• Bengali Word এত্তেলা, এতেলা, ইত্তিলা English definition [এত্‌তেলা; এতেলা, ইত্‌তিলা] (বিশেষ্য) সংবাদ; খবর; নোটিস (এই সময়ে সাহেবের এত্তেলা পেয়ে বলাই মনে মনে একটু বিরক্তই হয়-আবু জাফর শামসুদ্দীন; হজুরতক এ বিষয় এত্তলা করে না –রামরাম বসু; হাসিয়া তাহার এজাহার নিয়ে প্রথম এতালা কাটি-রজনীকান্ত সেন)। এত্তেলানামা (বিশেষ্য) সমন; বিজ্ঞাপন; লিপিবদ্ধ বর্ণনা। {আরবি ইত্তিলা}