ত পৃষ্ঠা ১
- Bengali Word -ত, -তঃ English definition [-তো, তহ্] (অব্যয়) ১ হতে, থেকে, তে প্রভৃতি অপাদান-অধিকরণ (৫মী ও ৭মী) বিভক্তিবাচক প্রত্যয়। ২ হেতু অর্থে প্রযোজ্য প্রত্যয় (জ্ঞানত পাপ করিনি। ধর্মত বলছি)। {(তৎসম বা সংস্কৃত) তস্>}
- Bengali Word -তন English definition [তন্] (বিশেষ্য) প্রত্যয়বিশেষ (অধুনাতন, তদানীন্তন)। {(তৎসম বা সংস্কৃত) ট্যু বা ট্যুল্ অনুবন্ধবিশিষ্ট তদ্ধিত প্রত্যয়, যা বিদ্যমানতা অর্থে বিশেষণ গঠন করে}
- Bengali Word -তম ১ English definition [তমো] (বিশেষ্য) প্রত্যয়বিশেষ; সংখ্যার পূরক বা ভাগবাচক প্রত্যয় (অশীতিতম)। (স্ত্রীলিঙ্গ)। তমতমা, তমতমী। {(তৎসম বা সংস্কৃত) তদ্ধিত প্রত্যয় তমট্}
- Bengali Word -তম ২ English definition [তমো] (অব্যয়) বহু বস্তু বা ব্যক্তির মধ্যে একজনের সর্বাধিক উৎকর্ষ বা অপকর্ষবোধক প্রত্যয় (বৃহত্তম, মহত্তম, নীচতম)। (স্ত্রীলিঙ্গ) তমতমা। {(তৎসম বা সংস্কৃত) তদ্ধিত প্রত্যয়তমপ্}
- Bengali Word -তর English definition [তর্] প্রত্যয়বিশেষ; আপেক্ষিক উৎকর্ষবাচক বা অপকর্ষবাচক প্রত্যয় (যোগ্যতর, ক্ষুদ্রতর, হীনতর)। {(তৎসম বা সংস্কৃত) তদ্ধিত প্রত্যয় তরপ্/ষ্টরচ্; (তুলনীয়) (ফারসি) –তর}
- Bengali Word -তলি, -তলী English definition [তোলি] (বিশেষ্য) উপকণ্ঠ; নিকটবর্তী অঞ্চল; প্রান্ত (শহরতলি)। {(তৎসম বা সংস্কৃত) স্থলী>}
- Bengali Word -তা English definition ⇒ -ত্ব
- Bengali Word -তাম, -তুম, -তেম English definition [তাম্, তুম্, তেম্] অতীত নির্দেশক উত্তম পুরুষের বিভক্তি (করিতাম, করতাম, করতুম, করতেম)। {(বাংলা) ক্রিয়াবিভক্তি বিশেষ}
- Bengali Word -তি English definition [তি] (বিশেষ্য) প্রত্যয়বিশেষ (কমতি, চলতি)। {বাংলা প্রত্যয়বিশেষ}
- Bengali Word -তুন ((মধ্যযুগীয় বাংলা)) English definition [তুন্] (অব্যয়) হতে; থেকে; পঞ্চমী বিভক্তির চিহ্ন (কথাতুন গোরক্ষবিজয়)। {বাংলা প্রত্যয় বিশেষ}
- Bengali Word -তুম English definition ⇒ -তাম
- Bengali Word -তে ২ English definition [তে] প্রতয়ৈ বা বিভক্তির চিহ্ন; মধ্যে (মনেতে); দিয়ে (ছুরিতে কাট)। {(বাংলা) প্রত্যয়বিশেষ}
- Bengali Word -তেম English definition ⇒ তাম
- Bengali Word -ত্ব, -তা English definition (বিশেষ্য) কার্য, স্বভাব, গুণ, অবস্থা, প্রকৃতি, বৃত্তি প্রভৃতি বাচক বিশেষ্য পদের প্রত্যয় (যথা-সত্যতা, প্রৌঢ়ত্ব)। {(তৎসম বা সংস্কৃত) প্রত্যয়বিশেষ}
- Bengali Word ত ১ English definition ষোল সংখ্যক ব্যঞ্জনবর্ণ এবং ত-বর্গের প্রথম বর্ণ। এটি দন্ত্য (dental), অঘোষ(unvoiced), অল্পপ্রাণ (unaspirated), স্পৃষ্ট (plosive) ধ্বনি।
- Bengali Word ত ২ English definition [তো] (অব্যয়) (বিশেষণ) তত; সংযোগমূলক অব্যয় (য জন খেয়েছে ত জনই মরেছে)। {(তৎসম বা সংস্কৃত)(তৎপুরুষ সমাস)>}
- Bengali Word ত-খরচ English definition ⇒ তহ
- Bengali Word তঁহি, তহিঁ English definition ((ব্রজবুলি), (মধ্যযুগীয় বাংলা)) [তোঁহি] (অব্যয়) ১ সেখানে; সেই স্থানে; তথায়। ২ তাহা; তাহাতে। □ (সর্বনাম) সে। {(তৎসম বা সংস্কৃত) তস্মিন্ (প্রাকৃত) তহিং, চর্যাপদ তঁহি}
- Bengali Word তং English definition ⇒ তংগ
- Bengali Word তংখা English definition ⇒ তনকা