ল পৃষ্ঠা ৬
- Bengali Word লতি ২ English definition [লোতি] (বিশেষ্য) কচুর লতা যা সবজি হিসেবে খাওয়া যায়। {(তৎসম বা সংস্কৃত) লতা+ (বাংলা) ই}
- Bengali Word লতিকা English definition [লোতিকা] (বিশেষ্য) ১ ক্ষুদ্র লতা বা বল্লরি। ২ লতা (বেগুনী ফুলে ভরা লতিকা দুটি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) লতা+ (বাংলা) ইকা}
- Bengali Word লদপদ English definition [লদ্পদ্] (অব্যয়) লুটানো; শুয়ে পড়া (গাবিন গাই লদপদ করছে ক্লান্তির চোটে-শওকত ওসমান)। {অজ্ঞাতমূল}
- Bengali Word লন্ড্রি, লণ্ড্রী English definition [লোন্ড্রি] (বিশেষ্য) ধোপাখানা; যেখানে কাপড় ধুতে দেওয়া হয় (মুসলমানদের কিছু কিছু দর্জীর দোকান আর লন্ড্রীতে কাপড় ধেলাই করান-ওবায়েদুল হক)।{(ইংরেজি) laundry}
- Bengali Word লপটানো English definition [লপ্টানো] (ক্রিয়া) ১ জড়িত হওয়া। ২ জড়ানো; প্রসারিত করা (মাটিতে পড়িল পক্ষী কাতর হইয়া, ছিন্নপতাকার প্রায় ডানা লপটিয়া-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ ভাঁজ করা (বিছানাটা লপটে রাখা)। □ (বিশেষ্য) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) লিপ্ত>=লপ্ত>+ (বাংলা) আনো; (তুলনীয়) (হিন্দি) লপ্টনা}
- Bengali Word লপটালপটি, লপটালপটী English definition [লপ্টালোপ্টি] (বিশেষ্য) লটর-পটর; জড়াজড়ি (সদর রাস্তায় পড়ে এসব লপটালপটী কিসের-মুনীর চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) লিপ্ত>লপ+টা, অনু. লপটি}
- Bengali Word লপরচপর English definition [লপোর্চপোর্] (বিশেষ্য) ১ লেহনচর্বণের শব্দ। ২ ভূরিভোজন। (তুলনীয়) চর্ব্য-চোষ্য-লেহ্য-পেয়। {ধ্বন্যাত্মক}
- Bengali Word লপসি English definition [লোপ্শি] (বিশেষ্য) ১ ডাল ময়দা প্রভৃতির সিদ্ধ তরল মণ্ড। ২ দুগ্ধ বা দধি হতে তৈরি একপ্রকার ঘোল; লাসসি। ৩ জাউ-ভাত। ৪ জেলে কয়েদিকে প্রদত্ত ভাত-তরকারি দ্বারা প্রস্তুত নিকৃষ্ট খাদ্য। {(তৎসম বা সংস্কৃত) লপ্সিকা>}
- Bengali Word লপেটা English definition [লপেটা] (বিশেষ্য) নাগরা ও পাম্পশুর মাঝামাঝি আকারের শৌখিন পাদুকাবিশেষ (পায়েতে লপেটা শিরেতে তাজ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) লিপ্ত>(অর্থ মোড়া, আধা বাঁকানো}
- Bengali Word লপ্ত English definition [লপ্তো] (বিশেষ্য) একত্র বা একসঙ্গে অবস্থান; অবিচ্ছেদ্য-ভাবে স্থিতি (একলপ্তে ঘরগুলি রহিয়াছে)। {(তৎসম বা সংস্কৃত) লিপ্ত>}
- Bengali Word লপ্সিকা English definition [লোপ্শিকা] (বিশেষ্য) হালুয়া। {(তৎসম বা সংস্কৃত) লপ্সিকা}
- Bengali Word লফজ, লব্জ English definition [লপ্জো, লব্জো] (বিশেষ্য) শব্দ; কথা (মাওলানা সাহেব তার দু একটা লফজ ছাড়া আর কিছুই বুঝিলেন না-আবুল মনসুর আহমদ)। {(আরবি) লফ্জ}
- Bengali Word লব English definition [লব্] (বিশেষ্য) ১ (গণিত.) ভগ্নাংশের উপরের সংখ্যা; বিভাজ্য অঙ্ক; numerator। ২ অতি সূক্ষ্ম কালাংশ। ৩ অত্যল্প; অতি সামান্য; লেশ; কণা। ৪ রামের দ্বিতীয় পুত্র। ৫ লবঙ্গ। ৬ জায়ফল। {(তৎসম বা সংস্কৃত) √লূ+অ(অপ্)}
- Bengali Word লবঙ্গ, লঙ্গ, লঙ English definition [লবোঙ্গো, লঙ্গো, লঙ্] (বিশেষ্য) মসলারূপে ব্যবহৃত এক প্রকার শুষ্ক ফুল (লবঙ্গ গোলাপ চাম্পা সতবর্গ যুথী-সৈয়দ আলাওল)। লবঙ্গলতা, লবঙ্গলতিকা (বিশেষ্য) ১ এক প্রকার ফুল ও তার গাছ। ২ (আলঙ্কারিক) গুণান্বিতা কোমল-স্বভাবা রমণী। ৩ লবঙ্গবিদ্ধ ঘিয়ে ভাজা ময়দার মিষ্টান্নবিশেষ। ললিত-লতা (বিশেষ্য) সুন্দরী কোমলাঙ্গী রমণী (প্রেতিনীর অঙ্গঙঙ্গীকে মৃদুমন্দ মলয়মারুতে দোদুল্যমানা ললিতলবঙ্গলতার লাবণ্যলীলা অপেক্ষাও সুখকরী জ্ঞান করে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √লূ+অঙ্গ}
- Bengali Word লবডঙ্ক, লবডঙ্গ English definition [লবোডঙ্কো, লবোডঙ্গো] (বিশেষণ) ১ অনভিজ্ঞ; উপযুক্ত জ্ঞানের অভাব আছে এমন (ডিসপেনসারিতে বসে নতুন লবডঙ্গ ডাক্তার আমার দিকে চেয়ে ভাবে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২সাপের ফণার মতো বৃদ্ধাঙ্গুষ্ঠ দোলানো। {(তৎসম বা সংস্কৃত) নব(নতুন)+ডঙ্ক(হুল-ফণা)>}
- Bengali Word লবডঙ্কা, লবডঙ্গা English definition [লবোডঙ্কা, লবোডঙ্গা] (অব্যয়) ১ বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন। ২ ফাঁকি; শূন্য; কাঁচকলা দেখানো। {(তৎসম বা সংস্কৃত) নব(নতুন)+ডঙ্ক(হুল-ফণা)>+আ}
- Bengali Word লবণ English definition [লবোন্] (বিশেষ্য) ১ ক্ষারযুক্ত দ্রব্য। ২ নুন; salt (অগ্নিদাহে গায়ে যেন লাগিল লবণ-সৈয়দ আলাওল)। ৩ ক্ষারযুক্ত রাসায়নিক বস্তু। ৪ ক্ষার। ৫ হিন্দু পুরাণোক্ত দৈত্যবিশেষ। ৬ ক্ষারযুক্ত; লবণাক্ত; লোনা (লবণজল)। লবণপোড়া (বিশেষণ) অত্যধিক লবণ দেওয়া হয়েছে এমন (লবণপোড়া ডাল)। লবণাক্ত (বিশেষণ) ১ লবণমিশ্রিত; লবণযুক্ত; ক্ষারযুক্ত। ২ লোনা। লবণাত্মক (বিশেষণ) লোনা; অত্যধিক লবণ মিশানো (পেয় নাই, নদীর জল অসহ্য লবণাত্মক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। লবণাম্বুধি (বিশেষ্য) লবণমিশ্রিত সমুদ্র; লোনা জলযুক্ত সাগর। লবণাম্বুরাশি (বিশেষ্য) লবণমিশ্রিত জলরাশি; সমুদ্র। লবণিমা (বিশেষ্য) লবণের পরিমাণবোধ (রন্ধন শিল্পে লবণিমা ও লাবণ্যের যোজনা একটা বড় রকম ওস্তাদি, সেখানে বেশী লবণ কম লবণ দুয়েতেই বিপদ আছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। লবণিয়া (বিশেষ্য) ১ লবণ ব্যবসায়ী। ২ লবণ প্রস্তুতকারক; লুনিয়া; নুনিয়া। {(তৎসম বা সংস্কৃত) √লূ+অন(ল্যু)}
- Bengali Word লবনচুষ English definition ⇒ লজঞ্জুস
- Bengali Word লবি English definition [লোবি] (বিশেষ্য) ১ প্রবেশ পথ সংলগ্ন হল (হোটেলের লবি); করিডর। ২ পার্লামেন্ট ভবনের মূল অংশের বাইরের হল যেখানে বিভিন্ন জন সদস্যদের সঙ্গে দেখা করেন। ৩ কোনো বিল পাশ করা বা বিরোধিতা জন্য সদস্যদের কাছে তদবিরকারী দল। লবিং (ক্রিয়া) সদস্য বা গুরুত্বপূর্ন ব্যক্তিকে প্রভাবান্বিত করা। {(ইংরেজি) lobby}
- Bengali Word লবেজান English definition [লবেজান্] (বিশেষণ) ১ ওষ্ঠাগত প্রাণ; পর্যুদস্ত; হয়রান; পেরেশান (রীফ তুরস্ক আরব মিশর পারস্য আফগান সিংহমামার হাতে হইতেছে চিরদিন লবেজান-গোলাম মোস্তফা)। ২ অতিশয় অস্থির বা উৎকণ্ঠিত (বিবিজান চলে যান লবেজান করে-ঈশ্বর গুপ্ত)। {(ফারসি) লবই জান}