ত পৃষ্ঠা ৫
- Bengali Word তজকিরা English definition [তোজ্কিরা] (বিশেষ্য) বর্ণনা; উল্লেখ; আলোচনা; স্মারকলিপি; জীবনীগ্রন্থ (তজকিরা পড়িয়া কহে সভাকে বুঝিয়া-হেয়াত মাহমুদ)। {(আরবি)তায্কিরাহ}
- Bengali Word তজদি English definition ⇒ তজদিগ
- Bengali Word তজদিগ, তযদিক, তসদিক, তসদীক, তজদি English definition [তোজ্দিগ্, তোজ্দিক্, তোজ্দিক্, তোজ্দিক্, তোজ্দি] (বিশেষ্য) সাক্ষ্য; প্রমাণ; সত্যাসত্য পরীক্ষা (এ ব্যপারে আমি আপনের নিজের তযদিক চাই-আবুল মনসুর আহমদ)। {(আরবি)তাসদীক}
- Bengali Word তজবিজ, তজবীয English definition [তোজ্বিজ্] (বিশেষ্য) ১ বিচার (বেলাকিয়র সাহেব ম্যাজিষ্ট্রেট-তাঁহাকে তজবিজ করিতে হইবে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ পরীক্ষা (তিন দফা দেখা গেল ভাবসাব তজবিজ করে আসল হা-ঘরে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ অনুসন্ধান; খোঁজ; তল্লাশ। ৪ অনুমোদন; approbation। ৫ ব্যবস্থা (মিলিটারী ডাক্তার ডেকে জোর তজবীয করতে হল-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {(আরবি)তাজ্বীজ }
- Bengali Word তজল্লা, তজল্লি English definition ⇒ তজল্লী
- Bengali Word তজল্লি, তজল্লী, তাজাল্লী, তজল্লা English definition [তজোল্লি, তজোল্লি, তাজাল্লি, তজোল্লা] (বিশেষ্য) ঔজ্জ্বল্য; আলো; জ্যোতি (নূরের তাজাল্লি যেথা যে অনন্ত জাগায় বিস্ময়-ফররুখ আহমদ; নূরের তজল্লা উঠে-সৈয়দ হামজা)। {(আরবি)তাজাল্লী }
- Bengali Word তজ্জনিত English definition [তজ্জোনিতো] (বিশেষণ) তার ফলস্বরূপ; সেই হেতু; তা থেকে প্রসূত বা জাত। {(তৎসম বা সংস্কৃত) তৎ+জনিত}
- Bengali Word তজ্জন্য English definition [তজ্জোন্নো] (অব্যয়) সে কারণে; সেহেতু; সেজন্য। {(তৎসম বা সংস্কৃত) তৎ+জন্য}তজ্জনিত; সে হেতু। {(তৎসম বা সংস্কৃত) তৎ+জাত}
- Bengali Word তঞ্চ English definition [তন্চো] (বিশেষ্য) প্রতারণা; প্রবঞ্চনা; কৌশল। {(তৎসম বা সংস্কৃত) তঞ্চক>}
- Bengali Word তঞ্চক ১ English definition [তন্চক্] (বিশেষ্য) ১ বঞ্চনাকারী; ঠগ; প্রতারক (বড়ই বঞ্চক; তঞ্চক ঐ জন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ সত্যের অপলাপ; ফাঁকি (সত্য জবাব দাও, কিছু তঞ্চক করিও না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। তঞ্চকতা (বিশেষ্য) শঠতা; প্রবঞ্চনা; ছলনা; প্রতারণা (প্রজা পীড়ন তঞ্চকতা ও অর্থ সংগ্রহ প্রভৃতি বিদ্যাতে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √তঞ্চ্+অক(ণ্বুল্}
- Bengali Word তঞ্চক ২ English definition [তন্চক্] (বিশেষ্য) ১ সংকোচন। ২ তরল পদার্থের ঘন পিণ্ডাকারে পরিণতি; coagulation (তঞ্চ দ্বারা দুধ থেকে ছানা বা দই তৈরি হয়)। তঞ্চক (বিশেষ্য) জলবৎ তরল পদার্থ; পিণ্ডবৎ ঘন অবস্থায় পরিণতি (দুধ থেকে তঞ্চন প্রক্রিয়ায় দই); clotting; coagulation। তঞ্চিত বিন সঙ্কুচিত; তঞ্চন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √তঞ্চ্+অন(ল্যুট্)}
- Bengali Word তঞ্জেব English definition [তন্জেব্] (বিশেষ্য) অত্যন্ত সূক্ষ্ম ও সুশোভন বস্ত্রবিশেষ (পুষ্প গন্ধবাহী সমীরণ প্রাসাদের মুক্ত কক্ষের ভিতর দিয়া ফুরফুর করিয়া সূক্ষ্ম তঞ্জেবের পর্দা উড়াইয়া প্রবাহিত হইয়া যাইতেছে-ইসমাইল হোসেন শিরাজী)। {(ফারসি) তন্যেব্, তান্জীব}
- Bengali Word তট English definition [তট্] (বিশেষ্য) ১ কূল; তীর; উপকূল [সমুদ্রতট বা নদীতট) ২ স্থল; স্থান (তট-ভাগ)। ৩ উচ্চ ক্ষেত্র; (কটিতট)। ৪ সানুদেশ; পাহাড়-পর্বতের উপরের সমতল ভূমি (গিরিতট)। তটপথ (বিশেষ্য) স্থলপথ। তটভূমি (বিশেষ্য) বেলাভুমি; তীরভাগ; উপকূলভাগ। {(তৎসম বা সংস্কৃত) √তট্+অ (অচ্)}
- Bengali Word তটস্থ ১ English definition [তটোস্থো] (বিশেষণ) বিচলিত; শশব্যস্ত; অতিব্যস্ত; ভীত (নৃপ ইঙ্গিতে মহাতটস্থ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) তট+ √স্থা+অ; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) ত্রস্ত}
- Bengali Word তটস্থ ২ English definition (বিশেষণ) ১ তীরস্থ; যা তটে বা তীরে অবস্থিত। ২ উদাসীন; নির্লিপ্ত। ৩ অপক্ষপাতী। ৪ সমীপস্থ। ৫ চমৎকৃত। ৬ নিরপেক্ষ; neutral। তটস্থা (স্ত্রীলিঙ্গ)। তটস্থ লক্ষন (বিশেষ্য) ((দর্শন শাস্ত্র)) বাহ্য লক্ষন; সৃষ্টিকর্তার জগৎ সৃষ্টিরূপ বাহ্য লক্ষণ। তটস্থ শক্তি ((দর্শন শাস্ত্র)) জীবশক্তি; স্রষ্টা যে শক্তিবলে জীব সৃষ্টি করেন। {(তৎসম বা সংস্কৃত) তট+√স্থা+অ(ক)}
- Bengali Word তটাক, তটাগ English definition [তটাক্, তটাগ] (বিশেষ্য) তড়াগ; দিঘি। {(তৎসম বা সংস্কৃত) তট+অক}
- Bengali Word তটাঘাত English definition [তটাঘত্] (বিশেষ্য) তটে বৃষ হস্তী প্রভৃতির শৃঙ্গাঘাত বা দণ্ডাঘাত করে খেলা; বপ্রক্রীড়া। {(তৎসম বা সংস্কৃত) তট+আঘাত}
- Bengali Word তটান্ত English definition [তটান্তো] (বিশেষ্য) তটপ্রান্ত (সম্মুখে পড়িয়া থাক তটান্ত শয়ান সুপ্ত নটিনীর মতো নিস্তব্ধ তটিনী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) তট+অন্ত; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word তটারূঢ় English definition [তটারুঢ়ো] (বিশেষণ) তীরে উত্থিত। {(তৎসম বা সংস্কৃত) তট+আরূঢ়; ৭(তৎপুরুষ সমাস)}
- Bengali Word তটিনী English definition [তোটিনি] (বিশেষ্য) নদী; স্রোতস্বতী; তরঙ্গিণী; প্রবাহিণী; সরিৎ। {(তৎসম বা সংস্কৃত) তট+ইন্ (ইনি)+ঈ(ঙীপ্)}