• Bengali Word চেনা, চিনা English definition [চেনা, চিনা] (ক্রিয়া) ১ পূর্বদৃষ্ট বলে জানা বা বুঝতে পারা; পূর্বে পরিচিত বলে মনে পড়া (তাকে চিনি)। ২ প্রকৃত স্বরূপ জানা (বিপদে পড়লে লোক চেনা যায়)। ৩ নির্ধারণ বা ঠাহর করতে পারা; শনাক্ত করা (ভিড়ের মধ্যে লোকটাকে চেনা গেল না)। ৪ নির্বাচন করা; বাছাই করা (ভালোমন্দ চেনা)। ৫ জানা; শেখা; পরিচয় করা (অক্ষর চেনা)। □(বিশেষণ) পরিচিত; পূর্বদৃষ্ট; জানাশুনা (চেনা লোক)। চিনাচিনি (বিশেষ্য) পরস্পরকে জানা বা চেনা। চিনানো, চেননো (ক্রিয়া) ১ চিনিয়ে দেওয়া; পরিচিত বা পরিচয় করানো। ২ জানানো; শিখানো। □(বিশেষ্য) পরিচিতকরণ। □(বিশেষণ) পরিচিত এমন। চিনা পরিচয় (বিশেষ্য) জানাশুনা; আলাপ-পরিচয়। চিনা শোনা, চিনা শুনা (বিশেষ্য) জানাজানি; আলাপ-পরিচয় (দেখা হত দুইজনে আধ-চেনাশোনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) চিহ্ন>(প্রাকৃত) চিণ্‌হ>√চন্‌+আ}
    • Bengali Word অচেনা English definition [অচেনা] ১ (বিশেষণ) অজানা; অপরিচিত। ২ অপিরিচিত ব্যক্তি (অচেনায় চিনতে নারি, ভবের বাজার ঘুরে মরি-বাউল গান)। {(তৎসম বা সংস্কৃত) অ+চিহ্ন>;(নঞ্ তৎপুরুষ সমাস)}