স পৃষ্ঠা ৫৯
- Bengali Word সাফল্য English definition [শাফোল্লো] (বিশেষ্য) কৃতকার্যতা; সফলতা (কর্মে সাফল্য লাভ করা)। {(তৎসম বা সংস্কৃত) সফল+য(ষ্যঞ্)}
- Bengali Word সাফা English definition [সাফা] (বিশেষ্য) মক্কায় কাবা গৃহের নিকটবর্তী পাহাড়বিশেষ। {(আরবি) সাফা}
- Bengali Word সাফাত English definition ⇒ সাফায়াত
- Bengali Word সাফায়ত, সাফাত, শাফায়াৎ English definition [সাফায়ত্, সাফাত্, সাফায়াত্] (বিশেষ্য) সুপারিশ (সাফায়াত পাল বাঁধা তরণীর মাস্তুল-কাজী নজরুল ইসলাম)। ২ শেষ বিচারের দিনে আল্লাহর নিকট হজরত মুহম্মদ (সা.)-এর সুপারিশ (নৈলে কখনো মুসলিম নও, মিছে সাফায়াত চাও-কাজী নজরুল ইসলাম; সংসারে সার সেহি নিদানের বন্ধু যাহার সাফাতে পার হৈব ভবসিন্ধু-হেয়াত মাহমুদ)। {(আরবি) শফা-‘আত}
- Bengali Word সাব ১ English definition [শাব্] (বিশেষণ) সাহেবের সংক্ষিপ্ত রূপ। {(আরবি) সাহিব}
- Bengali Word সাব ২, সব English definition [সাব্, সব্] (বিশেষণ) অধস্তন; নিম্নস্থ (সাবডেপুটি; সাব-রেজিস্ট্রার; সাব-জজ)। {(ইংরেজি) sub}
- Bengali Word সাবকাশ English definition [শাবোকাশ্] (বিশেষণ) ১ সুযোগবিশিষ্ট; অবকাশ আছে এমন; অবসরবিশিষ্ট। □ (বিশেষ্য) ১ শুভ অবসর; সুযোগ। ২ (বিরল) অবকাশ। {(তৎসম বা সংস্কৃত) স+অবকাশ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সাবকুড় English definition [শাব্কুড়্] (বিশেষ্য) মাটির ঢিবি-যার মাঝখানের গর্তে কাঁকড়া থাকে (এমন সময়ে দেখেন রাজা আসছে রাণী দৌড়ে, সাবকুড় হতে কাঁকড়া ধরে রামছাগলে চড়ে-কাজী নজরুল ইসলাম)। {সাপ>+কুণ্ড>?}
- Bengali Word সাবজজ English definition [সাব্জজ্] (বিশেষ্য) জজ-এর নিম্নস্থ বিচারক। {(ইংরেজি) subjudge}
- Bengali Word সাবধান English definition [শাব্ধান্] (বিশেষণ) ১ হুঁশিয়ার, সতর্ক, মনোযোগ-সম্পন্ন; অবহিত। □ (অব্যয়) সতর্ক বা অবহিত হওয়া। সাবধানতা (বিশেষ্য) সতর্কতা। সাবধানে (ক্রিয়াবিশেষণ) হুঁশিয়ারির সঙ্গে (সাবধানে পূর্বে ছিল এই স্থানে বীরসিংহ-ভারতচন্দ্র রায়গুণাকর)। সাবধানী (বিশেষণ) অতিশয় সতর্ক (ওরে সাবধানী পথিক-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স+ অবধান; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সাবন English definition [শাবোন্] (বিশেষ্য) অহোরাত্র; সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত ২৪ ঘন্টা সময়; ত্রিশ অহোরাত্রযুক্ত মাস। {(তৎসম বা সংস্কৃত) সবন+অ(অণ্)}
- Bengali Word সাবমেরিন English definition [সাব্মেরিন্] (বিশেষ্য) যুদ্ধে ব্যবহৃত ডুবোজাহাজ। {(ইংরেজি) submarine}
- Bengali Word সাবর্ণ English definition [শাবর্নো] (বিশেষ্য) সমান বর্ণবিশিষ্ট; দ্বিতীয় মনু। {(তৎসম বা সংস্কৃত) সবর্ণ+অ(অণ্)}
- Bengali Word সাবর্ণি English definition [শাবোর্নি] (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত সূর্যপত্নী সবর্ণার গর্ভজাত পুত্র; অষ্টম মনু। {(তৎসম বা সংস্কৃত) সবর্ণা+ই(ইঞ্)}
- Bengali Word সাবল English definition [শাবোল্] (বিশেষ্য) মাটি খনন করার লৌহদণ্ডবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) সর্বলা>}
- Bengali Word সাবলীল English definition [শাবোলিল্] (বিশেষণ) ১ লীলাযুক্ত। ২ স্বচ্ছন্দ; সহজ ও অনায়াস (রচনার সাবলীল গতি)। সাবলীলতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) স+অব+লীলা}
- Bengali Word সাবহিত English definition [শাবোহিতো] (বিশেষণ) ১ জ্ঞাত (বিজয়গুপ্ত বলে গাইন হও সাবহিত-বিজয় গুপ্ত)। ২ (বিরল) সাবধান; হুঁশিয়ার (সাবহিত হওয়া)। {(তৎসম বা সংস্কৃত) স+অবহিত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সাবান English definition [শাবান্] (বিশেষ্য) সোডা, ক্ষার, চর্বি সহকারে প্রস্তুত ময়লা পরিস্কারক দ্রব্য। {(আরবি) সাবুন; (পর্তুগিজ) sabao}
- Bengali Word সাবালক, সাবালিগ English definition [শাবালোক্, শাবালিগ্] (বিশেষণ) প্রাপ্ত-বয়স্ক; সতর বৎসরের অধিক বয়সম্পন্ন (যখন দেখি কোন এক সাবালক মেয়ে অত্যল্পকালের নোটিশেই-রবীন্দ্রনাথ ঠাকুর)। নাবালক, নাবালিগ (বিপরীতার্থক শব্দ)। সাবালকি, সাবালকী (বিশেষণ) সক্ষমতা; উপযুক্ততা (সাবালকী করছে দাবী সব দুনিয়া দাঁড়িয়ে উঠে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) সা+ (আরবি) বালিগ}
- Bengali Word সাবাস English definition ⇒ শাবাশ