• Bengali Word ভগবান English definition [ভগোবান্‌] (বিশেষ্য) ১ পরমেশ্বর। ২ ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, ও বৈরাগ্য-এ ছয়টি ভগ বা গুণ সম্পন্ন ব্যক্তি। □(বিশেষণ) মান্য; পূজ্য; দেবতুল্য। □ (বিশেষ্য) ষড়গুণের অধিকারী। ভগবতী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) ভগবৎ+১মা. একবচন}