ত পৃষ্ঠা ৭
- Bengali Word তত্ত্বার্থ English definition [তত্তার্থো] (বিশেষ্য) পরমার্থ। {(তৎসম বা সংস্কৃত) তৎ+ত্ব+অর্থ}
- Bengali Word তত্ত্বালোচনা English definition [তত্তালোচনা] (বিশেষ্য) তত্ত্বজ্ঞান সম্পর্কে আলোচনা; দার্শনিক জ্ঞান সম্পর্কে চর্চা। {(তৎসম বা সংস্কৃত) তত্ত্ব+আলোচনা}
- Bengali Word তত্ত্বীয় English definition [তোত্তিয়ো] (বিশেষণ) ১ তত্ত্বসংক্রান্ত। ২ সিদ্ধান্ত সম্বন্ধীয়; theoretical। {(তৎসম বা সংস্কৃত) তত্ত্ব+ঈয়}
- Bengali Word তত্র English definition [তত্ত্রো] (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) ১ সেখানে; সেথায়; তথায়। ২ তেমন; তত। তত্রত্য (বিশেষণ) সেখানকার; সে স্থানে বা জায়গায়। যত্রতত্র যেখানে সেখানে। {(তৎসম বা সংস্কৃত) তদ্+ত্র}
- Bengali Word তত্রাচ English definition [তত্ত্রাচো] (অব্যয়) তবু; তথাপি; অথচ। {(তৎসম বা সংস্কৃত) তত্র+চ}
- Bengali Word তত্রাপি English definition [তত্ত্রাপি] (অব্যয়) তবু; তথাপি। {(তৎসম বা সংস্কৃত) তত্র+অপি}
- Bengali Word তথা English definition [তথা] (ক্রিয়াবিশেষণ) (অব্যয়) সেখান; সেই স্থান; তৎস্থান; সে জায়গা (তথা হতে)। □ (অব্যয়) ১ সেই স্থানে; সেখানে (তথা নাই)। ২ সেই প্রকার; তেমন (যথা আয় তথা ব্যয়)। ৩ উদাহরণ বা দৃষ্টান্ত স্বরূপ (তথা বাৎস্যায়নে)। ৪ আরও; এমনকি (ঢাকা তথা সমগ্র বাংলাদেশে)। তথাকথিত (বিশেষণ) ঐ নামে আখ্যাত বা প্রচলিত অথচ তাহার সত্যতা সম্বন্ধে সন্দেহ বর্তমান; so called (তথাকথিত সভ্য সমাজে)। তথাকার (বিশেষণ) সেখানকার। তথাগত (বিশেষ্য) ১ বৌদ্ধমতে পুনর্জন্মরহিত এরূপ নির্বাণপ্রাপ্ত ব্যক্তি; বুদ্ধদেব (তথাগতের কৃপায় পালি, মহাবীরের কৃপায় অর্ধমাগধী-সৈয়দ মুজতবা আলী)। ২ সেইভাবে গিয়েছে বা এসেছে। তথাপি (অব্যয়) তা সত্ত্বেও; তবুও। তথবিধ (বিশেষণ) সেই প্রকার; তাদৃশ। তথাভূত (বিশেষণ) ১ তদবস্থ; যে বা যা সেই অবস্থা পেয়েছে। ২ সেভাবে উৎপন্ন। তথায় (অব্যয়) সেই স্থানে; সেখানে। তথাস্তু (অব্যয়) তাই হোক। যথাতথা (অব্যয়) যেখানে সেখানে; ইতস্তত; যত্রতত্র। {(তৎসম বা সংস্কৃত) তত্র>(প্রাকৃত) তত্থ>}
- Bengali Word তথি ((মধ্যযুগীয় বাংলা)) English definition [তোথি] (অব্যয়) ১ সেখানে; তাতে (তিন বার জল কুল্লি কর ফিরে তথি-হেয়াত মাহমুদ; তথি মধ্যে জন্ম লইলাম-কৃত্তিবাস ওঝা)। ২ ও; অপিচ; আরও (গোবিন্দ দাস তথি পূরল ইহ রস ওর-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত) তত্র>}
- Bengali Word তথৈব English definition (বিরল) [তথোইবো] (অব্যয়) সেই রকমই; সেই প্রকারই। {(তৎসম বা সংস্কৃত) ততা+এব}
- Bengali Word তথৈবচ English definition [তথোইবচো] (অব্যয়) ((ব্যঙ্গার্থ)) সেই প্রকারই; তেমনই; সেই ধরনেরই (তুমি যেমন ভোলানাথ মাও তথৈবচ-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) তথা+এব+চ}
- Bengali Word তথ্য English definition [তোত্থো] (বিশেষ্য) ১ যথার্থতা; সত্যতা; প্রকৃত অবস্থা বা ব্যাপার; ঠিক সংবাদ (তথ্যানুসন্ধান)। ২ তত্ত্ব; সত্য (বৈজ্ঞানিক তথ্য)। □ (বিশেষণ) যথার্থ; সত্য; অবিসংবাদী (তথ্য বচন)। তথ্যবাহী (-হিন্) (বিশেষণ) সঠিক সংবাদ বহনকারী। তথ্যভাষী, তথ্যবাদী (বিশেষণ) সত্যবাদী। {(তৎসম বা সংস্কৃত) তথা+য}
- Bengali Word তথ্যানুসন্ধান English definition [তোত্থানুশন্ধান্] (বিশেষ্য) প্রকৃত ঘটনা বা অবস্থা জানার চেষ্টা। {(তৎসম বা সংস্কৃত) তথ্য+অনুসন্ধান}
- Bengali Word তদতিরিক্ত English definition [তদোতিরিক্তো] (বিশেষণ) তার চেয়ে বেশি; তার অপেক্ষা অধিক; ততোধিক; তাছাড়া; এতদ্ব্যতীত। {(তৎসম বা সংস্কৃত) তৎ+অতিরিক্ত; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word তদনন্তর English definition [তদনন্তর্] (ক্রিয়াবিশেষণ) তারপর; এরপর; অতঃপর। {(তৎসম বা সংস্কৃত) তৎ+অনন্তর, ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word তদনুগ, তদনুগামী English definition (-মিন্), তদনুবর্তী (-র্তিন্), তদনুসারী (-রিন্) [তদোনুগো, তদনুগামী, তদনুবোর্তি, তদনুশারি] (বিশেষণ) ১ তার বা সেই পথ অনুসরণকারী বা পশ্চাদ্গামী। ২ তদ্রূপ; সেই প্রকার। ৩ তার মত অবলম্বন করে এমন। তদনুসারে (ক্রিয়াবিশেষণ) সে-পদ্ধতিতে; সে-নির্দেশ অনুসারে বা অনুযায়ী। {(তৎসম বা সংস্কৃত) তৎ+অনুগ, অনুগামী, অনুবর্তী, অনুসারী; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word তদনুযায়ী English definition (-য়িন্) [তদোনুযায়ী] (বিশেষণ) তার পশ্চাদ্গামী বা অনুগামী; সে রকম; সেমতো; সেই অনুযায়ী। □ (ক্রিয়াবিশেষণ) সে অনুসারে; তদনুসারে। {(তৎসম বা সংস্কৃত) তৎ+অনুযায়ী; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word তদনুরূপ English definition [তদোনুরূপ] (বিশেষণ) ১ সরূপ; তাদৃশ। ২ তারমতো; তার ন্যায়; তত্তুল্য। □ (ক্রিয়াবিশেষণ) সেরূপে; তদনুযায়ী; তদনুসারে। {(তৎসম বা সংস্কৃত) তৎ+অনুরূপ; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word তদনুসারী, তদনুসারে English definition ⇒ তদনুগ
- Bengali Word তদন্ত English definition [তদোন্তো] (বিশেষ্য) তার অন্ত বা শেষ। □ (বিশেষণ) কোনো সত্য অবস্থা সম্বন্ধে সঠিক খোঁজ বা অনুসন্ধান। {(তৎসম বা সংস্কৃত) তদ্+অন্ত; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word তদন্ত-তদারক English definition [তদোন্তো তদারক্] (বিশেষ্য) অনুসন্ধানকার্য (সাহেব যাচ্ছিলো কিসের তদন্ত-তদারকে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) তদন্ত+(আরবি)তাদারক; (দ্বন্দ্ব সমাস)}