ত পৃষ্ঠা ৬
- Bengali Word তটী English definition [তোটি] (বিশেষ্য) ১ তীর; কূল। ২ স্থান; দেশ। {(তৎসম বা সংস্কৃত) তট+ঈ(ঙীপ্)}
- Bengali Word তণ্ডক English definition [তন্ডোক্] (বিশেষ্য) ১ খঞ্জন পাখি। ২ বাজিকর; বহুরূপী। ৩ তঞ্চক; বঞ্চক। {(তৎসম বা সংস্কৃত) √তণ্ড্+অক(ণ্বুল্)}
- Bengali Word তণ্ডা English definition [তন্ডা] (বিশেষ্য) তাড়না; আঘাত। {(তৎসম বা সংস্কৃত) √তণ্ড্+আ}
- Bengali Word তণ্ডী English definition [তোন্ডি] (বিশেষ্য) বিতর্ক; গোলমাল; হুজ্জত; অতিরিক্ত তাগাদা (তণ্ডী করিলে না পাইবে বাঁশী-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √তণ্ড্}
- Bengali Word তণ্ডুল English definition [তোন্ডুল্] (বিশেষ্য) চাল; নানা উপায়ে ধানের খোসা ফেলে যা পাওয়া যায় (তণ্ডুল আঢ়াই সের দিবা জন প্রতি-সৈয়দ আলাওল)। তণ্ডুলাম্বু (বিশেষ্য) চাল ধোয়া পানি; চালুনি। তণ্ডুলীয় (বিশেষ্য) নটে শাক, যা চাল-ধোয়া পানিতে বৃদ্ধি পায় বলে কথিত। {(তৎসম বা সংস্কৃত) √তণ্ড্+উল}
- Bengali Word তত ১ English definition [ততো] (বিশেষণ) ১ বিস্তৃত; ব্যাপ্ত; প্রসারিত। □ (বিশেষ্য) বীণাজাতীয় তার-নির্মিত বাদ্যযন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) √তন্+ত(ক্ত)}
- Bengali Word তত ২, ততো English definition [ততো] (অব্যয়) ১ তৎসংখ্যক; সে পরিমাণ; সে অনুপাতে (যত হাসি তত কান্না-প্রবচন)। ২ তেমন; আশানুরূপ; যথেষ্ট (ছবিটা তত সুবিধার নয়)। তৎক্ষন (ক্রিয়াবিশেষণ) সে পর্যন্ত; ততটা সময় (যতক্ষণ না আসি ততক্ষন অপেক্ষা করো)। ২ সে সময়ে; সে সময়ের মধ্যে (ততক্ষণে আমি এসে যাব)। {(তৎসম বা সংস্কৃত) তাবৎ>}
- Bengali Word ততঃ English definition [তেতোহ্] (ক্রিয়াবিশেষণ) অতঃপর; তারপর। ততঃকিম্ (বিশেষণ) তার পর কি? {(তৎসম বা সংস্কৃত) ততস্}
- Bengali Word ততহি, ততহিঁ English definition ((ব্রজবুলি)) [ততহি, ততহিঁ] (সর্বনাম) তাতেই (ততহিঁ বয়ান পুছন্দ-বিদ্যাপতি)। {তত+হি}
- Bengali Word ততি English definition ((ব্রজবুলি)) [ততি] তথায়; সেখানে (খর যুবতী পাইয়া ততি-রামপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর])। {(তৎসম বা সংস্কৃত) তাবৎ>}
- Bengali Word ততেক English definition [ততেক্] সে সকল; সে পরিমাণ। যতেক-ততেক (পরস্পর সম্পর্কিত শব্দ) যত-তত। {তত+এক}
- Bengali Word ততোধিক English definition [ততোধিক্] (বিশেষণ) তা থেকে বেশি। {(তৎসম বা সংস্কৃত) ততঃ+অধিক}
- Bengali Word তত্তুল্য English definition [তত্তুল্লো] বিন তার মতো; সেই প্রকার; তদনুরূপ। {(তৎসম বা সংস্কৃত) তৎ+তুল্য}
- Bengali Word তত্ত্ব English definition [তত্তো] (বিশেষ্য) ১ আসল বস্তু; প্রকৃত অবস্থা; যাথার্থ্য; সত্য (তত্ত্বদর্শী)। ২ স্বরূপ। ৩ মূল উপাদান (চতুর্বিংশতি তত্ত্ব-ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোম, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, মুখ, পায়ু, লিঙ্গ, প্রকৃতি, মন, বুদ্ধি, অহঙ্কার)। ৪ তথ্য। ৫ পদার্থ। ৬ খবর; বার্তা; সংবাদ; সন্দেশ (তত্ত্ব লওয়া)। ৭ অনুসন্ধান; খোঁজ (তত্ত্ব লওয়া)। ৮ কুটুম্বিতা জ্ঞাপক উপহার (বিয়ের তত্ত্ব)। ৯ ব্রহ্মা; ঈশ্বর। ১০ পারমার্থিক জ্ঞান (তত্ত্ববিদ্যা, তত্ত্বকথা)। ১১ হিন্দুদের পূজার উপঢৌকন (তত্ত্ব পাঠানো)। ১২ মতবাদ; theory (মাধ্যাকর্ষণ তত্ত্ব)। ১৩ দর্শন; বিজ্ঞান; তদ্বিষয়ক জ্ঞান (পরলোক তত্ত্ব, কৃষিতত্ত্ব)। তত্ত্ব করা (ক্রিয়া) ১ খোঁজ-খবর নেওয়া। ২ কুটুম বাড়িতে লোকাচার অনুযায়ী উপঢৌকন পাঠানো। তত্ত্ব চিন্তা (বিশেষ্য) ব্রহ্ম সম্বন্ধে চিন্তা; দার্শনিক চিন্তা; মা’রিফাত। তত্ত্ব জিজ্ঞাসা (বিশেষ্য) তত্ত্বজ্ঞান লাভের ইচ্ছা; ব্রহ্ম সম্বন্ধে প্রশ্ন। তত্ত্ব জিজ্ঞাসু (বিশেষণ) তত্ত্বজ্ঞান লাভ করতে আগ্রহী; ব্রহ্মজ্ঞান লাভেচ্ছু। তত্ত্বজ্ঞ (বিশেষণ) তত্ত্ব বিষয়ে জ্ঞানসম্পন্ন; তত্ত্ব জানে এমন। তত্ত্বজ্ঞান (বিশেষ্য) পরমার্থ বিষয়ে বা ব্রহ্ম বিষয়ে জ্ঞান; প্রকৃত জ্ঞান। তত্ত্বজ্ঞানী (-নিন্) (বিশেষণ) তত্ত্বজ্ঞানসম্পন্ন ব্যক্তি; তত্ত্বজ্ঞ। তত্ত্বতঃ (তস্) (অব্যয়) যথার্থত; স্বরূপতা; বস্তুত; যথার্থরূপে। তত্ত্বতল্লাস, তত্ত্ব তালাশ (বিশেষ্য) খোঁজ-খবর ও তত্ত্ব প্রেরণ; লৌকিকতা। তত্ত্বতাবাশ (বিশেষ্য) তত্ত্ব প্রেরণ ও খোঁজ-খবর লওয়া (তাদের তত্ত্বতাবাশ করার জন্য আমরা কয়েকজন ভারতীয় তাদের কাছে গিয়েছিলুম-সৈয়দ মুজতবা আলী)। তত্ত্বদর্শিতা (বিশেষ্য) তত্ত্বজ্ঞতা। তত্ত্বদর্শী (বিশেষণ) তত্ত্বজ্ঞান সম্পন্ন; তত্ত্বজ্ঞ; তত্ত্ববিষয়ে জ্ঞান। তত্ত্ববিদ, তত্ত্ববিৎ (বিশেষণ) জ্ঞানী; অভিজ্ঞ। তত্ত্বমসি (বিশেষ্য) তুমিই সেই, তুমি সেই পরম ব্রহ্ম-এই মতবাদ। {(তৎসম বা সংস্কৃত) তৎ+ত্ব}
- Bengali Word তত্ত্বানুসন্ধান English definition [তত্তানুশন্ধান্] (বিশেষ্য) ১ তথ্যের সন্ধান। ২ ব্রহ্ম বা আল্লাহ বিষয়ক জ্ঞান লাভের চেষ্টা; তত্ত্বজিজ্ঞাসা। ৩ প্রকৃত ঘটনা বা অবস্থা জানার চেষ্টা; তত্ত্বজিজ্ঞাসা। তত্ত্বানুসন্ধানী (-নিন্) (বিশেষণ) তত্ত্বজিজ্ঞাসু; যে প্রকৃত সত্যের অনুসন্ধান করে। {(তৎসম বা সংস্কৃত) তত্ত্ব+অনুসন্ধান}
- Bengali Word তত্ত্বাবধান English definition [তত্তাবধান্] (বিশেষ্য) ১ পরিদর্শন। ২ পরিচালন; রক্ষনাবেক্ষণ; দেখাশুনা। {(তৎসম বা সংস্কৃত) তত্ত্ব+অবধান}
- Bengali Word তত্ত্বাবধারক English definition [তত্তাবধারোক্] (বিশেষ্য) তত্ত্ব-নির্ণায়ক; তত্ত্বনিরূপণকারী; সত্য অবধানকারী। {(তৎসম বা সংস্কৃত) তত্ত্ব+অবধারক}
- Bengali Word তত্ত্বাবধারণ English definition [তত্তাবধারন্] (বিশেষ্য) প্রকৃত তত্ত্ব বা তথ্যনির্ণয় বা নির্ধারণ। {(তৎসম বা সংস্কৃত) তত্ত্ব+অবধারণ}
- Bengali Word তত্ত্বাবধায়ক English definition [তত্তাবধায়োক] (বিশেষণ) তত্ত্বাবধান করে যে ব্যক্তি; পরিদর্শক; পরিচালক। {(তৎসম বা সংস্কৃত) তত্ত্ব+অবধায়ক}
- Bengali Word তত্ত্বাবোধ English definition [তত্তাবোধ্] (বিশেষ্য) তত্ত্বজ্ঞান; প্রকৃত সত্যের উপলব্ধি। {(তৎসম বা সংস্কৃত) তত্ত্ব+অববোধ}