ল পৃষ্ঠা ২
- Bengali Word লক্ষ ২, লক্ষ্য English definition [লোক্খো] (বিশেষ্য) নজর; দৃষ্টি; খেয়াল (লক্ষ করা, লক্ষ রাখা)। {(তৎসম বা সংস্কৃত) √লক্ষ্+অ(অচ্), √রক্ষ্+য(যৎ)}
- Bengali Word লক্ষ ৩ (মধ্যযুগীয় বাংলা) English definition [লোক্খো] (বিশেষ্য) লাক্ষা; গালা (লক্ষের কাঁচুলি)। {(তৎসম বা সংস্কৃত) লাক্ষা}
- Bengali Word লক্ষক English definition [লোক্খোক্] (বিশেষণ) লক্ষণা দ্বারা অর্থ প্রকাশক। {(তৎসম বা সংস্কৃত) √লক্ষ্+অক(ণ্বুল্)}
- Bengali Word লক্ষণ English definition [লোক্খোন্] (বিশেষ্য) ১ চিহ্ন (দারিদ্র্যের লক্ষণ)। ২ পরিচয় (মরত্ত্বের লক্ষণ)। ৩ নিদর্শন; অভিজ্ঞান (জ্ঞানের লক্ষণ)। ৪ আভাস; ইঙ্গিত; সূচনা (ঝড়ের বা ক্রোধের লক্ষণ)। {(তৎসম বা সংস্কৃত) √রক্ষ্+অন(ল্যুট্)}
- Bengali Word লক্ষণা English definition [লোক্খোনা] (বিশেষ্য) শব্দের যে বৃত্তিতে মুখ্য অর্থের সঙ্গে সম্বন্ধযুক্ত অন্য অর্থ বোঝায় (যথা : সারা শহর=শহরের সমস্ত লোক-এখানে আধার বলতে আধেয় বোঝাচ্ছে)। {(তৎসম বা সংস্কৃত) লক্ষণ+আ(টাপ্)}
- Bengali Word লক্ষনীয় English definition [লোক্খোনিয়ো] (বিশেষণ) লক্ষ করার যোগ্য; দর্শনীয়; দ্রষ্টব্য (ঢাকায় লালবাগের কেল্লার ধ্বংসাবশেষ বিশেষভাবে লক্ষণীয়)। □ (বিশেষ্য) অনুভবযোগ্য; অনুভবনীয়। {(তৎসম বা সংস্কৃত) √লক্ষ্+অনীয় (অনীয়র্)}
- Bengali Word লক্ষিএ (মধ্যযুগীয় বাংলা) English definition [লক্খিয়ো] (ক্রিয়া) দেখছি; লক্ষ করছি (স্বরূপে লক্ষি-এ বড়ায়ি-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √লক্ষ্>লক্ষ্যে>}
- Bengali Word লক্ষিত English definition [লোক্খিতো] (বিশেষণ) ১ দৃষ্ট; লক্ষ করা হয়েছে এমন। ২ উদ্দিষ্ট; লক্ষ্যীকৃত; অভীষ্ট। ৩ অনুভূত; উপলব্ধ; জ্ঞাত। ৪ লক্ষণাবৃত্তি দ্বারা অবগত (লক্ষ্মণ আর সীতাকে লক্ষিত না পারিয়া রোদন করিতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৫ নিশানা করা হয়েছে এমন। লক্ষিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) পরকীয়া নায়িকা। {(তৎসম বা সংস্কৃত) √রক্ষ্+ত(ক্ত)}
- Bengali Word লক্ষ্মণ English definition [লোক্খোঁন্] (বিশেষ্য) রামানুজ; রামায়ণোক্ত রামচন্দ্রের বৈমাত্রেয় ভ্রাতা; সুমিত্রাপুত্র। {(তৎসম বা সংস্কৃত) লক্ষ্মী+ন; √লক্ষ্+মন্(মনিন্)+অ(অৎ)}
- Bengali Word লক্ষ্মী English definition [লোক্খিঁ] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ হিন্দু পুরাণোক্ত বিষ্ণুপত্নী এবং ধন ঐশ্বর্য ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী। ২ কমলা; রমা; ইন্দ্রিরা; পদ্মা; পদ্মালয়া। ৩ সৌভাগ্য; শোভা; শ্রী; সৌন্দর্য্য। □ (বিশেষণ) শান্তস্বভাব; সুবোধ (লক্ষ্মী মেয়ে; লক্ষ্মী ছেলে)। শ্রীভ্রষ্ট। ২ দুর্ভাগ্যযুক্ত; হতভাগ্য। ৩ দুষ্ট; খারাপ। লক্ষ্মীজর্নাদন, লক্ষ্মীনারায়ণ (বিশেষ্য) ১ হিন্দু দেবদেবী লক্ষ্মী ও নারায়ণ। ২ নবমেঘকান্তি শালগ্রামবিশেষ। লক্ষ্মী পুষ্প (বিশেষ্য) পদ্মরাগ মণি। লক্ষ্মী পূর্ণিমা (বিশেষ্য) হিন্দুদের দুর্গাপূজার অব্যবহিত পরের পূর্ণিমা। লক্ষ্মীপেঁচা (বিশেষণ) দেখতে কুরূপ কিন্তু সুলক্ষণযুক্ত (আমার কাছে যার চেহারা টেকলো রূপে লক্ষ্মী তুমি তাকে বললে লক্ষ্মীপেঁচাটি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। লক্ষ্মীবান, লক্ষ্মীবন্ত, লক্ষ্মীমন্ত (বিশেষণ) সৌভাগ্যবান; সম্পদশালী। লক্ষ্মীবিলাস (বিশেষ্য) ১ কবিরাজি তেল। ২ জ্বরঘ্ন বটিকাবিশেষ। লক্ষ্মীভাণ্ডার (বিশেষ্য) যে ভাণ্ডার কখনো শূন্য হয় না; অফুরন্ত ভাণ্ডার। লক্ষ্মীমণি (বিশেষ্য) ছোট ছেলের প্রতি আদরজ্ঞাপক উক্তি (লক্ষ্মীমণি, একটু চুপ করো)। লক্ষ্মীশ্রী (বিশেষ্য) সৌভাগ্য বা সুখসম্পদজনিত শ্রী বা শোভা। লক্ষ্মীস্বরূপিণী (বিশেষণ) লক্ষ্মীদেবীর সকল গুণে গুণান্বিতা; রূপে-গুণে লক্ষ্মীতুল্যা। লক্ষ্মীর বাহন (বিশেষ্য) ১ পেঁচা; পেচক। ২ (আলঙ্কারিক) অত্যন্ত সম্পদশালী ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) √লক্ষ্+ঈ, ম্(মুট্) আগম}
- Bengali Word লক্ষ্য English definition [লোক্খো] (বিশেষ্য) ১ কামনার বিষয়; কাম্যবস্তু (জীবনে বড় হওয়াই তার লক্ষ্য)। ২ নজর; দৃষ্টি; মনোযোগ। ৩ উদ্দেশ্য। ৪ বেধ্য; তাক; নিশানা; টিপ; target। □ (বিশেষণ) ১ দর্শনযোগ্য; দ্রষ্টব্য; লক্ষণীয়। ২ অনুমেয়; অনুমানযোগ্য। ৩ লক্ষণাশক্তির দ্বারা জ্ঞাত। ৪ উদ্দিষ্ট। ৫ জ্ঞেয়; জ্ঞাতব্য। লক্ষ্যচ্যুত, লক্ষ্যভ্রষ্ট (বিশেষণ) ১ উদ্দেশ্য অনুসরণ করে চলতে পারেনি এমন; লক্ষ্যভ্রষ্ট; উদ্দেশ্যচ্যুত। ২ নিশানা ভেদ করতে পারেনি এমন। লক্ষ্যস্থল (বিশেষ্য) ১ অদ্দিষ্ট স্থান। ২ নিশানা। লক্ষ্যহীন (বিশেষণ) উদ্দেশ্যশূন্য। লক্ষ্যীকৃত (বিশেষণ) ১ লক্ষ্য করা হয়েছে এমন। ২ নিশানা ভেদ করেছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √লক্ষ্+য(যৎ)}
- Bengali Word লখ, লক, লখলাইন English definition [লখ্, লক্, লখ্লাইন্] (বিশেষ্য) মাঞ্জা দেওয়া রেশমের সুতা (একাকী বসিয়া ঘুড়ির লখ তৈরী করিতেছেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) নখ>, + (ইংরেজি) line}
- Bengali Word লখই (ব্রজবুলি) English definition [লখই] অ(তৎসম বা সংস্কৃত) (ক্রিয়া) লক্ষিতে; দেখতে (লখই না পারিয়ে-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √লক্ষ্>}
- Bengali Word লখা (পদ্যে ব্যবহৃত) English definition [লখা] (ক্রিয়া) ১ দর্শন করা; লক্ষ করা; দেখা। ২ চিনতে পারা। ৩ নিশানা করতে পারা। ৪ অনুমান করা; ভাবা (কবে শঙ্খ দেখি, হেন মনে লখি, উর্বশী আইলা আপনি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √লক্ষ্> (হিন্দি) লখ+ (বাংলা) আ}
- Bengali Word লখাই, লখিন্দর English definition [লখাই, লোক্খিন্দর্] (বিশেষ্য) ১ চাঁদ সদাগরের পুত্র; লক্ষ্মীন্দর; লক্ষ্মীন্দ্র। ২ মনসামঙ্গলে বেহুলার স্বামী। {(তৎসম বা সংস্কৃত) লক্ষ্মীন্দ্র>}
- Bengali Word লখিমী English definition [লখিমি] লক্ষ্মী (লখিমী চাহিতে দারিদ্র বেড়ল-জ্ঞানদাস)। {(তৎসম বা সংস্কৃত) লক্ষ্মী>}
- Bengali Word লগ (ব্রজবুলি) English definition [লগ] (বিশেষ্য) সঙ্গ; লাগ; স্পর্শ (লগ নাহি সরয়ে-বিদ্যাপতি)। লগে (ক্রিয়াবিশেষণ) সঙ্গে। লগে লগে (ক্রিয়াবিশেষণ) সঙ্গে সঙ্গে। {(তৎসম বা সংস্কৃত) লগ্ন>}
- Bengali Word লগন English definition ⇒ লগ্ন১
- Bengali Word লগনসা English definition [লগন্শা] (বিশেষ্য) লগ্নকাল। {(তৎসম বা সংস্কৃত) লগন-সময়>}
- Bengali Word লগবই English definition [লগ্বোই] (বিশেষ্য) গাড়ি ইত্যাদির দৈনিক চলাচল ও অন্যান্য তথ্য সংবলিত দলিলপত্র। {(ইংরেজি) log-book>}