G পৃষ্ঠা ২৮
- English Word greedy Bengali definition [গ্রীডি] (adjective) (১) greedy (for something/to have something) লোভী; লোভাতুর: with greedy eyes; greedy for power. (২) greedy (to do something) আকুল। greedily [গ্রীডিলি] (adverb) greediness (noun)
- English Word Greek Bengali definition [গ্রীক্] (noun) [countable noun] প্রাচীন বা আধুনিক গ্রিসের লোক; [uncountable noun] গ্রিক ভাষা। be Greek to one বোধের অতীত হওয়া; অনধিগম্য হওয়া। □ (adjective) গ্রিস, গ্রিসের মানুষ বা গ্রিক ভাষাবিষয়ক।
- English Word green 1 Bengali definition [গ্রীন্] (adjective) (১) সবুজ: a green Christmas যে ক্রিসমাস ঋতুতে আবহাওয়া স্নিগ্ধ থাকে এবং বরফ পড়ে না। green belt সবুজ মেঘলা অর্থাৎ নগরের চতুর্দিকে সংরক্ষিত বিস্তৃত সবুজ মাঠ ও বনভূমির বেষ্টনী। give somebody/get the green light (কথ্য) (ট্রাফিক আলোর সবুজ সংকেত থেকে আহরিত) কোনো প্রকল্প বা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া বা পাওয়া। (২) (ফল) কাঁচা: green mangoes; (কাঠ) অপোক্ত, ব্যবহারের জন্য যথেষ্ট শুকনো নয় এমন: green wood. (৩) অনভিজ্ঞ; অপরিপক্ব; কাঁচা; সহজে ঠকানো যায় এমন; a young man who is still green at his job, কাজে এখনো অনভিজ্ঞ: She is not so green as to be taken in by that humbug. (৪) (লাক্ষণিক) সজীব; তেজোদ্দীপ্ত: live to a green old age, বার্ধক্যেও তেজোদ্দীপ্ত; কর্মক্ষম থাকা। keep one’s memory green, স্মৃতিকে অম্লান রাখা। (৫) (গায়ের রং) ফ্যাকাশে; মলিন; বিবর্ণ; রুগ্ণ। green-eyed ঈর্ষাপরায়ণ; হিংসুটে। the green-eyed monster ঈর্ষা; হিংসা। green with envy ঈর্ষানীল; অত্যন্ত ঈর্ষাকাতর। (৬) (বিশিষ্ট ব্যবহার ও যৌগশব্দ) greenback (noun) উল্টা পিঠে সবুজ রংয়ে মুদ্রিত আমেরিকার কাগজি মুদ্রা বা ব্যাংক নোট। greenfingers (noun) (কথ্য) বাগানের কাজে দক্ষতা। greenfly (noun) (collective plural) [uncountable noun] গাছপালায় থাকে এমন সবুজ রঙ; এঁটেল পোকা। greengage [গ্রীন্গেইজ্] (noun) আসশেওড়াজাতীয় ফল। greengrocer (noun) তরিতরকারি ও ফল বিক্রেতা। greengrocery (noun) তরিতরকারি ও ফলের ব্যবসা। greenhorn (noun) অনভিজ্ঞ ও সহজে প্রতারিত ব্যক্তি। greenhouse (noun) আবহাওয়া থেকে সংরক্ষণ প্রয়োজন এমন গাছগাছালির চাষের জন্য কাচের দেওয়াল ও কাচের ছাদসহযোগে বিশেষভাবে নির্মিত ঘর। greenroom (নাটকের) সাজঘর। green-stuffs; greens (noun) (plural) সবুজ সবজি। greensward (noun) [uncountable noun] সবুজ ঘাসের আচ্ছাদন। greentea (noun) বাষ্পে শুকানো পাতায় তৈরি চা; সবুজ চা। greenwood (noun) বিশেষত গ্রীষ্মের বনভূমি; (বিশেষত এককালে সমাজচ্যুতদের আস্তানা হিসেবে বিবেচিত ও ব্যবহৃত) পাতায় হাওয়া বন।
- English Word green 2 Bengali definition [গ্রীন্] (noun) [uncountable noun, countable noun] সবুজ রং; যেকোনো সবুজ বস্তু: a woman dressed in green. (২) (plural) বাঁধাকপিজাতীয় সবুজ পাতার সবজি, গাছপালা, বৃক্ষজগৎ। (৩) [countable noun] সবুজ ঘসে ঢাকা মাঠ। (ক) সরকারি বা বারোয়ারি মাঠ: the village green.(খ) ভারী বল খেলার মাঠ: a bowling-green. (গ) গল্ফ-সুড়ঙ্গের মুখ ঘেরা ঘাসের বলয়: a putting green.
- English Word green on blue Bengali definition [গ্রীন্ অন্ ব্লূ] (noun) (সামরিক) আফগানিস্তানে বিদেশি সেনাদের উপর আফগানিদের হামলা ;(সামরিক মহড়ায় ‘সবুজ' রং নিরপেক্ষতা আর ‘নীল’ রং বন্ধুত্বের প্রতীক)।
- English Word greenery Bengali definition [গ্রীনারি] (noun) [uncountable noun] সবুজ পত্রপুঞ্জ; শ্যামলিমা: the greenery of the woods in spring.
- English Word greenish Bengali definition [গ্রীনিশ্] (adjective) সবুজাত; (যৌগশব্দ) greenishyellow. greenishness (noun)
- English Word greenwash Bengali definition (noun) [uncountable noun] ('green' আর 'whitewash' মিলে তৈরি) (plural greenwashes) নিজেদেরকে অথবা নিজেদের উদ্ভাবিত পরিবেশ-অবান্ধব কোনো পণ্যকে জেনেশুনেই পরিবেশবান্ধব বলে প্রচারণা: Is greenwash just like any other advertising hyperbole? এটা green sheen নামেও পরিচিত। greenwashed (adjective) greenwashing (noun) [uncountable noun] greenwasher (noun) [countable noun]
- English Word Greenwich Bengali definition [গ্রেনিচ] (noun) লন্ডনের শহরতলি। Greenwich mean time (সংক্ষেপ GMT) গ্রেনিচ শহরের মধ্যাকাশে সূর্যের অবস্থানকালীন গড়সময়; এই গড়সময় (বাংলাদেশ সময় থেকে ৬ ঘণ্টা কম) অনুযায়ী পৃথিবীর অধিকাংশ স্থানে সময় নির্ণয় করা হয়ে থাকে। (বর্তমান নাম Universal time)।
- English Word greet Bengali definition [গ্রীট্] (verb transitive) greet (with) (১) সম্ভাষণ জ্ঞাপন করা; আনন্দ, বেদনা, ক্ষোভ ইত্যাকার অনুভূতি প্রকাশ করে (খবর, ঘটনা ইত্যাদি) গ্রহণ করা; (চিঠিপত্র) শ্রদ্ধা, ভালোবাসা, বন্ধুতা ইত্যাদি জ্ঞাপক শব্দ ব্যবহার করা: greet someone by saying ‘Good morning! ’ She greeted me with a smile! The news was greeted with shouts of joy. They greeted him with a stream of abuses. (২) (দৃশ্য ও ধ্বনি) (দৃষ্টি ও কর্ণাগোচর হওয়া): A cluster of huts greeted at the bend of the river. greeting (noun) সম্ভাষণ: ‘Good morning’ and ‘Dear Sir’ are forms of greeting.
- English Word gregarious Bengali definition [গ্রিগেআরিআস্] (adjective) দলবদ্ধভাবে বাস করে এমন; যূথচর; সঙ্গলিপ্সু। gregariously (adverb) gregariousness (noun)
- English Word Gregorian Bengali definition [গ্রিগ্যরিআন্] (adjective) (১) Gregorian chant পোপ প্রথম গ্রেগারির (৫৪০-৬০৪) নামে রচিত ধর্মসংগীতবিশেষ। (২) Gregorian calendar পোপ ত্রয়োদশ গ্রেগরি (১৫০২-৮৫) কর্তৃক প্রবর্তিত এবং বতমানে প্রচলিত পঞ্জিকা বা ক্যালেন্ডার।
- English Word gremlin Bengali definition [গ্রেম্লিন্] (noun) যান্ত্রিক গোলযোগের জন্য দায়ী অপদেবতা।
- English Word grenade Bengali definition [গ্রিনেইড্] (noun) ছোট বোমা; বিশেষত হাতবোমা বা রাইফেলবোমা; গ্রেনেড।
- English Word grenadier Bengali definition [গ্রেনাডিআ(র্)] (noun) (আগেরকার দিনে) গ্রেনেড নিক্ষেপকারী সৈনিক; (বর্তমানে) the Grenadiers the grenadier Guards নামে ব্রিটিশ পদাতিক রেজিমেন্টভুক্ত সৈনিক।
- English Word grew Bengali definition [গ্রু] grow- এর past tense
- English Word grey economy Bengali definition [গ্রেই ইক্ন্মি] (noun) আইন ফাঁকি দিয়ে পরিচালিত যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড: Government is combating with grey economy.
- English Word grey vote Bengali definition [গ্রেই ভোট] (noun) [uncountable noun] (এটা grey power নামেও পরিচিত) প্রবীণ লোক, বিশেষত যাদের বয়স ৫৫- এর উর্ধ্বে এবং যাদের একটি জাতীয় নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয় (বিশেষত ব্রিটেনে): The grey vote could hold the key in the coming General Election. grey voter [গ্রেই ভোটা(র্)] (noun) [countable noun] প্রবীণ ভোটার।
- English Word grey, gray Bengali definition [গ্রেই] (adjective) ধূসর; ছাইরঙ: My hair is turning grey.greyarea (noun) (১) (British/Britain) যে এলাকায় বেকারত্বের হার অপেক্ষাকৃত বেশি। (২) পরিস্থিতির যে পর্যায়ে ন্যায়-অন্যায়ের ধরাবাঁধা নিয়ম থাকে না। greybread (noun) বুড়া মানুষ। grey-headed (adjective) বৃদ্ধ; বুড়া; দীর্ঘদিন কাজ করছে এমন। greymatter ঘিলু; মগজ। □ (noun) [uncountable noun, countable noun] ধূসর বর্ণ; ছাইরঙা; ছাইরঙা পোশাক: dressed in grey. □ (verb transitive) ধূসর হওয়া বা করা।
- English Word greycation Bengali definition [গ্রেইকেইশ্ন্] (noun) খরচ কমাতে দাদা-দাদির সঙ্গে ভ্রমণ; পারিবারিক পর্যটন: Now millions more are rediscovering the greycation to ensure they get a break.