ভ পৃষ্ঠা ২
- Bengali Word ভগন English definition [ভগন্] (বিশেষ্য) (জ্যামিতি) কোনো গ্রহ কর্তৃক মেষ প্রভৃতি দ্বাদশ রাশির চারদিকে একবার পরিভ্রমণ। {(তৎসম বা সংস্কৃত) ভ+গণ}
- Bengali Word ভগন্দর English definition [ভগন্দর্] (বিশেষ্য) মলদ্বারের বা গুহ্যদ্বারের নালি ঘা; fistula। {(তৎসম বা সংস্কৃত) ভগ+√দারি+অ(অচ্)}
- Bengali Word ভগবতী English definition ⇒ ভগবান
- Bengali Word ভগবদ্ভক্ত English definition [ভগবদ্ভক্তো] (বিশেষণ) ঈশ্বরের প্রতি ভক্তিমান। ২ ঈশ্বরের অনুরাগী। {(তৎসম বা সংস্কৃত) ভগবৎ+ভক্ত}
- Bengali Word ভগবদ্গীতা English definition [ভগবদ্গিতা] (বিশেষ্য) সংস্কৃত মহাকাব্য মহাভারতের অংশবিশেষ, যেখানে কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে অর্জুনের প্রতি কৃষ্ণের উপদেশাবলি বিবৃত হয়েছে; গীতা। {(তৎসম বা সংস্কৃত) ভগবৎ+গীতা}
- Bengali Word ভগবদ্দত্ত English definition [ভগবদ্দত্তো] (বিশেষণ) ১ ঈশ্বর প্রদত্ত। ২ ঐশ্বরিক। {(তৎসম বা সংস্কৃত) ভগবদ্+দত্ত}
- Bengali Word ভগবন English definition [ভগোবন্] (বিশেষ্য) হে প্রভু (সম্বোধনসূচক)। {(তৎসম বা সংস্কৃত) ভগ+বৎ(বতুপ্), সম্বোধনে}
- Bengali Word ভগবান English definition [ভগোবান্] (বিশেষ্য) ১ পরমেশ্বর। ২ ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, ও বৈরাগ্য-এ ছয়টি ভগ বা গুণ সম্পন্ন ব্যক্তি। □(বিশেষণ) মান্য; পূজ্য; দেবতুল্য। □ (বিশেষ্য) ষড়গুণের অধিকারী। ভগবতী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) ভগবৎ+১মা. একবচন}
- Bengali Word ভগবৎ English definition [ভগোবত্] (বিশেষ্য) ভগবান; ঈশ্বর। {(তৎসম বা সংস্কৃত) ভগ+বৎ(বতুপ্)}
- Bengali Word ভগিনী, ভগ্নি, ভগ্নী English definition [ভোগিনি, ভোগ্নি, ভোগ্নী] (বিশেষ্য) সহোদরা বোন। ভগিনীপতি (বিশেষ্য) ভগিনীর স্বামী। {(তৎসম বা সংস্কৃত) ভগ+ইন্(ইনি)+ঈ(ঙীপ্)=ভগিনী>ভগ্নি}
- Bengali Word ভগীরথ English definition [ভোগিরথ্] (বিশেষ্য) সূর্যবংশীয় নৃপতি, যিনি লঙ্কাকে এনে সগর বংশ উদ্ধার করেন বলে মহাভারতে বলা হয়েছে। ভগীরথী (বিশেষ্য) গঙ্গা নদীর অপর নাম। {(তৎসম বা সংস্কৃত) ভগীরথ}
- Bengali Word ভগোল English definition [ভগোল্] (বিশেষ্য) রাশিচক্র। {(তৎসম বা সংস্কৃত) ভ+গোল}
- Bengali Word ভগ্ন English definition [ভগ্নো] (বিশেষণ) ১ ভাঙা। ২ ছিন্ন; খণ্ডিত; চূর্ণীকৃত। ৩ বিজিত; বিফলীকৃত। ৪ ক্ষান্ত; নিবৃত্ত। ৫ স্বাস্থ্যহীন। ৬ হতাশ। ভগ্নকন্ঠ (বিশেষণ) গলাভাঙা; বিকৃতস্বর। ভগ্নচিত্ত (বিশেষণ) ভগ্নহৃদয়; নিরাশ; দুঃখে অবসন্ন। ভগ্নদর্প (বিশেষণ) হতগর্ব; দর্প চূর্ণ হয়েছে এমন। ভগ্নদূত (বিশেষ্য) যে দূত যুদ্ধে পরাজয়ের সংবাদ আনে; ভগ্নপাইক (ভগ্নদূত কহে গিয়া রাজা লঙ্কেশ্বরে-কৃত্তি)। ভগ্নদেহ (বিশেষণ) স্বাস্থ্যহীন। ভগ্নপাইক ভগ্নদূত (ভগ্নপাইক করে গিয়া নৃপে নিবেদন-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ভগ্নপ্রায় (বিশেষণ) প্রায় ভেঙে গেছে এমন। ভগ্নশ্রী (বিশেষণ) হতশ্রী; নষ্টশ্রী। ভগ্নস্তূপ (বিশেষ্য) স্তুপাকার ধ্বংসাবশেষ। ভগ্নহৃদয় (বিশেষণ) হতাশ; মনমরা; নিরুদ্যম। ভগ্নাংশ (বিশেষ্য) ১ ভাঙা জিনিসের খণ্ড। ২ (গণিত.) পাটিগণিতের অঙ্কবিশেষ; একের অংশ বিষয়ক অঙ্ক; fraction। ভগ্নাঙ্ক (বিশেষ্য) একের অংশঘটিত অঙ্ক; ভগ্নাংশ। ভগ্নাবশেষ (বিশেষ্য) যে কোনো জিনিসের ভেঙে যাওয়া বা ধ্বংসের পরে যা পড়ে থাকে। □(বিশেষণ) ভগ্নাবশিষ্ট। ভগ্নাবস্থা (বিশেষ্য) জীর্ণ অবস্থা; ধ্বংসপ্রাপ্ত দশা। □(বিশেষণ) জীর্ণ; ভগ্নদশা-প্রাপ্ত। ভগ্নোদ্যম (বিশেষণ) উদ্যম ব্যর্থ হয়েছে এমন; হতাশ; ভগ্নোৎসাহ। {(তৎসম বা সংস্কৃত) √ভন্জ্+ত(ক্ত)}
- Bengali Word ভগ্নি, ভগ্নী English definition ⇒ ভগিনী
- Bengali Word ভঙ্গ English definition [ভঙ্গো] (বিশেষ্য) ১ ভাঙা; ভাঙন। ২ পরাজয়। ৩ সমাপ্তি; শেষ (সভা ভঙ্গ)। ৪ বিভাগ; বিদারণ (বঙ্গভঙ্গ)। ৫ ঢেউ; তরঙ্গ (পর্বতপ্রমাণ ভঙ্গ বহিনু পরাণ করি হাতে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৬ ভঙ্গি (গতিহীন সোজা দাঁড়িয়ে গতি দেয় artist ভঙ্গি বা ভঙ্গ দিয়ে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৭ বাধা; প্রতিবন্ধক। ৮ রচনা। ৯ বিফলতা। ১০ হানি; নাশ (স্বাস্থ্যভঙ্গ)। ভঙ্গকুলীন (বিশেষ্য) যে-কুলীন বংশে কৌলিন্য প্রথা ভঙ্গ করা হয়েছে। ভঙ্গপয়ার (বিশেষ্য) পয়ার ছন্দের প্রকারভেদ; চার চরণের পয়ারবিশেষ। ভঙ্গপ্রবণ (বিশেষণ) সহজে ভেঙ্গে যায় এমন; ভঙ্গুর; পলকা; ঠুনকো; brittle। {(তৎসম বা সংস্কৃত) √ভন্জ্+অ(ঘঞ্)}
- Bengali Word ভঙ্গা English definition [ভঙ্গা] (বিশেষ্য) ভাঙ; সিদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) ভঙ্গ+আ(টাপ্)}
- Bengali Word ভঙ্গি, ভঙ্গী English definition [ভোঙ্গি] (বিশেষ্য) ১ ঢঙ্গ; ধরণ; রকম; ভাব; ভাঁজ; তরঙ্গ; ঢেউ (ভাবভঙ্গি দেখে পায় হাসি-রবীন্দ্রনাথ ঠাকুর))। ২ কুটিলতা; কুঞ্চন (মুখভঙ্গি)। ৩ অঙ্গভঙ্গি। ৪ রঙ্গ; কৌতুক। ভঙ্গিমা (বিশেষ্য) ভঙ্গি; ধরন। ভঙ্গিমান (বিশেষণ) ১ সৌন্দর্যময়। ২ ঢেউ-খেলানো; তরঙ্গিত। ভঙ্গিয়ান (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) পলায়নপর (পশ্চাৎ হইল যুদ্ধে ক্ষত্রি ভঙ্গিয়ান-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত) √ভন্জ্+ই(ইন্), ইন্(ইনি)}
- Bengali Word ভঙ্গিল English definition [ভোঙ্গিল্] (বিশেষণ) ১ ভঙ্গপ্রবণ। ২ ভাঁজবিশিষ্ট (ভঙ্গিল পর্বত)। {(তৎসম বা সংস্কৃত) ভঙ্গ+ইল(ইলচ্)}
- Bengali Word ভঙ্গুর English definition [ভোঙ্গুর্] (বিশেষণ) সহজেই ভেঙে যায় এমন; ঠুনকো; ক্ষণস্থায়ী; brittle (ভঙ্গুর জীবন)। ক্ষণভঙ্গুর (বিশেষণ) ক্ষণস্থায়ী; অচিরস্থায়ী (বালির প্রাসাদ ক্ষণভঙ্গুর)। {(তৎসম বা সংস্কৃত) √ভন্গ্+উর(ঘুরচ্)}
- Bengali Word ভঙ্গ্য English definition [ভঙ্গো] (বিশেষণ) ভাঙার যোগ্য বা উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) ভঙ্গ+য(যৎ)}