M পৃষ্ঠা ২
- English Word mackerel Bengali definition [ম্যাকরাল্] (noun) (plural অপরিবর্তিত) রেখাঙ্কিত সামুদ্রিক মাছ। mackerelsky (noun) রেখাঙ্কিত সামুদ্রিক মাছের পিঠের মতো মেঘলা আকাশ।
- English Word mackintosh Bengali definition [ম্যাকিন্টশ্] (noun) (British/Britain) জলাভেদ্য যন্ত্র বা জামাবিশেষ; বর্ষাতি।
- English Word macrobiatic Bengali definition [ম্যাক্রোউবাইঅটিক] (adjective) আয়ুবর্ধক। macrobiotic food রাসায়নিক সহায়তা ছাড়া উৎপন্ন আয়ুবর্ধক খাদ্য।
- English Word macrocosm Bengali definition [ম্যাক্রোউকজাম্] (noun) মহাবিশ্ব; মহাসমগ্রতা। দ্রষ্টব্যmicrocosm.
- English Word mad Bengali definition [ম্যাড্] (adjective) (১) (madder, maddest) পাগল; মানসিক রোগী। drive/send somebody mad পাগল বানিয়ে ফেলা। as mad as a March hare/as a hatter বদ্ধোন্মাদ। madhouse (noun) (কথ্য) পাগলাগারদ। madman (ম্যাড্মান); madwoman (noun(s)) পাগল ব্যক্তি। (২) (কথ্য) অত্যুৎসাহী; (গান)-পাগল; (America(n)) রাগান্বিত; বন্য। be/go mad প্রচণ্ডভাবে রেগে যাওয়া। like mad (কথ্য) প্রচণ্ড কর্মশক্তি নিয়ে; পাগলের মতো: He works like mad. madcap [ম্যাড্ক্যাপ] খ্যাপা; ছিটগ্রস্ত। (৩) (কুকুর) পাগলা; জলাতঙ্ক রোগগ্রস্ত। madly (adverb) পাগলের মতো; (কথ্য) অত্যন্ত বেশি। madness (noun) [uncountable noun] পাগলামি। madden [ম্যাড্ন্] (verb transitive) পাগল করা; উত্তেজিত করা; বিরক্ত করা।
- English Word madal Bengali definition [মেড্ল] (noun) পদক; মেডেল। madalist (America(n)= madalist) [মেডালিস্ট্] (noun) পদকপ্রাপ্ত ব্যক্তি।
- English Word madal 2 Bengali definition [মেড্ল্] (verb intransitive) madal (in something) যা করতে বলা হয়নি তেমনি কিছু নিয়ে ব্যস্ত হওয়া। madal (with something) হস্তক্ষেপ করা; অনধিকারচর্চা করা। madalr (noun) অবাঞ্ছিত বা অকারণ হস্তক্ষেপকারী। madalsome (adjective) অবাঞ্ছিত হস্তক্ষেপকর।
- English Word madam Bengali definition [ম্যাডাম্] (noun) (১) ম্যাডাম; ভদ্রনারীর সম্বোধনসূচক শব্দ; চিঠিপত্রে ব্যবহৃত সম্বোধন: Dear Madam. (২) (কথ্য) কর্তৃত্বপ্রয়াসী মহিলা। (৩) (কথ্য) পতিতালয়-চালক মহিলা।
- English Word madame Bengali definition [মাদা:ম্ America(n) মাদ্যাম্] (noun) (সংক্ষেপ Mme) (plural mesdames [মেইডা:ম্] বিবাহিত মহিলাদের নামের আগে ব্যবহৃত ফরাসি পদবি; ব্রিটিশ অথবা আমেরিকান ছাড়া অন্য যেকোনো বিবাহিত মহিলার নামের আগে ব্যবহৃত।
- English Word madder Bengali definition [ম্যাডা(র্)] (noun) [uncountable noun] হলুদাভ ফুলবিশিষ্ট লতাবিশেষ; এ লতার মূল থেকে প্রাপ্ত রং।
- English Word made Bengali definition [মেইড] =make - এর past tense, past participle
- English Word Madeira Bengali definition [মাডিআরা] (noun) মাডিআরা দ্বীপে (আটলান্টিক মহাসাগরীয়) তৈরি মদ। Madeiracake (noun) স্পঞ্জ পিঠাবিশেষ।
- English Word Mademoiselle Bengali definition [ম্যাডমোআজে্ল্] (noun) (সংক্ষেপ Mlle) (plural Mesdemoiselles [মেইডমোআজেল্] কোনো তরুণী অথবা অবিবাহিতার নামের আগে ব্যবহৃত ফরাসি পদবি।
- English Word Madonna Bengali definition [মাডনা] (noun) the Madonna ম্যাডোনা; মেরি অর্থাৎ যিশুখ্রিস্টের মা (এর ছবি বা মূর্তি)।
- English Word madrigal Bengali definition [ম্যাডরিগ্ল্] (noun) যন্ত্রসংগীতবিহীন সমবেত কণ্ঠসংগীত।
- English Word maelstrom Bengali definition [মেইল্স্ট্রাম্] (noun) প্রচণ্ড ঘূর্ণাবর্ত; (লাক্ষণিক) ধ্বংসাত্মক শক্তি; ঘটনার ঘূর্ণি: the maelstrom of politics.
- English Word maestro Bengali definition [মাইস্ট্রোউ] (noun) (plural 'maestros' বা 'maestri' [মাইসট্রি] প্রখ্যাত সুরস্রষ্টা; ওস্তাদ বা সংগীত পরিচালক।
- English Word maffick Bengali definition [মাফিক্] (verb) প্রচণ্ড হইচই সহকারে আনন্দ করা: maffick in the streets. mafficked past tense, past participle
- English Word Mafia Bengali definition [ম্যাফিআ America(n) মা:ফিআ] (noun) the Mafia মাফিয়াচক্র; ইতালি ও যুক্তরাষ্ট্রের অপরাধী চক্রবিশেষ।
- English Word mag Bengali definition [ম্যাগ্] (noun) (কথ্য) magazie (৩)- এর সংক্ষিপ্ত-রূপ: the weekly mags.