ভ পৃষ্ঠা ৭
- Bengali Word ভর্ৎসক English definition ⇒ ভর্ৎসন
- Bengali Word ভর্ৎসন, ভর্ৎসনা English definition [ভর্ত্শোন্, ভর্ত্শোনা] (বিশেষ্য) ১ তিরস্কার। ২ নিন্দা। ৩ ধমক; তর্জন। ৪ আক্ষেপ; খেদ। ভর্ৎসক (বিশেষণ), (বিশেষ্য) তিরস্কারকর্তা; নিন্দক; ভর্ৎসনাকারী। {(তৎসম বা সংস্কৃত) ভর্ৎস্+অন(ল্যুট্), অন(যুচ্)+আ(টাপ্)}
- Bengali Word ভর্ৎসিত English definition [ভোর্ত্শিতো] (বিশেষণ) তিরস্কৃত; ভর্ৎসনাপ্রাপ্ত; ধমক দেওয়া হয়েছে এমন। ভর্ৎসিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ভর্ৎস্+ত(ক্ত)}
- Bengali Word ভর্ৎসিলা English definition [ভোর্ত্শিলা] (ক্রিয়া) তিরস্কার করল; ভর্ৎসনা করল (মনে হয় বিধি তোরে ভর্ৎসিলা কৌশলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) ভর্ৎস্>}
- Bengali Word ভল English definition (ব্রজবুলি) [ভল্] (বিশেষণ) ভালো (ভল তুঅ কলা-বিদ্যাপতি)। {ভাল>}
- Bengali Word ভলকা English definition [ভল্কা] (বিশেষ্য) হল্কা; বেগে উদ্গিরণ (ভলকা দিয়ে যেমন রেলের ইঞ্জিন ধুঁয়া ছাড়ে-সরদার জয়েনউদ্দীন)। {(আরবি) হল্ক>}
- Bengali Word ভলান্টিয়ার English definition [ভলান্টিয়ার্] (বিশেষ্য) স্বেচ্ছাসেবক; স্বেচ্ছায় ও বিনা পারিশ্রমিকে সেবামূলক বা সামরিক কাজে অংশগ্রহণকারী ব্যক্তি। {(ইংরেজি) volunteer}
- Bengali Word ভল্ল, ভল্লি, ভল্লম, বল্লম English definition [ভল্লো, ভোল্লি, ভল্লম্, বল্লম্] (বিশেষ্য) ১ বর্শাজাতীয় অস্ত্র (কার হস্তে ভল্লি, ভিন্দিপাল খড়্গ চর্ম-সৈয়দ আলাওল)। ২ ঘাতক। ৩ ভালুক। {(তৎসম বা সংস্কৃত) √ভল্ল্+অ(অচ্),>}
- Bengali Word ভল্লুক, ভল্লূক, ভাল্লুক, ভালুক English definition [ভোল্লুক্, ভোল্লুক্, ভাল্লুক্, ভালুক] (বিশেষ্য) অত্যন্ত শক্তিশালী লোমশ হিংস্র পশুবিশেষ; ঋক্ষ। ভল্লুকা, ভল্লুকী (স্ত্রীলিঙ্গ)। ভল্লুকজ্বর (বিশেষ্য) ক্ষণিক স্থায়ী কম্পজ্বর। {(তৎসম বা সংস্কৃত) √ভল্ল্+উক, ঊক}
- Bengali Word ভষল English definition [ভশল্] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) ভ্রমর (যবেঁ ভুখিল ভষলে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) ভ্রমর>(প্রাকৃত) ভসল>}
- Bengali Word ভস English definition [ভশ্] (অব্যয়) বালু বা মৃত্তিকাদির শিথিল হয়ে ধসে পড়ার ভাব বা শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ভসকা, ভস্কা, ভ্যাসকা, ভেসকা English definition [ভশ্কা, ভশ্কা, ভ্যাশ্কা, ভ্যাশ্কা] (বিশেষণ) ১ পানসে; জলবৎ। ২ শিথিল; আলগা; আঁট নেই এরূপ। {(তৎসম বা সংস্কৃত) ভস্ম>(ভস্মতুল্য)}
- Bengali Word ভসভস English definition [ভশ্ভশ্] (অব্যয়) ক্রমাগত বায়ু নিঃসরণের শব্দসূচক। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ভসম English definition ⇒ ভস্ম
- Bengali Word ভস্ত্রা English definition [ভস্ত্রা] (বিশেষ্য) ১ জাঁতা (কামারের); হাপর। ২ মশক; ভিস্তি। {(তৎসম বা সংস্কৃত) √ভস্+ত্র+আ}
- Bengali Word ভস্ম(-স্নান্), ভসম (মধ্যযুগীয় বাংলা) English definition [ভশ্শোঁ, ভশম্] (বিশেষ্য) ছাই। ভস্মক (বিশেষ্য) ১ রোগবিশেষ। ২ রৌপ্য। ৩ সুবর্ণ। ভস্মসাৎ (অব্যয়) ভস্মীভূত; ছাই হয়ে যাওয়া (মানুষে যা আত্মসাৎ করতে পারে না তাই ভস্মসাৎ করতে চায়-প্রমথ চৌধুরী)। ভস্মস্তুপ (বিশেষ্য) ছাইয়ের গাদা। ভস্মচ্ছন্ন, ভস্মাচ্ছাদিত, ভস্মাবৃত (বিশেষণ) ছাইকাটা। ভস্মাধার (বিশেষ্য) ছাই রাখার পাত্র; ashtray। ভস্মান্ত (বিশেষণ) ছাইয়ে পরিণত। ভস্মাবশেষ (বিশেষ্য) দগ্ধ পদার্থের যা পড়ে থাকে। ভস্মিত, ভস্মীভূত (বিশেষণ) ১ ভস্মে পরিণত; ছাইয়ে পরিণত। ২ বিনষ্ট; সম্পূর্ণ বিনাশিত। ভস্মীকরণ (বিশেষ্য) ভস্মে পরিণতকরণ। ভস্মীকৃত (বিশেষণ) ভস্ম করা হয়েছে এমন; ছাইয়ে পরিণত করা হয়েছে এমন। ভস্মে ঘি ঢালা- নিরর্থক চেষ্টা। {(তৎসম বা সংস্কৃত) √ভস্+মন্(মনিন্)}
- Bengali Word ভা English definition [ভা] (বিশেষ্য) ১ জ্যোতি; দীপ্তি; প্রভা; উজ্জ্বলতা। ২ আলোক; আলো। ৩ কিরণ; রশ্মি। {(তৎসম বা সংস্কৃত) √ভা+অ(অঙ্)+আ(টাপ্)}
- Bengali Word ভাঁউরি, ভাঁওরি English definition (মধ্যযুগীয় বাংলা) [ভাঁউরি, ভাঁওরি] (বিশেষ্য) ভ্রামরী (চাক ভাঁওরিতে-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ভ্রামরী>}
- Bengali Word ভাঁওতা English definition [ভাঁওতা] (বিশেষ্য) ধাপ্পা; চালবাজি; ফাঁকি; শঠতা (কথার ভাঁওতা। এতদিন টাকা খেয়ে শুধু ভাঁওতা দিয়েছে-শামসুল হক)। {(তুলনীয়) (হিন্দি) ভাঙতা}
- Bengali Word ভাঁওর English definition [ভাঁওর্] (বিশেষ্য) ১ চিহ্ন; নিদর্শন; লক্ষণ। ২ ঠাওর; নির্ধারণ। ৩ জলাবর্ত (ক্ষণেকে ভাঁওরে ফেলে সমুদ্রের নীর-সৈয়দ আলাওল)। ভাঁওরা (বিশেষ্য) হাবভাব (শোনো একবার কথার ভাঁওরটা শোনো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ভাঁওরানো (বিশেষ্য) ঠাওরানো; ঠাহর করা। □(ক্রিয়া) তুলনা করা। {(তৎসম বা সংস্কৃত) ভাব>; (আঞ্চলিক)}