F পৃষ্ঠা ৫
- English Word fame Bengali definition [ফেইম্] [noun] [uncountable noun] খ্যাতি; যশ। famed (adjective) খ্যাত।
- English Word familiar Bengali definition [ফামিলিআ(র্)] (adjective) (১) familiar with কিছুর সঙ্গে সুপরিচিত; কিছু সম্পর্কে ভালো জ্ঞান আছে এমন। (২) familiar to কারো কাছে সুপরিচিত বা সুবিদিত। (৩) সাধারণ; চেনাজানা; প্রায়ই দেখা বা শোনা যায় এমন: a familiar voice. (৪) ঘনিষ্ঠ; অন্তরঙ্গ; ব্যক্তিগত: He is on familiar terms with Mr. Fahim. (৫) মাত্রাতিরিক্তভাবে ঘনিষ্ঠ। □ (noun) ঘনিষ্ঠ বন্ধু। familiarly (adverb) অন্তরঙ্গভাবে; ঘরোয়াভাবে।
- English Word familiarity Bengali definition [ফামিলিঅ্যারাটি] (noun) (plural familiarities) (১) [uncountable noun] familiarity with/to পরিচয়; পরিচিতি; ভালো জ্ঞান; (প্রণয়জনিত) ঘনিষ্ঠতা। Familiarity breeds contempt (প্রবাদ) অতি ঘনিষ্ঠতা অশ্রদ্ধা বা বিরাগের জন্ম দেয়। (২) (plural) অনানুষ্ঠানিকতা; ঘনিষ্ঠ আচরণ।
- English Word familiarize, familiarizise Bengali definition [ফামিলিআরাইজ্] (verb transitive) (১) familiarize somebody/oneself with পরিচিত করানো: familiarize oneself with local customs. (২) সুপরিচিত বা সুবিদিত করা: These words have recently been familiarized by the news media. □ (noun) [uncountable noun] familiarization, familiarisation.
- English Word family Bengali definition [ফ্যামালি] (noun) (plural families) (১) [countable noun] পরিবার; পরিজনবর্গ। (২) [uncountable noun] বংশ: He comes of a respectable family. (৩) [countable noun] প্রাণী, উদ্ভিদ, ভাষা প্রভৃতির দল বা বর্গ: Indo-European family of languages; animals of the cat family. (৪) (attributive(ly) পরিবারসম্পর্কিত বা পারিবারিক: the family estate; in the family way (অপশব্দ মহিলা) গর্ভবতী। family doctor সাধারণ চিকিৎসক। family man সংসারাসক্ত মানুষ (তুলনীয় ছাপোষা মানুষ)। family name পারিবারিক নাম; বংশনাম। family planning পরিবার পরিকল্পনা। family tree বংশলতিকা।
- English Word famine Bengali definition [ফ্যামিন্] (noun) ১ [uncountable noun] দুর্ভিক্ষ; চরম খাদ্যাভাব। (২) [countable noun] দুর্ভিক্ষের ঘটনা। (৩) দুর্ভিক্ষজনিত: famine prices, অগ্নিমূল্য।
- English Word famish Bengali definition [ফ্যামিশ্] (verb intransitive), (verb transitive) (১) প্রচণ্ড ক্ষুধায় মৃতপ্রায় হওয়া: the old man was famishing for food. (২) (কর্মবাচ্যে) ক্ষুধায় মৃতপ্রায় করে ফেলা: I’m famished! (কথ্য) আমি ভীষণ ক্ষুধার্ত।
- English Word famous Bengali definition [ফেইমাস্] (adjective) (১) বিখ্যাত; সুবিদিত। (২) (বর্তমানে কথ্য) চমৎকার। famously (adverb) চমৎকারভাবে।
- English Word fan 1 Bengali definition [ফ্যান্] পাখা; হাতপাখাতুল্য কিছু (যথা ময়ূরের পেখম)। fanlight (noun) দরজার উপরে পাখা আকৃতির জানালা।
- English Word fan 2 Bengali definition [ফ্যান্] (verb transitive), (verb intransitive) (১) বাতাস করা: fan a fire, আগুন উসকে দেওয়া: fan the flame, (লাক্ষণিক) উত্তেজনা বাড়ানো। (২) (বাতাস) মৃদু বয়ে যাওয়া: The breeze fanned our faces. (৩) fan out পাখার আকৃতিতে খুলে যাওয়া। (৪) পাখার আকৃতিতে বিস্তৃত করা।
- English Word fan 3 Bengali definition [ফ্যান্] (noun) (কথ্য) গোঁড়াভক্ত, অনুরাগী: a football fan.
- English Word fanatic Bengali definition [ফা্ন্যাটিক্] (noun) (সাধারণত ধর্ম) অতিশয় গোঁড়া ব্যক্তি। □ (adjective) (অপিচ fanatical) অতিমাত্রায় গোঁড়া।
- English Word fanaticism Bengali definition [ফান্যাসিজ্ম্] (noun) [uncountable noun] উগ্র যুক্তিহীন উৎসাহ; [countable noun] এর দৃষ্টান্ত।
- English Word fancier Bengali definition [ফ্যানসিআ(র্) (noun) বিশেষ দ্রব্য, প্রাণী ইত্যাদি সম্পর্কে বিশেষ জ্ঞান এবং অনুরাগবিশিষ্ট ব্যক্তি; (নামটি এই শব্দের আগে বসানো হয়) a rose fancier, a pigeon fancier.
- English Word fanciful Bengali definition [ফ্যানসিফ্ল্] (adjective) (১) (ব্যক্তি) অলীক কল্পনাসম্পন্ন; খেয়ালি; কল্পনাপ্রবণ: a fanciful writer. (২) অবাস্তব; উদ্ভট। fancifully (adverb)
- English Word fancy 1 Bengali definition [ফ্যান্সি] (noun) (fancies ) (১) [uncountable noun] অলীক কল্পনা: a world of mere fancy. (২) [countable noun] কল্পিত কোনো কিছু; অসার বা অলীক ধারণা/বিশ্বাস: the fancies of a poet. (৩) [countable noun] a fancy (for) শখ; পছন্দ; কামনা: He has a fancy for wall paintings. take a fancy to কারো বা কিছুর প্রতি আকৃষ্ট হওয়া: take/catch the fancy of আকৃষ্ট করা: The picture caught her fancy. a passing fancy সাময়িক শখ। fancy-free (adjective) নিরাসক্ত; অনুরাগহীন; নিরুদ্বিগ্ন; ভাবনাচিন্তাহীন।
- English Word fancy 2 Bengali definition [ফ্যান্সি] (adjective) (attributive(ly)) (১) (বিশেষত ক্ষুদ্র দ্রব্যাদি) উজ্জ্বল; বর্ণাঢ্য; নয়নাভিরাম; fancy cakes. (২) সাদামাটা নয় এমন: fancy bread. fancy dress জাঁকজমকপূর্ণ পোশাক। fancywork সুচের কারুকার্য। (৩) বিশেষ সৌন্দর্যের কারণে পালিত: fancy dogs. fancy pansies দুই বা ততোধিক বর্ণবিশিষ্ট। (৪) অত্যধিক সীমাছাড়া: fancy prices; অসংযত বা বেপরোয়া: fancy ideas. (৫) (America(n) দ্রব্যাদি সম্বন্ধে) উচ্চমানের। (৬) কল্পিত: a fancy portrait.
- English Word fancy 3 Bengali definition [ফ্যান্সি] (verb transitive) (past tense past participle fancied) (১) কল্পনা করা; মনে ছবি আঁকা: I have always fancied him as a hero. (২) (সুনিশ্চিত না-হয়ে বা যথেষ্ট যুক্তি ছাড়া) অনুমান করা বা ধারণা করা: Don’t fancy that you can succeed without hard work. (৩) (কথ্য) পছন্দ করা; কামনা করা: I do not fancy that type of girl/house. (৪) fancy oneself নিজের সম্পর্কে খুব উচ্চ ধারণা পোষণ করা। (৫) বিস্ময়সূচক কথায় ব্যবহৃত: Fancy that, now! Just fancy কী অবাক কাণ্ড; ভাব তো!
- English Word fanfare Bengali definition [ফ্যানফেআ(র্)] [noun] [countable noun] (সংগীত) তূর্যনিনাদ; ট্রাম্পেট, বিউগল ইত্যাদির ঝংকার।
- English Word fang Bengali definition [ফ্যাঙ্] [noun] [countable noun] লম্বা তীক্ষ্ণ দাঁত (বিশেষত কুকুর ও নেকড়ের) ; সাপের বিষদাঁত।