ভ পৃষ্ঠা ৫
- Bengali Word ভবী English definition [ভোবি] (বিশেষ্য) ১ যে জিদ ধরেছে; নাছোড়বান্দা (এত সহজে ভবী ভুলবার নয় মিষ্টি বের কর-নীলিমা ইব্রাহীম)। ২ হিন্দু দেবী ভবানী; দুর্গা (আমি ভবানী ভাবিয়া করিতে প্রণাম হেরি বাগদিনী ভবী গো-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+অ(অচ্)+ঈ(ঙীষ্)}
- Bengali Word ভব্য English definition [ভোব্বো] (বিশেষণ) ১ ভদ্র; শান্ত; মার্জিতরুচি (ভব্যজন নগরের শোভা-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ সাধু; সৎ। ৩ মঙ্গলজনক; কল্যাণকর। ভব্যা (স্ত্রীলিঙ্গ)। ভব্যতা (বিশেষ্য) ভদ্রতা; আদব; সভ্যতা (ভব্যতার গণ্ডি মাঝে শান্তি নাহি মানি-রবীন্দ্রনাথ ঠাকুর))। ভব্যিযুক্ত (কথ্য) (বিশেষণ) ভব্যতাবিশিষ্ট; শান্তশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+য(যৎ)}
- Bengali Word ভভম, ভভম্বম, ভভম্ভম English definition [ভভম্, ভভম্বম্, ভভম্ভম্] (অব্যয়) শিঙ্গা বাজার শব্দ (ভভম্ভম ভভম্বম শিঙ্গা ঘোর বাজে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ভমর English definition [ভমর্] (বিশেষ্য) ভ্রমর; মধুকর। ভমরী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) ভ্রমর>}
- Bengali Word ভম্পেয়ার, ভাম্পায়ার English definition [ভম্পেয়ার্, ভাম্পায়ার্] (বিশেষ্য) রক্তচোষা বাদুড়বিশেষ (একে একে রাজ্যগুলি গরাস করিয়া শেষে ভম্পেয়ার সম রক্ত খাইবেক-ইসমাইল হোসেন)। {(ইংরেজি) vampire}
- Bengali Word ভর English definition [ভর্] (বিশেষ্য) ১ ভার; চাপ। ২ অবলম্বন; নির্ভর (পরের সাহায্যে ভর করে তাকে চলতে হয়)। ৩ আবির্ভাব; অধিষ্ঠান (কবিরাজের ধারণা, মেয়েটার উপর জিনের ভর)। ৪ আধিক্য (মানভরে কথাই বলে না)। ৫ (পদার্থবিদ্যা) বস্তুমাত্রা। □(বিশেষণ) সকল; সমস্ত (ভর সংসার; দিনভর)। ২ ভরা; পূর্ণ; পরিপূর্ণ (ভরপেট, ভর-দুপুর)। ৩ পরিমিত; পরিমাণ (সের ভর)। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ+অ(অচ্)}
- Bengali Word ভরই English definition [ভরোই] (ব্রজবুলি) পূর্ণ করে (ক্ষণে ক্ষণে বসন ধূলি তনু ভরই-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ>(তৎসম বা সংস্কৃত) ভরতি>ভরই}
- Bengali Word ভরছন English definition [ভরছন] (বিশেষ্য) লাঞ্ছনা; ভর্ৎসনা (হয় গজের গরজন সোনার তরজন; পয়োধি ভরছন লাজে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) ভর্ৎসন>ভর্ছন>(স্বরাগমে)ভরছন}
- Bengali Word ভরণ English definition [ভরোন্] (বিশেষ্য) ১ পূরণ; পূর্বকরণ। ২ প্রতিপালন; খাদ্যাদি দান (ভরণ-পোষণ)। ৩ বেতন; মাইনা। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ+অন(ল্যুট্)}
- Bengali Word ভরণদান English definition ⇒ দান১
- Bengali Word ভরণী English definition [ভরোনি] (বিশেষ্য) (জ্যোবি) একটি নক্ষত্রের নাম। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ+অন(ল্যুট্)+ঈ(ঙীপ্)}
- Bengali Word ভরত ১ English definition [ভরোত্] (বিশেষ্য) ১ হিন্দুপুরাণ মতে কৈকেয়ীর পুত্র; রামচন্দ্রের বৈমাত্রেয় ভ্রাতা; ঋষিদেবের পুত্র; মহাযোগী জড়ভরত; শকুন্তলার পুত্র। ২ নাট্যশাস্ত্রকার মুনিবিশেষ। ৩ নাট্যশাস্ত্র। ৪ নট। ৫ তাঁতি। ৬ ব্যাধ; শিকারি। ৭ ভরতের বংশ। ভরতবচন, ভরতবাক্য (বিশেষ্য) নাটকের শেষে নটের মুখে শুভ কামনা; স্তব; স্তুতি (যাঁরা সমাজের সম্মুখে জীবনের শুধু নান্দী ও ভরতবচন পাঠ করেন-প্রমথ চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ+অত(অতচ্)}
- Bengali Word ভরত ২ English definition [ভরোত্] (বিশেষ্য) পাখিবিশেষ; ভারুই পাখি। {(তৎসম বা সংস্কৃত) ভরদ্বাজ>}
- Bengali Word ভরতা, ভর্তা English definition [ভর্তা] (বিশেষ্য) আলু, বেগুন, কচু ইত্যাদি সেঁকে বা পুড়িয়ে কিংবা সিদ্ধ করে তেল মশলাযোগে প্রস্তুত ব্যঞ্জনবিশেষ। {(তুলনীয়) (হিন্দি) ভরতা}
- Bengali Word ভরতি, ভর্তি English definition [ভোর্তি] (বিশেষ্য) ১ পূরণ। ২ ভরপুর; পরিপূর্ণ (ব্যাগ ভরতি হওয়া বা করা)। ৩ নিযুক্ত; বহাল (কাজে ভর্তি হওয়া)। ৪ অধ্যয়নার্থ প্রবিষ্ট; দাখিল (কলেজে ভর্তি হওয়া)। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ>(বাংলা) ভর+তি=ভরতি>ভর্তি}
- Bengali Word ভরদ্বাজ English definition [ভরোদ্দাজ্] (বিশেষ্য) ১ হিন্দু পুরোণোক্ত ঋষিবিশেষ; দ্রোণের পিতা। ২ এক জাতীয় পাখি; ভারুই পাখি। ৩ গোত্রবিশেষ। ৪ বাজপাখি। {(তৎসম বা সংস্কৃত) ভরদ্বাজ}
- Bengali Word ভরন English definition [ভরোন্] (বিশেষ্য) তামার দস্তা ও রাং- মিশ্রিত নিকৃষ্ট কাঁসা। {(তৎসম বা সংস্কৃত) বর্তক, (ইংরেজি bronze}
- Bengali Word ভরনা English definition [ভর্না] (বিশেষ্য) ১ ঠেস; ভর; ভার (মহাকাল নিয়ে এল অশ্রু ভরনা-মোহিতলাল মজুমদার)। ২ নির্ভর। ৩ ভার সইবার শক্তি। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ>(বাংলা) √ভর্+না}
- Bengali Word ভরন্ত English definition [ভরোন্তো] (বিশেষণ) ভরপুর; পূর্ণ (তার পৃষ্ঠে কুঁজ যেন ভরন্ত ডারবী-কৃত্তিবাস ওঝা)। {√ভর্+অন্ত}
- Bengali Word ভরপুর English definition [ভরপুর্] (বিশেষণ) পূর্ণ; পরিপূর্ণ (গন্ধে ভরপুর)। {ভরা+পুরা>}