ভ পৃষ্ঠা ৮
- Bengali Word ভাঁগিন (মধ্যযুগীয় বাংলা) English definition [ভাঁগিন] (বিশেষণ) ভগ্ন (ভাঁগিন নেহাপুণী বোড়াইতে শকতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) ভঙ্গ>}
- Bengali Word ভাঁজ English definition [ভাঁজ্] (বিশেষ্য) পাট; তা; মোড়া। ২ চিহ্ন; সাড়া-শব্দ (বাড়ির লোকের কোনো ভাঁজ পাওয়া যাচ্ছে না)। ৩ ভাব; ইঙ্গিত (কথার ভাঁজ)। {(তৎসম বা সংস্কৃত) √ভন্জ্>; (আঞ্চলিক)}
- Bengali Word ভাঁজা English definition [ভাঁজা] (বিশেষ্য) পাট করা; ভাঁজে ভাঁজে রাখা। □(ক্রিয়া) ১ অভ্যাস বা অনুশীলন করা (সুর ভাঁজা)। ২ কসরৎ করা (মুগুর ভাঁজা; কেবল তলোয়ার ভেঁজেই কাল কাটালে-দীনবন্ধু মিত্র)। ৩ তাসের বিন্যাস নষ্ট করা (তাস ভাঁজা)। ৪ (বুদ্ধি প্রভৃতি) আঁটা; স্থির করা (মতলব, ফন্দি-ফিকির প্রভৃতি) স্থির করা। {(তৎসম বা সংস্কৃত) √ভন্জ্>(প্রাকৃত) ভংজ>(বাংলা) ভাঁজ+আ}
- Bengali Word ভাঁট English definition [ভাট্] (বিশেষ্য) ঘেঁটুফুল ও তার গাছ (ভাঁট ফুলের এই নট দেউলে রঙীন প্রজাপতি দলে-কাজী নজরুল ইসলাম)। ভাঁটফুল (বিশেষ্য) ঘেঁটুফুল (বাংলার নদী মাঠ ভাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়-জীবনানন্দ দাশ)। {(তৎসম বা সংস্কৃত) ভণ্ডীর>}
- Bengali Word ভাঁটা ১ English definition [ভাঁটা] (বিশেষ্য) বাটুল; খেলার বল; ডাণ্ডাগুলির গুলি (মগজ যখন বেজায় ভারি, যেন লোহার ভাঁটা-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) বীটা>}
- Bengali Word ভাঁটা ২ English definition ⇒ ভাটা
- Bengali Word ভাঁটি English definition ⇒ ভাটি
- Bengali Word ভাঁড় English definition [ভাঁড়্] (বিশেষ্য) ভাঁড়ার; কোষ; ভাণ্ডার। ভাঁড়ে মা ভবানী-শূন্য ভাণ্ডার। {(তৎসম বা সংস্কৃত) ভাণ্ডার>}
- Bengali Word ভাঁড় ১ English definition [ভাঁড়্] (বিশেষ্য) ক্ষুদ্র মাটির ভাণ্ড (ভাঁড়ে যদি জল খায়-দাশরথি রায়)। {(তৎসম বা সংস্কৃত) ভাণ্ড>(প্রাকৃত) ভংড>}
- Bengali Word ভাঁড় ২ English definition [ভাঁড়্] (বিশেষ্য) নাপিতের যন্ত্রপাতি রাখবার আধার। {(তৎসম বা সংস্কৃত) ভাণ্ডি>}
- Bengali Word ভাঁড় ৩ English definition [ভাঁড়্] (বিশেষ্য) বিদূষক; ভাঁড়ামি করা যার কাজ। {(তৎসম বা সংস্কৃত) ভণ্ড>(প্রাকৃত) ভংড>(বাংলা) ভাঁড়}
- Bengali Word ভাঁড়ানো English definition [ভাঁড়ানো] (ক্রিয়া) ১ প্রতারণা করা; প্রতারণা করবার ইচ্ছায় গোপন করা (নাম ভাঁড়ানো; সহজে এড়াইতে বা ভাঁড়াইতে পারা যায় না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ ভুলানো (ভাল ভাঁড়াইয়া শিব পালাইয়া গেল দূর-বিজয় গুপ্ত)। ভাঁদাভাঁড়ি (বিশেষ্য) পুনঃপুন প্রতারণা; ক্রমাগত প্রবঞ্চনা। ভাঁড়াই, ভাঁড়ামি, ভাঁড়ামো (বিশেষ্য) ১ প্রতারণা; শঠতা; প্রবঞ্চনা; ছলনা। ২ ভাঁড়ের আচরণ; স্থূল রসিকতা। {(তৎসম বা সংস্কৃত) ভাণ্ড>(প্রাকৃত) ভংড>ভাঁড়+বাংলা আনো; ক্রিয়ারূপ-ভাঁড়াই, ভাঁড়াও, ভাঁড়ান, ভাঁড়াও; (অসমাপিকা ক্রিয়া)-ভাঁড়াতে, ভাঁড়ালে, ভাঁড়িয়ে ইত্যাদি}
- Bengali Word ভাঁড়ার English definition ⇒ ভাণ্ডার
- Bengali Word ভাঁড়ারী English definition ⇒ ভাণ্ডারী
- Bengali Word ভাং, ভাঙ, ভাঙ্গ English definition [ভাঙ্, ভাঙ্, ভাঙ্গ্] (বিশেষ্য) ১ সিদ্ধিগাছ। ২ সিদ্ধিগাছের পাতায় প্রস্তুত মাদকদ্রব্যবিশেষ (ভংয়ের শরবত)। {(তৎসম বা সংস্কৃত) ভঙ্গা>}
- Bengali Word ভাংচি, ভাঙচি, ভাঙ্গচি English definition [ভাঙ্চি, ভাঙ্চি, ভাঙ্গ্চি] (বিশেষ্য) বিয়ের সম্বন্ধ ভেঙে দেওয়ার জন্য মিথ্যা ত্রুটি দোষের কথা বানিয়ে বলা বা শত্রু করে তোলার জন্য গোপন উপদেশ; ভাঙানি; কুমন্ত্রণা (ভাঙচি দেওয়া)। {(তৎসম বা সংস্কৃত) ভঙ্গ>+(বাংলা) চি}
- Bengali Word ভাংটা, ভাঙটা, ভাঙ্গটা English definition [ভাঙ্টা, ভাঙ্টা, ভাঙ্গ্টা] (বিশেষ্য) খুচরা টাকা পয়সা; ভাংতি। {(তৎসম বা সংস্কৃত) ভঙ্গ>ভাং+(বাংলা) টা}
- Bengali Word ভাই English definition [ভাই] (বিশেষ্য) ১ ভ্রাতা; সহোদর। ২ ভ্রাতৃতুল্য ব্যক্তি; বন্ধু-বান্ধবী বা নাতিকে সম্বোধন। ভাইঝি (বিশেষ্য) ভাইয়ের মেয়ে; ভ্রাতুষ্পুত্রী। ভাইপো (বিশেষ্য) ভাতুষ্পুত্র; ভাইয়ের ছেলে। ভাইফোঁটা (বিশেষ্য) হিন্দুদের মাঙ্গলিক অনুষ্ঠানবিশেষ; ভ্রাতৃদ্বিতীয়ায় বোনের দ্বারা ভাইয়ের কল্যাণ কামনায় তার কপালে ফোঁটা দান উৎসব (শশী ভাই-ফোঁটা দিতেছেন-রবীন্দ্রনাথ ঠাকুর))। ভাইবেরাদর (বিশেষ্য) আপনজন; আত্মীয়-স্বজন। {(তৎসম বা সংস্কৃত) ভাতৃ>(তৎসম বা সংস্কৃত) ভ্রাতা>(প্রাকৃত) ভাই}
- Bengali Word ভাইজ, ভাউজ, ভাজ English definition [ভাইজ্, ভাউজ্, ভাজ্] (বিশেষ্য) বয়োজ্যেষ্ঠ ভ্রাতৃবধূ; ভ্রাতৃজায়া (সকল ভাউজের সঙ্গে আমার দ্বন্দ বাজে-ক্ষেমানন্দ দাস; এ আমাদের ননদভাজের ঘরোয়া গোপন চিঠি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ভ্রাতৃজায়া>}
- Bengali Word ভাইসরয় English definition [ভাইস্রয়্] (বিশেষ্য) রাজপ্রতিনিধি (এই সময়ের মধ্যে দিল্লীর সম্রাট বাংলাদেশে ভাইসরয় নিযুক্ত করতেন-মুঃ আবদুর রাজ্জাক)। {(ইংরেজি) viceroy}