M পৃষ্ঠা ৫
- English Word maisonnette Bengali definition [মেইজানেট্] (noun) ছোট বাড়িবিশেষ; দোতলা ফ্ল্যাটবাড়ি।
- English Word Maithili Bengali definition [মাইথিলি] (noun) [uncountable noun] (ক) ভারতের বিহার প্রদেশের একটি আঞ্চলিক ভাষার নাম, বর্তমানে যা হিন্দি উপভাষারূপে পরিগণিত। (খ) উক্ত ভাষারীতি ও পদ্ধতি।
- English Word maize Bengali definition [মেইজ] (noun) [uncountable noun] ভুট্টা।
- English Word majestic Bengali definition [মাজেস্টিক্] (adjective) রাজকীয়; রাজসিক। majestically [মাজেস্টিক্লি] (adverb) রাজকীয়ভাবে।
- English Word majesty Bengali definition [ম্যাজাস্টি] (noun) (plural majesties ) (১) [uncountable noun] রাজারানির মতো চেহারা আচরণ ও কথাবার্তা; রাজকীয় ক্ষমতা। (২) His/Her/Your majestic; Their/Your Majesties রাজারানিকে সম্বোধনসূচক শব্দ; রাজারানির প্রসঙ্গে ব্যবহৃত শব্দ।
- English Word majlis Bengali definition [মা:জ্লিস্] (noun) ঘরোয়া বৈঠক; খুব ছোট জমায়েত; মজলিস।
- English Word major 1 Bengali definition [মেইজার্] (adjective) (১) (minor-এর বিপরীত) সংখ্যায় অধিকতর; পরিমাণে বেশি; আয়তনে বড়; অধিক গুরুত্বপূর্ণ ইত্যাদি। major premise, দ্রষ্টব্যpremise. major scale (noun) (সংগীত) ‘কি-নোট’ এবং ‘থার্ড-নোটে’র মধ্যবর্তী দুটি পূর্ণস্বরবিশিষ্ট স্কেল। major suit (noun) (তাস) ‘স্পেড’ অথবা ‘হার্টজ’। (২) (নামের পরে ব্যবহৃত) বয়সে বড় অথবা একই নামের দুই ব্যক্তির প্রথম ব্যক্তি: John major. □ (verb intransitive) major in something কলেজ-বিশ্ববিদ্যালয়ে (কোনো বিষয়) বিশেষভাবে অধ্যয়ন করা: He majored in Linguistics. □ (noun) বিশেষভাবে অধীত বিষয়।
- English Word major 2 Bengali definition [মেইজা(র্)] (noun) মেজর। major-general (noun) মেজর জেনারেল।
- English Word majordomo Bengali definition [মেইজাডোউমোউ] (noun) (plural majordomos [মেইজাডোমোউজ]) প্রধান পরিচারক; (অতীতে) ইতালির রাজপুত্রের প্রধান সেবক।
- English Word majority Bengali definition [মাজরাটি America(n) মাজোরটি] (noun) (plural majorities) (১) (singular বা' plural verb -সহ) a/the majority (of) সংখ্যাগরিষ্ঠ। (২) [countable noun] সংখ্যাগরিষ্ঠ ভোট: He was elected by a majority. be in the/a majority সংখ্যাগরিষ্ঠ হওয়া। a majority verdict সংখ্যাগরিষ্ঠের রায়। (৩) one’s majority বয়ঃপ্রাপ্তি; সাবালকত্ব।
- English Word make 1 Bengali definition [মেইক] (verb transitive), (verb intransitive) (past tense, past participle made) [মেইড্] (১) make something from/(out) of something; make something into something তৈরি, নির্মাণ অথবা উৎপাদন করা; অন্য কোনো দ্রব্য থেকে আকার দেওয়া; প্রবর্তন করা: make chairs; make (= manufacture) watch; He made (= prepared) tea for me. Oil is made from cocoanut. show somebody/let somebody see what one is made of কাউকে নিজের গুণাবলি, ক্ষমতা, দক্ষতা ইত্যাদি দেখানো। be as clever etc as they make em সুচতুর হওয়া। (২) ভেঙে; সরিয়ে আবির্ভূত হওয়া। make hole/dent in one’s savings/reserves/finances etc. যথেষ্ট পরিমাণে কমিয়ে দেওয়া। (৩) কার্যকর করা; স্থাপন করা: The rules were made to stop theft. (৪) খসড়া করা; রচনা করা। (৫) খাওয়া; আহার করা: We made quick dinner before starting for the station. (৬) কারণে পরিণত হওয়া: He wanted to make trouble. (৭) ( কেবল passive) অভিপ্রায়ে সৃষ্ট; উদ্দেশ্যে তৈরি। (৮) হওয়া অথবা কারণ হওয়া; করা। make oneself useful সংসারে সাহায্যের জন্য কিছু করা: He wanted to make himself useful to his family. make it worth somebody’s while (to do something) যোগ্য প্রমাণিত করা; ঋণ শোধ করা অথবা পুরস্কৃত করা: If you work hard for your employer, he will make it worth your while. make something good, দ্রষ্টব্যgood 1 (২০). (৯) উপার্জন করা; জয় করা; লাভ করা; অর্জন করা। make a pile/packet (কথ্য) প্রচুর অর্থ অর্জন করা। make one’s living (as/at/by/from) জীবিকার্জন করা: He makes his living by teaching. (১০) (তাস খেলায় বিচিত্র ব্যবহার) (ক) জয় করা; সুবিধাজনক অবস্থানে থাকা; (খ) শাফল করা: We will make the pack. (১১) (ক্রিকেটে) স্কোর করা; রান করা; পয়েন্ট লাভ করা: I will try to make a century. (১২) (জোয়ারভাটার ক্ষেত্রে) জোয়ারভাটা আসা/পড়া। (১৩) make or break/mar সাফল্য অর্জন করা অথবা ধ্বংস হয়ে যাওয়া। a made man সাফল্য সম্পর্কে আশ্বস্ত ব্যক্তি। (১৪) বাধ্য করা; বল প্রয়োগ করা; কারো হাতে কিছু করানো। make one’s blood boil; make one’s hair stand on end আহত করা অথবা ভীত করা। make (something) do; make do with something কোনোরকমে চালিয়ে যাওয়া। make do and mend কোনোকিছু না কিনে পুরনো জিনিস মেরামত করে চালিয়ে দাও। make something go round (সীমিত পরিমাণ কোনোকিছু দিয়ে) চালিয়ে নাও। make believe (that .../to be...) ভান করা। make-believe (noun) [uncountable noun] ভান। (১৫) চরিত্র রূপায়ণ করা; পরিণত করা: He will make Macbeth in the film. (১৬) প্রাক্কলন করা; হিসাব করা। (১৭) সমান হওয়া; যোগফল হওয়া: 3 feet make one yard. make (good/not much) sense অর্থপূর্ণ হওয়া/না-হওয়া। one swallow doesn’t make a summer, দ্রষ্টব্যswallow 1. (১৮) (তালিকাভুক্ত) হওয়া। (১৯) পরিণত হওয়া; যোগ্য বিবেচিত হওয়া: He will make a good player. (২০) (কথ্য ব্যবহার) ভ্রমণ করা; দূরত্ব অতিক্রম করা; (গতি) অক্ষুণ্ণ রাখা। (২১) নির্বাচিত করা; নিয়োগ করা; মনোনীত করা; পদমর্যাদায় আসীন করা: He was made the chairman of the organisation. (২২) প্রস্তাব দেওয়া। (২৩) make something of somebody/something; make something/somebody something কাউকে কিছুতে পরিণত করতে চাওয়া; কোনোকিছুকে অন্য কিছুতে পরিণত করা: He wanted to make him an actor. (২৪) কোনোকিছু করতে যাচ্ছে এমন আচরণ করা। (২৫) make allowance(s) (for) দ্রষ্টব্যallowance (৩). make (an) application to somebody (for something) দরখাস্ত করা। make arrangement for ব্যবস্থা করা। make a decision সিদ্ধান্ত নেওয়া। make a guess (at) অনুমান করা। make an impression (on) প্রভাবিত করা; গভীর ছাপ ফেলা। make a request (to somebody) (for something) অনুরোধ জানানো। make a success of something সফলতা পাওয়া। (২৬) (বিশেষ অর্থে বহুসংখ্যক (noun(s) এর সঙ্গে ব্যবহৃত) : make an appointment; make an attempt. (২৭) (বিশেষ অর্থে adjective(s)-এর সঙ্গে ব্যবহৃত): make so bold; make something fast. (২৮) নির্দেশ করা; সূচিত করা। make against বিরুদ্ধে যাওয়া। (২৯) (যৌগশব্দে) make-believe (noun) দ্রষ্টব্য উপরের ১৪। makeshift (noun) অস্থায়ী ব্যবস্থা রূপে ভালো কিছু না পেয়ে সাধারণ কিছু ব্যবহার করা। make-up (noun) (দ্রষ্টব্য make-up নিচের ৩০) (ক) মেকআপ; ছাপাখানার বিন্যাস; (খ) চরিত্র; মেজাজ; (গ) প্রসাধন সামগ্রী; প্রসাধন; (ঘ) মুখে ব্যবহারের প্রসাধন। make-weight (noun) প্রয়োজনীয় ওজন লাভের জন্য সংযোজিত দ্রব্যের সামান্য পরিমাণ; (লাক্ষণিক) সাময়িকভাবে শূন্যস্থান পূরণে নিয়োজিত সামান্য ব্যক্তি। (৩০) (adverbial particle ও preps-সহ ব্যবহার): make after somebody (আনুষ্ঠানিক) লেগে থাকা; পিছু লাগা: If you want to win her you should make after her. make at somebody তেড়ে আসা। make away with oneself আত্মহত্যা করা। make away with something ধ্বংস করা অথবা চুরি করা। make for somebody/something (ক) অভিমুখে অগ্রসর হওয়া;(খ) ভিড় করা;(গ) অবদান রাখা। make something/somebody into something রূপান্তরিত করা। make something of somebody/something বুঝতে পারা; ব্যাখ্যা করা। make off দ্রুত কেটে পড়া। make off with something চুরি করে কেটে পড়া। make something out (ক) লিখে ফেলা; শেষ করা;(খ) কোনো রকমে দেখতে/পড়তে পারা। make out that.../ make somebody out to be দাবি করা। make somebody out কারো স্বভাব বুঝতে পারা। make it out; make (it) out if/whether বুঝতে পারা। make out (with somebody) অগ্রগতি সাধন করা; সম্পর্ক চালিয়ে যাওয়া। make out a case for/against/that... পক্ষে/বিপক্ষে যুক্তি প্রদর্শন করা। make something/somebody over (ক) পরিবর্তন করা; বদলানো; (খ) মালিকানা হস্তান্তর করা। make something up (ক) পূরণ করা; (খ) সরবরাহ করা; ক্ষতিপূরণ করা; (গ) আবিষ্কার করা; (প্রতারণার উদ্দেশ্যে) বানিয়ে বলা; (ঘ) ছাপার টাইপ, ছবি, কলাম ইত্যাদি বিন্যস্ত করা; মেকআপ করা; (ঙ) গঠন করা; রচিত হওয়া; (চ) বিভিন্ন উপাদান (যেমন ওষুধের) মিশিয়ে তৈরি করা; (ছ) জড়ো করা;(জ) (কাপড়) জামায় পরিণত করা; (ঝ) জ্বালানি ভরা। make somebody/oneself up শিল্পীদের ‘মেকআপ’ দেওয়া। make-up (noun) প্রসাধন। make up one’s/somebody’s mind মনস্থির করা। make up for something (গুণের) অভাব পূরণ করা। make up for lost time দেরিতে শুরুর কারণে কঠোর পরিশ্রম করা। make up to somebody for something প্রায়শ্চিত্ত করা; পুষিয়ে দেওয়ার চেষ্টা করা। make up to somebody অনুগ্রহ লাভের উদ্দেশ্যে কারো কাছে নিজেকে সুন্দরভাবে উপস্থাপিত করা। make it up to somebody পুষিয়ে দেওয়া; ক্ষতিপূরণ করা। make it up (with somebody) ঝগড়া অথবা ভুল বোঝাবুঝির অবসান করা।
- English Word make 2 Bengali definition [মেইক্] (noun) [countable noun, uncountable noun] (১) নির্মাণ পদ্ধতি। on the make (অপশব্দ) লাভের চিন্তায় রত। (২) (বিদ্যুৎ) বিদ্যুৎবর্তনীর নির্মাণ সমাপ্তি।
- English Word maker Bengali definition [মেইকা(র্)] (noun) (১) the/our Maker স্রষ্টা; প্রভু। (২) (যৌগশব্দে) নির্মাতা: dress maker.
- English Word making Bengali definition [মেইকিং] (noun) (১) be the making of পূর্ণবিকাশের কারণ হওয়া। (২) have the makings of কোনোকিছুর উপযুক্ততা অর্জনে প্রয়োজনীয় গুণসম্পন্ন হওয়া।
- English Word malachite Bengali definition [ম্যালাকাইট্] (noun) [uncountable noun] অলংকারে ব্যবহৃত সবুজ পাথরবিশেষ।
- English Word maladjusted Bengali definition [ম্যালাজাস্টিড্] (adjective) বনিবনাহীন; (ব্যক্তির ক্ষেত্রে) পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে ব্যর্থ। maladjustment (noun) [uncountable noun] বনিবনাহীনতা; সমম্বয়হীনতা।
- English Word maladministration Bengali definition [ম্যাল্আড্মিনিস্ট্রেইশ্ন্] (noun) [uncountable noun] প্রশাসনিক ব্যর্থতা; দুঃশাসন।
- English Word maladroit Bengali definition [ম্যাল্আডরইট্] (adjective) অনিপুণ; কৌশলী নয় এমন। maladroitly (adverb) maladroitness (noun) নৈপুণ্যহীনতা।
- English Word malady Bengali definition [ম্যালাডি] (noun) (plural maladies) [countable noun] রোগ; অসুস্থতা।
- English Word malaise Bengali definition [ম্যালেই(জ্)] (noun) [uncountable noun, countable noun] অসুস্থতাবোধ; (লাক্ষণিক) অসুস্থতা; অস্থিরতা।