ত পৃষ্ঠা ৪
- Bengali Word তক্র English definition [তক্রো] (বিশেষ্য) দধিতে প্রচুর পারি মিশিয়ে মন্থনদণ্ডের সাহায্যে যা প্রস্তুত হয়; ঘোল। তক্রপিণ্ড, তক্রকুচিকা (বিশেষ্য) ছানা। তক্র মাংস (বিশেষ্য) তক্রসহযোগে রান্না করা মাংস; কোর্মা। {(তৎসম বা সংস্কৃত) √তঞ্চ্+র (রক্)}
- Bengali Word তক্ষক English definition [তক্খোক্] (বিশেষ্য) ১ তক্ষণকারী; ছুতার; খোদাইকর (খোদাই করার কাজে এখনকার তক্ষকরা-রাহুল সাংকৃত্যায়ন [অনুবাদক-ভগীরথ])। ২ রাজা পরীক্ষিৎকে দংশনকারী এক প্রকার অত্যন্ত বিষধর সাপ। ৩ গিরগিটিজাতীয় বিষধর প্রাণী। ৪ নাট্যাধ্যক্ষ; সূত্রধার। ৫ হিন্দু ধর্মমতে দেবশিল্পী বিশ্বকর্মা। তক্ষণ (বিশেষ্য) ১ ছুতারের কাজ; অস্ত্র দ্বারা কাষ্ঠ প্রভৃতি চাঁচা বা কোঁদা। ২ যা দ্বারা তক্ষণকার্য করা যায়; রেঁদা; বাইস। তক্ষণী (বিশেষ্য) তক্ষণকার্য করার অস্ত্রবিশেষ; chisel। তক্ষা (বিশেষ্য) ১ ছুতার; সূত্রধর। ২ কাঠুরে; কাঠছেদক। ৩ বিশ্বকর্মা। {(তৎসম বা সংস্কৃত) √তক্ষ্+অক(ণ্বুল্)}
- Bengali Word তক্ষনি, তক্ষুনি English definition [তক্খোনি, তক্খুনি] (ক্রিয়াবিশেষণ) তখন শব্দের কথ্য ও তীব্রতাবাচক রূপ। □ (অব্যয়) তৎক্ষণাৎ; অমনি; তখনই। {(তৎসম বা সংস্কৃত) তৎক্ষণ>}
- Bengali Word তক্ষশীলা English definition [তোক্খোশিলা] (বিশেষ্য) ১ প্রস্তর কেটে যে নগরী নির্মিত হয়েছে। ২ পাঞ্জাবের একটি প্রাচীন নগর ও প্রাচীন বৌদ্ধ শিক্ষাকেন্দ্র। {(তৎসম বা সংস্কৃত) তক্ষশীলা}
- Bengali Word তক্ষুনি English definition ⇒ তক্ষনি
- Bengali Word তক্দির English definition ⇒ তকদির
- Bengali Word তখন English definition [তখোন্] (ক্রিয়াবিশেষণ) (অব্যয়) সেই সময়ে বা কালে; সে কালে; সে যুগে (তখন দশ টাকা মন চাল ছিল)। □ (অব্যয়) ১ তবে; তাহলে (বাবা যদি জানতে পারেন তখন বুঝবে ঠেলা)। ২ তাই; সে কারণে; তজ্জন্য (নিমন্ত্রণ পেলাম, তখন গেলাম; বৃষ্টি পড়ল, তখন গাছ জন্মাল)। ৩ সেই সময়ে (তখন থেকে পনের দিন পরে)। তখনই, তখনি (অব্যয়) সেই ক্ষণেই বা মুহূর্তেই; তৎক্ষণাৎ। তখনকার (বিশেষণ) সেই সময়ের; প্রাচীন কালের; সে যুগের। {(তৎসম বা সংস্কৃত) তৎক্ষণ>}
- Bengali Word তখমা English definition ⇒ তমগা
- Bengali Word তখল্লুস, তাখাল্লুস English definition [তখোল্লুশ্, তাখাল্লুশ] (বিশেষ্য) কবি বা সাহিত্যিকের গৃহীত ছদ্ম উপনাম; ভণিতা (কায়কোবাদ তাঁর তখল্লুস বা সাহিত্যিক ছদ্মনাম-সৈয়দ মুর্তাজা আলী; তাখাল্লুসের ব্যবহার বৌদ্ধগানের ভণিতারই অনুকরণ-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। {(আরবি)তাখল্লুস}
- Bengali Word তখ্ত, তখ্ৎ, তক্ত English definition [তখ্ত্, তখ্ত, তক্ত] (বিশেষ্য) ১ রাজসিংহাসন (এই যদি পাই চাইব নাকো তখ্ৎ আমি শাহান্শার-কাজী নজরুল ইসলাম)। ২ কাষ্ঠফলক। তখ্ত-ই/তখতে তাউস (বিশেষ্য) ময়ূর-সিংহাসন (কোথায় তখ্ত্-তাউস কোথায় সে বাদশাহী-কাজী নজরুল ইসলাম)। তখ্ত-নশিন (বিশেষণ) সিংহাসনারূঢ়; সিংহাসনে অধিষ্ঠিত (কিন্তু বাচ্চার মত ডাকাত যখন তখ্ৎ-নশীন হতে পারে-সৈয়দ মুজতবা আলী)। তখ্তনামা (বিশেষ্য) বিবাহ ইত্যাদি শোভাযাত্রায় ব্যবহৃত মনুষ্যবাহী যানবিশেষ। {(ফারসি) তখ্ত}
- Bengali Word তগর English definition [তগর্] (বিশেষ্য) টগর ফুল বা গাছ। {(প্রাকৃত) তগর>}
- Bengali Word তগাবি, তকাবী, তাকাবি, তাকাবী English definition [তগাবি, তকাবি, তাকাবি, তাকাবি] (বিশেষ্য) জমির নানাবিধ উন্নতি করার জন্য সরকার পক্ষ থেকে প্রজাকে দেয় ঋণ; দাদন। {(আরবি)তাকাবী}
- Bengali Word তগির, তগীর English definition [তোগির্] (বিশেষ্য) ১ পরিবর্তন; বদল। ২ বরখাস্ত (এ নবাবকে তগির করিয়া অন্য এক নবাব না আনিলে এ রাজ্যের কল্যাণ নাই-রাজীবলোচন মুখোপাধ্যায়)। {(আরবি)তাগঈর}
- Bengali Word তঙ্ক, তংক English definition [তঙ্কো] (বিশেষ্য) ১ পাথর কাটার অস্ত্র; ছেনি। ২ আতঙ্ক; আয়াসসাধ্যভাবে প্রাণধারণ। {√তঙ্ক্+অ(ঘঞ্)}
- Bengali Word তঙ্কা, টঙ্কা, টংকা English definition [তঙ্কা, টঙ্কা, টংকা] (বিশেষ্য) ১ টাকা (তঙ্কা পরিমাণ দাগ ধবল আকার শুনিয়াছি আছে তার বুকের মাঝার-হেয়াত মাহমুদ)। ২ বেতন; মাহিনা। {(ফারসি) তন্খাহ্; (তৎসম বা সংস্কৃত) টঙ্ক}
- Bengali Word তঙ্গ, তঙ্গদস্তি English definition ⇒ তংগ
- Bengali Word তছনছ, তচনচ English definition [তছ্নছ্, তচ্নচ্] (অব্যয়) সম্পূর্ণরূপে বিধ্বস্ত; নষ্ট; বিপর্যস্ত; নাস্তানাবুদ; চুরমার। {(আরবি)তাহস্+(আরবি)নহস্ }
- Bengali Word তছবি, তছবিহ, তছবী English definition [তছবি, তছবিহ, তছবি] (বিশেষ্য) জপমালা। {(আরবি)তাসবিহ}
- Bengali Word তছরুপ, তসরুপ, তছরুফ, তসরুফ English definition [তোস্রুপ্, তোসরুপ্, তোস্রুফ্, তোস্রুফ্] (বিশেষ্য) ১ ক্ষতি; নষ্ট; অপচয়। ২ অপব্যবহার; চুরি। (একদল কেরানিকে তহবিল তসরুপের দায়ে সন্দেহ করা হয়েছিল)। {(আরবি)তাসার্রুফ }
- Bengali Word তছু English definition ((ব্রজবুলি)) [তোছু] (সর্বনাম) তাঁর (তছু পদযুগে গান-বৃন্দাবন দাস)। {(তৎসম বা সংস্কৃত) তস্য>}