ল পৃষ্ঠা ৪
- Bengali Word লঘ্ঘি English definition ⇒ লঘি
- Bengali Word লঙ্কা ১, লংকা ১ English definition [লঙ্কা] (বিশেষ্য) মসলারূপে ব্যবহৃত ঝাল ফলবিশেষ; মরিচ; মরিচ গাছ (কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা)। লঙ্কাফোড়ন (বিশেষ্য) গরম পাত্রে তেলে লঙ্কা ভাজা (হিন্দুস্থান হৌসে লঙ্কা-ফোঁড়ন চড়লে তার চতুর্দিকে সিকি মাইল জুড়ে হাঁচি-কাশি ঘন্টাখানেক ধরে চলত-সৈয়দ মুজতবা আলী)। লঙ্কাবাটা (বিশেষ্য) পানির সঙ্গে পিষ্ট লঙ্কা; পানিসহযোগে যে লঙ্কা পেষণ করা হয়েছে। {(তৎসম বা সংস্কৃত) √রম্+ক+আ(টাপ্), সম্ভবত লঙ্কাদ্বীপ থেকে আগত}
- Bengali Word লঙ্কা ২, লংকা ২ English definition [লঙ্কা] (বিশেষ্য) ১ বর্তমান শ্রীলঙ্কা। ২ সংস্কৃত মহাকাব্য রামায়ণে উক্ত দ্বীপ; রাক্ষসরাজ রাবণের রাজ্য। লঙ্কাকাণ্ড (বিশেষ্য) ১ রামায়ণোক্ত লঙ্কারাজ রাবণ ও তাঁর আত্মীয়দের যুদ্ধে নিধনপর্ব। ২ (আলঙ্কারিক) হুলুস্থূল; সাংঘাতিক ঝগড়াঝাটি। লঙ্কাদাহন (বিশেষ্য) হনুমান কর্তৃক লঙ্কাপুরীকে অগ্নিসংযোগে দগ্ধকরণ। লঙ্কাদাহী(-হিন্) (বিশেষ্য) লঙ্কা দগ্ধকারী; হনুমান। লঙ্কাধিপতি, লঙ্কেশ (বিশেষ্য) লঙ্গারাজ রাবণ। লঙ্কাফেরত (বিশেষ্য) ১ হনুমান। ২ (ব্যঙ্গার্থ) বাঁদর। শ্রীলঙ্কা (বিশেষ্য) দ্বীপ-রাষ্ট্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √রম্+ক+আ(টাপ্)}
- Bengali Word লঙ্গ ১ English definition ⇒ লবঙ্গ
- Bengali Word লঙ্গ ২, লঙ English definition [লঙ্গ্, লঙ্] (বিশেষ্য) ১ খঞ্জতা (তৈমুর লঙ্গ বা লঙ)। ২ উপপতি; লাঙ; নাং। লঙ্গড় (বিশেষণ) খঞ্জ; খোঁড়া। {(ফারসি) লঙ্গ}
- Bengali Word লঙ্গর, লঙ্গর English definition [লঙ্গোর্, লঙ্গর্] (বিশেষ্য) ১ নোঙর; লৌহ অঙ্কুশযুক্ত কাছি বা শিকল যা পানির নিচে ফেলে নৌকা বা জাহাজের গতি রোধ করা হয়। ২ বিনামূল্যে খাদ্য বিতরণ স্থান। {(ফারসি) লঙ্গর}
- Bengali Word লঙ্গরখানা, লঙগরখানা English definition [লঙ্গর্খানা] (বিশেষ্য) ১ অন্নসত্র; গরিব লোকদের যেখানে বিনামূল্যে খাদ্য পরিবেশন করা হয় (এই মহানুভব শাসকের লংগরখানা থেকে...খাদ্য পেতেন-মুঃ আবদুর রাজ্জাক)। ২ সাধারণের রান্নাঘর; gruel kitchen। {(ফারসি) লঙ্গরখানা}
- Bengali Word লঙ্ঘন English definition [লঙ্ঘোন্] (বিশেষ্য) ১ উপবাস। ২ রম্ফন; ডিঙানো। ৩ অতিক্রমণ। ৪ পালন না করা; অবাধ্য হওয়া। ৫ অবহেলা; অগ্রাহ্য বা অবজ্ঞাকরণ (সতাই বচনে ঘট করিলে লঙ্ঘন-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। লঙ্ঘনীয় (বিশেষণ) লঙ্ঘনযোগ্য; অতিক্রমণীয়। লঙ্ঘিত (বিশেষণ) লঙ্ঘন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √লঙ্ঘ্+অন(ল্যুট্)}
- Bengali Word লঙ্ঘা English definition [লঙ্ঘা] (ক্রিয়া) লঙ্ঘন বা অতিক্রম করা; পার হওয়া। {(তৎসম বা সংস্কৃত) √লন্ঘ্+ (বাংলা) আ}
- Bengali Word লচপচ English definition [লচ্পচ্] (অব্যয়) ভেঙে পড়ার ভঙ্গি; দোদুল গমনের ভাব। {ধ্বন্যাত্মক}
- Bengali Word লছমী, লছিমী (ব্রজবুলি) English definition [লোছ্মি, লোছিমি] (বিশেষ্য) লক্ষ্মী (দিনের পর দিন গেল, উগরানো চাঁদের ‘লছমী’ আর ফিরিল না-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) লক্ষ্মী>}
- Bengali Word লজঞ্চুস, লজেঞ্চুস, লজেন্স, লবনচুষ English definition [লজোন্চুশ্, লজেন্চুশ্, লজেন্স্, লবোন্চুশ্] (বিশেষ্য) ১ শর্করাদি দ্বারা প্রস্তুত চুষে খাওয়ার যোগ্য শিশু প্রিয় মিঠাই (তোর জন্য আজ লজেঞ্চুস কিনে রেখেছিলুম-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) lozenges}
- Bengali Word লজিং English definition [লোজিঙ্] (বিশেষ্য) ১ হোটেল ইত্যাদিতে থাকার জায়গা। ২ জায়গির থাকার ব্যবস্থা (তুমি কি লজিং থাকো?)। {(ইংরেজি) lodging}
- Bengali Word লজিক English definition [লোজিক্] (বিশেষ্য) তর্কবিজ্ঞান; যুক্তিবিদ্যা (ইতিহাসের পর লজিকের ঘন্টা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) logic}
- Bengali Word লজিজ English definition [লোজিজ্] (বিশেষণ) সুস্বাদু; মুখরোচক (নানা প্রকার চর্ব্য, চুষ্য, লেহ্য, পেয় প্রভৃতি লজিজ ও নফিস খানা ভোজন করাইলেন-ইসমাইল হোসেন শিরাজী)। {(আরবি) লযীজ}
- Bengali Word লজ্জত English definition [লজ্জত্] (বিশেষ্য) ১ স্বাদ; মজা; রুচি (রুগ্ন ব্যক্তির খাওয়ার জিনিসে লজ্জত থাকে না)। ২ আনন্দ; সুখ। ৩ প্রকাশ। ৪ ব্রীড়াযুক্ত মুখ; মুখমণ্ডল (লক্ষ্মীর লজ্জত-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) লজ্জত}
- Bengali Word লজ্জমান English definition [লজ্জোমান্] (বিশেষণ) ১ লজ্জা বোধ করছে এমন; লজ্জাশীল; লাজুক। লজ্জমানা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ল্স্জ্+মান(শানচ্)}
- Bengali Word লজ্জা English definition [লজ্জা] (বিশেষ্য) ১ শরম; ব্রীড়া; হ্রী। ২ লাজুকতা্ ৩ গোপনীয় বিষয়; জানাজানির ভয়ে সঙ্কোচ; কৃত অন্যায় প্রকাশিত হওয়ার ভয়ে কুণ্ঠা। লজ্জাকর, লজ্জাজনক (বিশেষণ) লজ্জার হেতুস্বরূপ; যাতে লজ্জা পেতে হয়; ব্রীড়াজনক। লজ্জাবতী লতা (বিশেষ্য) ১ স্পর্শকাতর লতাবিশেষ; একজাতীয় লতা যার পাতা স্পর্শ করলেই সঙ্কুচিত হয় (এ যে আমার লজ্জাবতী লতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। লজ্জাবনত (বিশেষণ) কুণ্ঠা বা সঙ্কোচের জন্য যে মুখ তুলতে পারে না। লজ্জাবান, লজ্জাশীল (বিশেষণ) লাজুক। লজ্জাবতী, লজ্জাশীল (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। রজ্জাবত্তা, লজ্জাশীলতা বি। লজ্জারুণ (বিশেষণ) লজ্জায় রক্তিম (সুভদ্রার লজ্জারুন কুসুম কপোল-রবীন্দ্রনাথ ঠাকুর)। লজ্জালু (বিশেষণ) লজ্জাশীল; লাজুক; লজ্জাযুক্ত (সুভদ্রা লজ্জালু চোখে হেসে উঠলো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। লজ্জাহীন, লজ্জাশূন্য (বিশেষণ) লজ্জা নেই এমন; বেহায়া; নির্লজ্জ। লজ্জাহীনা, লজ্জাশূন্যা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। লজ্জাহীনতা, লজ্জাশূন্যতা বি। লজ্জিত (বিশেষণ) লজ্জাযুক্ত; লজ্জাপ্রাপ্ত। লজ্জিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √লস্জ্+অ+আ(টাপ্)}
- Bengali Word লজ্ঝড়, লজ্ঝর, লঝ্ঝড়, লঝ্ঝর English definition [লজ্ঝড়্, লজ্ঝর, লঝ্ঝড়, লঝ্ঝর] (বিশেষণ) ১ কর্মকুণ্ঠ; অলস; অপদার্থ; অকেজো (মাহবুবকে বই পড়িয়ে পড়িয়ে ভাবিজী একদম লজ্ঝর করে তুললেন-কাজী নজরুল ইসলাম)। ২ গোলমেলে; বাজে; খেলো; অসার (লজ্ঝড় কাজ)। ৩ নড়বড়ে; জীর্ণ; লক্কড় (এমন লজঝড়ে বাস-শওকত ওসমানকত ওসমান; পচা, লজঝর এক বাসায় তুলে-মবিনউদ্দীন আহমদ)। {(হিন্দি)}
- Bengali Word লঞ্চ English definition [লন্চ্] (বিশেষ্য) মোটর বা যন্ত্রচালিত ছোট জলযান; motor launch। {(ইংরেজি) launch}