ল পৃষ্ঠা ৩
- Bengali Word লগবগ English definition [লগ্বগ্] (অব্যয়) ১ ঋজু না থাকার ভাব প্রকাশক। ২ বেত বা কঞ্চির মতো লকলকে বা ছিপছিপে ভাব। লগবগে (বিশেষণ) লগবগ করে এমন; দৃঢ় নয় এমন। {(তুলনীয়) (ধ্বন্যাত্মক) লকলক}
- Bengali Word লগা English definition [লগা] (বিশেষ্য) বাঁশের দণ্ডবিশেষ (লগায় বাঁধা জাল হাতছানি দেয়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ আঁকাশি। {(তৎসম বা সংস্কৃত) লগ্ন>লগ্গ>}
- Bengali Word লগি, লগী English definition [লোগি] (বিশেষ্য) ১ বাঁশ ইত্যাদির সরু লম্বা দণ্ড যা দ্বারা নৌকা চালানো হয়। ২ সরু ছোট বংশদণ্ড যদ্দ্বারা অগভীর জলে নৌকা ঠেলে নিয়ে যাওয়া হয় (জলের ঢেউ বুঝেই হাল চালাতেন, লগী ধরতেন-মীর মশাররফ হোসেন)। ৩ ছোট বংশদণ্ড বা লগা। লগিঠেলা করা (ক্রিয়া) (আলঙ্কারিক) কষ্ট করে কোনো প্রকারে আগলে নিয়ে যাওয়া (লগিঠেলা করে সংসার চলে না)। {(তৎসম বা সংস্কৃত) লগ্ন> (বাংলা) ই}
- Bengali Word লগুড়, লগুর English definition [লোগুড়্, লোগুর্] (বিশেষ্য) ১ মোটা লাঠি; কোঁৎকা; স্থূল যষ্টি বা দণ্ড (যার হাতে তরবারি আছে, সে লগুড় ব্যবহার করে না-প্রমথ চৌধুরী)। ২ লৌহনির্মিত দণ্ডবৎ প্রাচীন যুদ্ধাস্ত্র। {√লগ্+উল>}
- Bengali Word লগে English definition [লগে] (ক্রিয়াবিশেষণ) সঙ্গে। লগে লগে-সঙ্গে সঙ্গে (সর্বদা লগে লগে থাকিস)। {(তৎসম বা সংস্কৃত) লগ্ন>}
- Bengali Word লগেজ English definition ⇒ লাগেজ
- Bengali Word লগ্ন ১, লগন English definition [লগ্নো, লগোন্] (বিশেষ্য) ১ (জ্যোতিষ শাস্ত্র) রাশির উদয়কাল। ২ (জ্যোতিষ শাস্ত্র) সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে সংক্রমণের মুহূর্ত। ৩ (হিন্দু বিশ্বাসে) উপযুক্ত বা শুভ সময় (রাত্রি দশটার লগ্ন বাদ যাইবে না-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। লগ্নপত্র (বিশেষ্য) জ্যোতিষশাস্ত্র অনুসারে স্থিরীকৃত বিবাহ-লগ্নকাল যে কাগজে লেখা হয়। লগ্নভ্রষ্ট (বিশেষণ) অতিক্রান্ত; শুভ সময় অতিবাহিত; উপযুক্ত সময়ে কার্যারম্ভে অক্ষম হওয়া। লগ্নাচার্য (বিশেষ্য) জ্যোতিষী। {(তৎসম বা সংস্কৃত) √লগ্+ত(ক্ত), লগ্ন>লগন (মধ্যস্বরাগমে)}
- Bengali Word লগ্ন ২ English definition [লগ্নো] (বিশেষণ) ১ সংযুক্ত; মিলিত; একত্রীকৃত (বক্ষলগ্ন)। ২ আসক্ত; একান্ত অনুরক্ত। লগ্না (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √লগ্+ত(ক্ত)}
- Bengali Word লগ্নক English definition ⇒ লগ্নকা
- Bengali Word লগ্নকা, লগ্নক English definition [লগ্নোকা, লগ্নক্] (বিশেষ্য) জামিন (বন-মৃগ যাহার লগ্নকা অরপিয়া যাই পুনি আইল ফিরিয়া-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) লগ্ন+কা, ক}
- Bengali Word লগ্নি, লগ্নী English definition [লোগ্নি] (বিশেষ্য) ১ সুদের টাকা খাটানো বা লাগানো (লগ্নি করা)। ২ তেজারতি; মহাজনি (পিসী সমস্ত টাকাই লগ্নী কারবারে লাগাইয়াছিলেন-ইসমাইল হোসেন শিরাজী)। □ (বিশেষণ) সুদে খাটানো হয়েছে এমন (লগ্নি টাকা)। {(হিন্দি) লাগানা>}
- Bengali Word লগ্গি English definition ⇒ লঘি
- Bengali Word লঘি, লঘ্বি, লঘ্ঘি, লগ্গি English definition [লোঘি, লোঘ্ঘি, লঘ্ঘি, লোগ্গি] (বিশেষ্য) নিজেকে স্বাভাবিকভাবে হালকা করা; প্রস্রাব করা (লঘি করিবার যথা নূরনবী যায় লঘির প্রকাশ কেহ তথা নাহি পায়-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) লঘু>}
- Bengali Word লঘিমা English definition [লোঘিমা] (বিশেষ্য) ১ লাঘব; লঘুতা। লঘুর ভাব। ২ হিন্দুমতে যোগলব্ধ যে শক্তি দ্বারা দেহকে ইচ্ছামতো লঘু করা যায়। ৩ অগৌরব। {(তৎসম বা সংস্কৃত) লগু+ইমন্(ইমনিচ্)}
- Bengali Word লঘিষ্ঠ English definition [লোঘিশ্ঠো] (বিশেষণ) ১ সবচেয়ে হালকা; অতিশয় লঘু। ২ সর্বাপেক্ষা ক্ষুদ্র (লঘিষ্ঠ সংখ্যা)। ৩ অতিক্ষুদ্র। ৪ সর্বনিম্ন। লঘিষ্ঠা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গুণিতক (সংক্ষেপে ল. সা. গু.) (বিশেষ্য) (গণিত.) দুই বা ততোধিক রাশি দ্বারা যে সর্বনিম্ন রাশি নিঃশেষে বিভাজ্য; L.C.M.। {(তৎসম বা সংস্কৃত) লঘু+ইষ্ঠ}
- Bengali Word লঘীয়ান English definition [লোঘিয়ান্] (বিশেষণ) ১ দুইয়ের মধ্যে যা বেশি লঘু বা ক্ষুদ্র। ২ অতিশয় হালকা; লঘুতর। ৩ অত্যন্ত ছোট; ক্ষুদ্রতর। লঘীয়সী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) লঘু+ঈয়স্, ১মা (একবচন)}
- Bengali Word লঘু English definition [লোঘু] (বিশেষণ) ১ ভারশূন্য; হালকা; অল্পভার ওজনযুক্ত (লঘুভার)। ২ অল্প পরিমিত; সহজে পরিপাক করা যায় এমন; সহজপাচ্য (লঘু ভোজন)। ৩ সামান্য; অত্যল্প; অল্প পরিমাণ (লঘু পাপ)। ৪ ক্ষুদ্র; হ্রস্ব; খর্ব; বামন (লঘুকায়)। ৫ গাম্ভীর্যশূন্য; চিন্তাহীন (জীবন আছিল লঘু প্রথম বয়সে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৬ চিন্তাশক্তিশূন্য (লঘু মস্তিষ্ক)। ৭ মৃদু অথচ দ্রুত ও স্বচ্ছন্দ (লঘু বাতাস, লঘু গতি)। ৮ সহজে বোঝা যায় এমন; সহজবোধ্য (লঘুপাঠ)। ৯ নীচ; হেয়; অবজ্ঞাত (এত লঘু হয় জীব কিসের কারণ-কাশীরাম দাস)। ১০ অসার। ১১ অপমানিত। ১২ সূক্ষ্ম; পুঙ্খানুপুঙ্খ; সংকীর্ণ। ১৩ তরল; দ্রব্য; গলিত; বিগলিত। ১৪ (ব্যাকরণ) হ্রস্ব মাত্রাবিশিষ্ট (লঘুস্বর)। লঘুতা, লঘুত্ব, লাঘব বি। লঘূ, লঘ্বী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। লঘুগামী (বিশেষণ) দ্রুত ও স্বচ্ছন্দে গমনশীল। লঘুগুরু (বিশেষণ) ছোট ও বড়। লঘুগুরু জ্ঞান, লঘুবোধ (বিশেষ্য) বয়সে বা সম্মানে ছোট বড়র মধ্যে পার্থক্য সম্বেন্ধে ধারণা; ঐরূপ পার্থক্য অনুসারে আচরণ। লঘুচিত্ত, লঘুচেতা (বিশেষণ) ১ সংকীর্নহৃদয়; নীচমনা (আমি তুমিতে পার্থক্য করে লঘুচিত্তের লোক-সৈয়দ মুজতবা আলী)। ২ ছ্যাবলা; গাম্ভীর্যশূন্য (বুঝিয়াছি, লঘুচেতাদিগের মনের বন্ধন চাই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। লঘুপাক (বিশেষণ) সহজে জীর্ন হয় এমন; সহজপাচ্য। লঘুহস্ত (বিশেষণ) শীঘ্রকারী; ক্ষিপ্রহস্ত। {(তৎসম বা সংস্কৃত) √লঙ্ঘ্+উ(কু)}
- Bengali Word লঘূকরণ English definition [লোঘুকরোন্] (বিশেষ্য) ১ এক ধরনের অঙ্ক; ভারী জিনিসকে হালকাকরণ। ২ জটিল বিষয়কে সরলীকরণ। ৩ (গণিত.) মিশ্র রাশিকে অমিশ্র এবং অমিশ্র রাশিকে মিশ্র রাশিতে পরিণতকরণ; reduction। লঘূবৃত (বিশেষণ) ১ লঘু করা হয়েছে এমন। ২ (গণিত.) লঘূকরণ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) লঘু+চ্বি+√কৃ+অন(ল্যুট্)}
- Bengali Word লঘ্বি English definition ⇒ লঘি
- Bengali Word লঘ্বী, লঘূ English definition [লোগ্ঘি, লোঘু] (বিশেষণ) ১ ছিপছিপে; তন্বী। ২ সুন্দরী; সুদর্শনা। {(তৎসম বা সংস্কৃত) লঘু+ঈ+উ(কু)}