• Bengali Word চুরি ১ English definition [চুরি] (বিশেষ্য) ১ অপহরণ; চৌর্য; পরের দ্রব্য না বলে গ্রহণ। ২ গোপনে আত্মসাৎকরণ (ভাব ‍চুরি)। চুরানো, চোরানো (বিশেষ্য) চুরি; চৌর্য; লুক্কায়িতভাবে; অন্যের অলক্ষ্যে; অপরের অগোচরে। চুরিচামারি (বিশেষ্য) চুরি ও অন্য অপকর্মাদি; অপহরণ ও অন্যান্য দুষ্কার্য (কত চুরি-চামারি করে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। লুকোচুরি (বিশেষ্য) ক্রীড়া বিশেষ, প্রধানত বালক-বালিকাদের মধ্যে প্রচলিত। চুরি করে (অসমাপিকা ক্রিয়া) গোপনে; লুক্কায়িতভাবে; অন্যের অরক্ষ্যে; অপরের অগোচরে (চুরি করে শোনা)। {(তৎসম বা সংস্কৃত) চৌর্য>(প্রাকৃত) চোরিঅ>}
    • Bengali Word চুরি ২ English definition [চুরি] (অসমাপিকা ক্রিয়া) চূর্ণ করে। {(তৎসম বা সংস্কৃত) চূর্ণ>}
    • Bengali Word কচুরি English definition [কোচুরি] (বিশেষ্য) ময়দায় তৈরি ঘিয়ে ভাজা নিমকি জাতীয় খাবার বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কচরিকা>কচ্চরিআ>কচুরি; (তুলনীয়) (হিন্দী) কচৌরি}