালন্ট্] (adjective) পরের অমঙ্গল কামনাকারী; পরশ্রীকাতর। malevolently (adverb) malevolence [মালেভালঅন্স্] (noun) [uncountable noun] অমঙ্গল কামনা; পরশ্রীকাতরতা।
- English Word malformation Bengali definition [ম্যালফোমেইশ্ন্] (noun) [uncountable noun] ত্রুটিপূর্ণ গঠন; বিকলাঙ্গতা; [countable noun] ত্রুটিপূর্ণভাবে গঠিত অংশ। malformed [ম্যালফোম্ড্] (adjective) ত্রুটিপূর্ণভাবে গঠিত; কুগঠিত; বিকলাঙ্গ।
- English Word malfunction Bengali definition [ম্যালফাঙ্কশ্ন্] (verb transitive) স্বাভাবিকভাবে বা সন্তোষজনকভাবে কাজ করতে না-পারা। □ (noun) [countable noun, uncountable noun] স্বাভাবিকভাবে কাজ করার ব্যাপারে ব্যর্থতা।
- English Word malice Bengali definition [ম্যালিস্] (noun) [uncountable noun] (অপরের) অশুভ কামনা; অন্যের ক্ষতিসাধনের ইচ্ছা; বিদ্বেষ: bear somebody no malice; with malice towards none. (with) malice aforethought (আইন সম্বন্ধীয়) ক্ষতিসাধনের বা অপকার করার ইচ্ছা(সহ)। malicious [মালিশাস্] (adjective) বিদ্বেষপরায়ণ; বিদ্বেষপূর্ণ। malicely (adverb)
- English Word malign Bengali definition [মালাইন্] (adjective) (বস্তু) ক্ষতিকর; অপকারী; (রোগ) মারাত্মক। □ (verb transitive) (কাউকে) মন্দ বলা; কলঙ্ক রটানো।
- English Word malignant Bengali definition [মালিগ্নান্ট্] (adjective) (১) (ব্যক্তি বা তার আচরণ) অপকারী; ক্ষতিকর: malignant fairies; malignant steps. (২) (রোগ) মারাত্মক; অতিপ্রবল। malignantly (adverb) malignancy [মালিগ্নান্সি] (noun) চরম অপকারিতা; চরম ক্ষতিকর অবস্থা; মারাত্মক অবস্থা।
- English Word malignity Bengali definition [মালিগ্নাটি] (noun) (noun) (plural malignities) (১) [uncountable noun] গভীর বিদ্বেষী; [countable noun] বিদ্বেষাত্মক কাজ, আচরণ ইত্যাদি। (২) (রোগ) মারাত্মক প্রকৃতি বা বৈশিষ্ট্য।
- English Word malinger Bengali definition [মালিঙ্গা(র্)] (verb intransitive) কর্তব্য এড়াতে অসুস্থতার ভান করা। malingerer (noun) যে ব্যক্তি এরূপ করে
- English Word mall Bengali definition [মোল্] (noun) (১) গাছপালাঢাকা পথবিশিষ্ট ভ্রমণস্থান; মল (ঢাকা বিশ্ববিদ্যালয় ‘মল’)। (২) (America(n)) বিপণিকেন্দ্র।
- English Word mallard Bengali definition [ম্যালা:ড্ America(n) ম্যালার্ড্] (noun) বুনো হাঁসবিশেষ।
- English Word malleable Bengali definition [ম্যালিআব্ল্] (adjective) (১) (ধাতু) হাতুড়ি দ্বারা পিটিয়ে বা চাপ প্রয়োগ করে নতুন আকার দেওয়া যায় এমন। (২) (লাক্ষণিক) (ব্যক্তিচরিত্র) যে কোনো অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে এমন; নমনীয়। malleability [ম্যালিআবিলাটি] (noun) নমনীয়তা।
- English Word mallet Bengali definition [ম্যালিট্] (noun) (১) কাঠের ছোট হাতুড়ি। (২) ম্যালেট বা পোলো বল মারার জন্য হাতুড়ির ন্যায় লম্বা লাঠি।
- English Word mallow Bengali definition [ম্যালোউ] (noun) লোমশ কাণ্ড ও পাতা এবং গোলাপি, বেগুনি বা সাদা ফুলবিশিষ্ট বন্য গাছবিশেষ; এই ধরনের গাছের বাগান।