ল পৃষ্ঠা ৫
- Bengali Word লট (মধ্যযুগীয় বাংলা) English definition [লট্] (বিশেষ্য) রক্ত (ললিতলটলিহী-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) রক্ত> (প্রাকৃত)রত্ত>লট্ট>}
- Bengali Word লটক English definition [লটোক্] (বিশেষণ) চপল; অস্থির; চঞ্চল (লটক-ঝটক চাল)। □ (বিশেষ্য) অসাধু ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) √নট্>}
- Bengali Word লটকা English definition [লট্কা] (ক্রিয়া) ঝোলা; ঝুলে থাকা; ঝুলানো; ঝুলিয়ে রাকা (লটকা টেরি কাটা চুল-গুণময় মান্না)। {(তৎসম বা সংস্কৃত) √নট্>লটক+ (বাংলা) আ}
- Bengali Word লটকান ১, নটকান English definition [লট্কান্, নট্কান্] (বিশেষ্য) ১ লালাভ সবুজ ফলযুক্ত গাছবিশেষ। ২ উক্ত গাছের ফল ও বীজ-এর বীজ পানিতে গুলিয়ে কাপড় লাল রং করা হয় (লটকান রঙ সাড়ী পরে কে বালিকা-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) Latakia(?), তুরস্কের তামাকজাতীয় গাছ}
- Bengali Word লটকানো, লটকান ২ English definition [লট্কানো] (ক্রিয়া) ঝুলানো; টাঙানো; ঝুলিয়ে রাখা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {লটকা+আনো}
- Bengali Word লটখট, লটখটী English definition [লট্খট্, লট্খোটি] (বিশেষ্য) ১ ঝঞ্ঝাট; বিঘ্ন; উৎপাত। ২ ক্ষুদ্র বা তুচ্ছ বিষয় নিয়ে উপদ্রব; গোলমাল। {নটখট>}
- Bengali Word লটপট, লটরপটর English definition [লট্পট্, লটর্পটর্] (অব্যয়) ভূলুণ্ঠিত হওয়ার ও দোলার ভাব (লটপট করে বাঘছাল-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) শ্লথভাবে দুলছে এমন (এমনি বেকায়দার লটপট করে উড়ে আসছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। লটপটে (বিশেষণ) লটপট করছে এমন। দোদুল্যমান। লটপটি (বিশেষ্য) মুরগির গলা ইত্যাদির তরকারি। লটাপট (বিশেষণ) (পদ্যে ব্যবহৃত) লটপট করছে এমন (লটাপট জটাজূট-ভারতচন্দ্র রায়গুণাকর)। {লড়>লট+অনু. পট; (তুলনীয়) (হিন্দি) লৌটপৌট}
- Bengali Word লটবহর English definition [লট্বহোর্] (বিশেষ্য) সঙ্গের বহু জিনিসপত্র (কিহে, অনেক লটবহর দেখছি যে-শেখ ফজলল করিম)। {(ইংরেজি) lot+ (আরবি) বহর}
- Bengali Word লটরচটর English definition [লটোর্চটোর্] (বিশেষ্য) আপাত ব্যস্ততার ভাব (আবদুল্লা রটরচটর করত, অর্থাৎ অচেনা খদ্দের ঢুকলে তার সামনে ব্যস্ত সমস্ততার ভান করত-সৈয়দ মুজতবা আলী)। {(তুলনীয়) লটপট}
- Bengali Word লটরপটর English definition ⇒ লটপট
- Bengali Word লটা English definition [লটা] (বিশেষ্য) ১ চূর্ণ কুন্তল। ২ কুসুম ফুল। ৩ নাটাকরঞ্জ। ৪ চটক পক্ষী। ৫ কামুকী। লট, লট্ট (পুংলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) লট্ব>}
- Bengali Word লটারি English definition [লটারি] (বিশেষ্য) ১ সুরতি খেলা; ভাগ্যপরীক্ষা করার খেলা। ২ অদৃষ্ট পরীক্ষা। {(ইংরেজি) lottery}
- Bengali Word লটুয়া English definition [লোটুয়া] (বিশেষণ) লম্পট; কামুক। {(তৎসম বা সংস্কৃত) লম্পট>লট+উয়া}
- Bengali Word লড্ডু, লড্ডুক English definition [লোড্ডু, লোড্ডুক্] (বিশেষ্য) লাড়ু; নাড়ু। {(তৎসম বা সংস্কৃত) লড্ডু}
- Bengali Word লণ্ঠন English definition ⇒ লণ্ঠন
- Bengali Word লণ্ঠন, লণ্ঠন English definition [লন্ঠন্] (বিশেষ্য) কাচের আবরণযুক্ত হাতে বহনযোগ্য প্রদীপবিশেষ; এক প্রকার নিরাপদ আলো। {(ইংরেজি) lantern}
- Bengali Word লণ্ডভণ্ড English definition [লন্ডোভন্ডো] (অব্যয়) বিপর্যস্ত; তছনছ; উলট-পালট; ছারখার; ধ্বংস (কাগজগুলো এমন লণ্ডভণ্ড করার কি দরকার ছিল)। {(তৎসম বা সংস্কৃত) √লণ্ড্+অনু. ভণ্ড (যুদ্ধ)}
- Bengali Word লণ্ড্রী English definition ⇒ লন্ড্রি
- Bengali Word লতা English definition [লতা] (বিশেষ্য) ১ বীরুৎ শ্রেণির উদ্ভিদ-সাধারণত এগুলো তার আকর্ষী বা হালকা সরু কাণ্ড দিয়ে বৃক্ষাদি বা অন্য কোনো আশ্রয়কে জড়িয়ে ধরে থাকে; বল্লরি; ব্রততী; বল্লি। ২ যা লতার মতো দেখতে (বিদ্যুল্লতা, দেহলতা, বাহুলতা)। ৩ ক্রমিক বর্ণনা (বংশলতা)। ৪ নারী; তন্বঙ্গী; কৃষ্ণাঙ্গী। ৫ সাপ। লতাকাটি (বিশেষ্য) শুকনা লতাপাতা (তাহাই পোড়াইয়া খাইবার যোগাড়ে শুকনো লতা-কাটি কুড়াইতেছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। লতা পল্লব দ্বারা মণ্ডিত মণ্ডপ বা ঘর। লতাবিতান (বিশেষ্য) লতা পল্লব দ্বারা মণ্ডিত মণ্ডপ বা ঘর। রতানো (ক্রিয়া) লতার মতো বিস্তৃত হওয়া। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। লতাইয়া পড়া (প্রাচীন প্রয়োগ), নেতিয়ে পড়া (ক্রিয়া) অবসন্ন হয়ে বসে শুয়ে পড়া। লতাইয়া যাওয়া (প্রাচীন প্রয়োগ), নেতিয়ে যাওয়া (ক্রিয়া) লতার মতো মাটির উপর দিয়ে বিস্তৃত হওয়া। লতানিয়া (প্রাপ্র), লতানে (বিশেষণ) ১ লতার মতো। ২ লতার মতো বিস্তৃত বা বিস্তারশীল। লতায়িত (বিশেষণ) লতার মতো বিস্তৃত। {(তৎসম বা সংস্কৃত) √লত্+অ(অচ্)+আ(টাপ্)}
- Bengali Word লতি ১ English definition [লোতি] (বিশেষ্য) কানের নিচের নরম মাংস; কানের লতি। {(তৎসম বা সংস্কৃত) লতা+ (বাংলা) ই}